দুর্ঘটনায় মৃত্যু দু’জনের |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন রধুনাথপুরের ডুমুরকোলা গ্রামের প্রাণকেষ্ট কর্মকার (৪৭) ও পাড়া থানার আলকুশা গ্রামের বিজু বাউরি (৪৮)। মঙ্গলবার রাতে রঘুনাথপুর থেকে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন বিজুবাবু। রঘুনাথপুরের মনগ্রামের কাছে একটি গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এ দিন ভোরে পুলিশ দেহটি উদ্ধার করে। দুর্ঘটনাস্থলে একটি ভাঙা কালর্ভাট দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। কালর্ভাটটি সংস্কার না করার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বুধবার সকালে পথ অবরোধ করেন। মহকুমাশাসক (রঘুনাথপুর) আবিদ হোসেন বলেন, “পূর্ত দফতর ও সংশ্লিষ্ট ঠিকাদারকে ডেকে কাজটি সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছি।” অন্য দিকে এ দিন সকালে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে প্রাণকেষ্টবাবুর। বানি থেকে তিনি সাইকেলে রঘুনাথপুরে যাচ্ছিলেন। মঙ্গলদা গ্রামের কাছে একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। সেখানেই তাঁর মৃত্যু হয়। ওই গাড়ি এলাকার আরও একজনকে ধাক্কা মারে বলে স্থানীয়দের অভিযোগ। তাঁকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ গাড়িটি আটক করেছে।
|
পুরস্কৃত করা হল পুরুলিয়ার বোরো থানার শুশুনিয়া বৃহদায়তন কৃষি বহুমুখী সমবায় সমিতি। সম্প্রতি কলকাতায় পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন নিগম লিমিটেডের পক্ষ থেকে ওই সমিতিকে ভালো কাজ করার জন্য শংসাপত্র ও ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
|
কালভার্টের তলা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার পুঞ্চা থানার গগদা গ্রামের কাছে দেহটি দেখা যায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজিত মাহাতো (৫৫)। ওই গ্রামেই তাঁর বাড়ি। দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
|
একটি বেসরকারি সংস্থার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বাঁকুড়া শহরের কলেজ রোড এলাকার ওই অফিসের কর্মীরাই অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন আয়ত্তে নিয়ে আসেন। পরে খবর পেয়ে দমকম কর্মীরা সেখানে যান। দমকলের বাঁকুড়া কেন্দ্রের ওসি সুপ্রিয় মণ্ডল বলেন, “অনুমান, শট্সার্কিট থেকে অফিসে আগুন লেগেছিল। দমকলের ছাড়পত্র নিয়েছে কিনা দেখা হবে।” |