বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজ ও ছাতনা চণ্ডীদাস কলেজের ছাত্র সংসদের নির্বাচনে নিজেদের দখল বজায় রাখল এসএফআই এবং তৃণমূল ছাত্রপরিষদ (টিএমসিপি)। বুধবার ওই দু’টি কলেজের ছাত্র সংসদের নির্বাচন ছিল। যামিনী রায় কলেজের ১২টি আসনের মধ্যে ৯টি আসনে টিএমসিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল। বাকি তিনটি আসনের নির্বাচনে টিএমসিপি’ই জিতেছে। অন্য দিকে, চণ্ডীদাস কলেজের ১২টি আসনের মধ্যে ৭টি আসন পায় এসএফআই। বাকি ৫টি আসন পায় টিএমসিপি।
প্রসঙ্গত রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পরে এ বার তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে এসএফআই জেলার ১৭টি কলেজের মধ্যে ১৩টি কলেজে প্রার্থী দেয়নি। বাকি তিনটি কলেজের মধ্যে চণ্ডীদাস দখলে রাখতে পেরে এসএফআই শিবির উল্লসিত। সংগঠনের জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তীর দাবি, “অবাধ নির্বাচন হলে টিএসিপি জেলার সর্বত্র হারত। ওরা সন্ত্রাস করায় অধিকাংশ কলেজেই আমরা নির্বাচনে যোগ দিইনি।”
টিএমসিপি’র জেলা সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, “সাংগঠনিক দুর্বলতার কারণে চণ্ডীদাস কলেজে আমরা হারলেও গতবারের থেকে এ বার ভাল ফল হয়েছে।” তাঁর দাবি, “জেলার অন্যান্য কলেজগুলি এসএফআই করার মতো ছেলে পাচ্ছে না ওরা। তাই মুখ রক্ষা করার জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।” |