ট্রাফিক নিয়ে সচেতনতা বাড়াতে স্কুল ছাত্রছাত্রীদের সাহায্য নেবে পুলিশ। সাতদিন ধরে গুরুত্বপূর্ণ মোড়ে মাইক যোগে চলবে সচেতনতা প্রচার। ট্রাফিক সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে এমনই উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। আগামী ১ জানুয়ারি থেকে টানা সাতদিন ট্রাফিক সপ্তাহ পালন করা হবে। গাড়ি ও মোটরবাইক চালকদের নিয়ে একটি সচেতনতা সভা করা হবে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশের ডিএসপি বলবন্ত সিংহ তিরভা বলেন, “ট্রাফিক বিধি অনেকেই মানছেন না। সেক্ষেত্রে জরিমানা সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ট্রাফিক সপ্তাহ উদযাপন উলপক্ষ্যে সচেতনতা অভিযান চালানো হবে। স্কুলের ছাত্রছাত্রীদের সচেতনতা অভিযানে সামিল করা হবে। সে ব্যপারে উদ্যোগ নেওয়া হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে ট্রাফিক বিধি মানা নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ। বিধি ভাঙার অভিযোগে গত নভেম্বর মাসেই ১৮ লক্ষ টাকার উপরে জরিমানা আদায় করা হয়েছে। সেই অভিযান অব্যাহত থাকলেও চালকদের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে পুলিশ মনে করছে। পুলিশের এক কর্তা জানান, ঠিকমতো নজরদারি চালাতে হলে ট্রাফিক পুলিশের কর্মী সংখ্যা বাড়ানো প্রয়োজন। সে ব্যপারে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ কর্তারা। পাশাপাশি সচেতনতা অভিযান করে যাতে নিয়ম বিধি ভাঙার অভিযোগ কমানো যায় সে জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১ জানুায়ারি মহানন্দা সেতু লাগোয়া মোড় থেকে পদযাত্রার মধ্যে দিয়ে ট্রাফিক সপ্তাহ পালন শুরু হবে। এর পর সাতদিন ধরে চোখ পরীক্ষা শিবির, স্কুল ছাত্রছাত্রী ও চালকদের নিয়ে সচেতনতা সভা, বিতর্ক সভা, ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পানিট্যাঙ্কি মোড়, হাসমিচক, মহানন্দা সেতু লাগোয়া মোড়ে মাইক যোগে প্রচারও চালানো হবে। |