টুকরো খবর |
দু’জনকে খুনের চেষ্টা, ধৃত পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
দুই যুবককে ছুরি মেরে খুনের চেষ্টায় অভিযোগে গ্রেফতার হলেন এক পুলিশকর্মী। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ সঞ্জয় দেবনাথ নামে ওই পুলিশকর্মীকে গ্রেফতার করেছে। ধৃতের বাড়ি স্থানীয় নারিকেলা গ্রামে। তিনি ঝাড়গ্রাম পুলিশ লাইনে কনস্টেবল পদে চাকরি করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশে চাকরি করলেও ধৃত সঞ্জয় প্রায়ই কাজে যোগ দিতেন না। সে জন্য তার বাড়িতে প্রায়ই খবর পাঠানো হত ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে। তিনি তাঁর দুই বন্ধু রাজু মণ্ডল এবং সর্দার আলি সর্দারকে নিয়ে পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা শুরু করেছিলেন। সোমবার রাত ৯টা নাগাদ গাইঘাটা শ্মশানের কাছে যশোহর রোডে মদ্যপ অবস্থায় সঞ্জয়, রাজু এবং সর্দার আলি সর্দারকে ছুরি মেরে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। পেটে গুরুতর আঘাত নিয়ে সর্দার আলি বারাসত জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজুকে প্রথমে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও তিনি আপাতত সুস্থ। গাইঘাটা পুলিশ সূত্রে জানান হয়েছে, খুনের চেষ্টার কারণ এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
|
ফসলের দাম চেয়ে অবরোধ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ ও স্বরূপনগর |
|
বনগাঁয় তোলা নিজস্ব চিত্র। |
ফসলের ন্যায্য দামের দাবিতে বুধবার বনগাঁ মহকুমার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষক এবং খেতমজুরেরা। এ দিন দুপুরে গাইঘাটা থানার মোড়ে, চাঁদপাড়া বাজারে, হরিদাসপুরে, যশোহর রোডে অবরোধ করা হয়। সিপিএমের কৃষক সভার নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল। কৃষকদের বক্তব্য, সরকারি মূল্যে ধান-পাট এবং অন্যান্য কৃষিজাত দ্রব্য কিনতে হবে। সারে ভর্তুকি দিতে হবে। সরকার ধান না কেনায় লোকসান করে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা। কৃষক সভার নেতৃত্বে গোপালপুর, চাঁদবাজার, মামুদপুরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বনগাঁর বাটার মোড়ে বামফ্রন্টের তরফে একটি সভাও হয়। বুধবার বিকেলে স্বরূপনগর বাসস্ট্যান্ডেও ধান ও পাটের বস্তা ফেলে প্রায় আধ ঘণ্টা পথ অবরোধ করল সিপিএমের কৃষক সংগঠন। বিক্ষোভের জেরে সংগ্রামপুর, মসলন্দপুর এবং তরণীপুরের মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়।
|
বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু শ্রমিকের, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যুতে গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হল এক ঠিকাদারকে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাটের পানিতর সীমান্তের বিএসএফ চৌকিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইছামতীর ধারে পানিতর সীমান্তে পানীয় জলের প্রয়োজনে চৌকির মধ্যে কল বসানোর বরাত পান সিরাজ গাজি নামে ইটিন্ডার এক ঠিকাদার। ইটিন্ডারই গাছা গ্রামের সহিদ গাজি (৪০)-সহ ছ’জন শ্রমিককে কাজে লাগান তিনি। পুলিশ জানায়, এ দিন পানীয় জলের নষ্ট হয়ে যাওয়া একটি পাইপ মাটি থেকে তোলা হচ্ছিল। অসতর্কতাবশত ওই পাইপ পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসে। বিদ্যুৎস্পৃষ্ট হন সহিদ। বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। বিএসএফের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ঠিকাদার সিরাজ গাজিকে পরে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বসিরহাটের আইসি অতনু মণ্ডল।
|
গাড়ি চুরি চক্রের হদিস হাড়োয়ায়, ধৃত
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গ্যারেজ মালিককে গ্রেফতার করে ৬টি চোরাই মোটর বাইক উদ্বার হয়েছে। সেই সঙ্গে আন্তঃ রাজ্য গাড়ি চুরি চক্রের হদিস মিলেছে বলেও দাবি পুলিশের। সোমবার রাতে হাড়োয়া থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় নজরনগর গ্রামের বাড়ি থেকে শুভঙ্কর কর্মকারকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি হাড়োয়া-সহ বসিরহাট মহকুমা এলাকায় মোটর বাইক চুরির ঘটনা ঘটছিল। খুব শীঘ্রই ওই চক্রের বাকিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
|
সাংস্কৃতিক অনুষ্ঠান বনগাঁয় |
স্বামী বিবেকানন্দের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে বুধবার বক্সীপল্লির ইয়ং বেঙ্গল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হল। স্থানীয় কালুপুর পঞ্চায়েত অফিসের সামনে থেকে ক্লাব মাঠ পর্যন্ত ‘রোড রেস’ দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি রতন ঘোষ, বনগাঁ পুরসভার চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য। উদ্বোধন করা হয় একটি নতুন গ্রন্থাগারও। এ ছাড়াও স্বামীজির ছবি দিয়ে নতুন বছরের ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। ছিল মহিলাদের মাছ ধরা, ফুটবল ইত্যাদি। ‘রোড রেসে’ প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন যথাক্রমে বসন্ত চৌধুরী, পিন্টুকুমার অধিকারী এবং বিকাশ চৌধুরী। উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
|
বধূর অস্বাভাবিক মৃত্যু |
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল বাগদার সুরারদারি গ্রামে। পুলিশ জানায়, মৃত ওই বধূর নাম, ঝর্ণা তরফদার (২৬)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কীটনাশক খেয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে ঝর্ণাদেবীর বিয়ে হয়। তার একটি সন্তানও রয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্ক না থাকায় তিনি বাপের বাড়িতেই থাকতেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তিনি কীটনাশক খান। পরিবারের লোকেরা তাকে বাগদা ব্লক গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। |
বারান্দা ভেঙে চাঞ্চল্য |
একটি নির্মীয়মাণ চারতলা ফ্ল্যাটের তিনতলার বারান্দার অংশ ভেঙে পড়ে চাঞ্চল্য ছড়াল। বুধবার, আগরপাড়ার বিবেকানন্দ পল্লিতে। বিক্ষুব্ধ স্থানীয়েরা ওই ফ্ল্যাটের বাকি বারান্দাগুলি ভাঙচুর করে। দমকলের ২টি ইঞ্জিন গিয়ে বিপজ্জনক অংশ ভেঙে দেয়। এলাকাবাসীর অভিযোগ, ফ্ল্যাটটি বেআইনি ভাবে গড়া হচ্ছিল। নির্মাণে ব্যবহার হচ্ছিল নিম্ন মানের মালমশলা। পানিহাটি পুরসভার চেয়ারম্যান চারণ চক্রবর্তী বলেন, “প্রোমোটারের বিরুদ্ধে এফআইআর হয়েছে। ফ্ল্যাটটির বেশ কিছু অংশ অবৈধ ভাবে তৈরি হয়। ফ্ল্যাটে রং ও বেশ কিছু দাহ্য বস্তুও ছিল।” প্রোমোটারের খোঁজ চলছে। |
|