টুকরো খবর |
পুলিশ হেফাজতে বন্দিমুক্তির নেতা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
রাষ্ট্রদ্রোহ, হামলা, খুনের চেষ্টা এবং রাস্তা অবরোধের দু’টি মামলায় অভিযুক্ত করে বুধবার ঝাড়গ্রাম আদালতে হাজির করা হল বন্দিমুক্তি কমিটির ধৃত নেতা বিমল মাহাতোকে। গত ৬ নভেম্বর ঝাড়গ্রামের নেদাবহড়া অঞ্চলের মাসাংডিহি গ্রামে ‘তৃণমূল-সমর্থিত’ জনজাগরণ মঞ্চের জমায়েত লক্ষ করে গুলি চালানোর ঘটনার ভিত্তিতে রাষ্ট্রদ্রোহ, হামলা, খুনের চেষ্টার মামলাটিতে ধৃতকে নিজেদের হেফাজতে চায় পুলিশ। বিমলকে ৭ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দেন ভারপ্রাপ্ত এসিজেএম সুপর্ণা রায়।
নেদাবহড়ার বাসিন্দা বিমল বন্দিমুক্তি কমিটির ঝাড়গ্রাম মহকুমা সম্পাদক। ‘মাওবাদী লিঙ্কম্যান’ সন্দেহে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। বিমলের গ্রেফতারের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ঝাড়গ্রাম মহকুমায় ২৪ ঘণ্টা বন্ধের ডাক দিয়েছে বন্দিমুক্তি কমিটি। সংগঠনের মুখপাত্র রঘুনাথ মুর্মুর অভিযোগ, “বিমলকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।” অন্য দিকে, ‘জনজাগরণ মঞ্চ’-এর সম্পাদক নিশীথ মাহাতোর দাবি, “বিমল মাওবাদীদের লোক। খুন, অপহরণ, রাষ্ট্রদ্রোহে জড়িত।” বন্দিমুক্তি কমিটির বন্ধের বিরুদ্ধে আজ তাঁরা পথে নামবেন বলেও জানিয়েছেন মঞ্চের নেতা।
|
পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
মৎস্য দফতরের বিভিন্ন প্রকল্পের কাজকর্ম খতিয়ে দেখল রাজ্য বিধানসভার স্ট্যান্ডিং কমিটির এক প্রতিনিধিদল। বর্ধমানের বিধায়ক বনমালী হাজরার নেতৃত্বে মৎস্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সাত সদস্যের প্রতিনিধিদল মঙ্গলবার দিঘায় আসেন। দু’দিন ধরে মোহনায় মাছের অকশন সেন্টার, মৎস্য দফতরের হ্যাচারি, শঙ্করপুর মৎস্য বন্দর, জুনপুট মৎস্য প্রক্রিয়াকরণ প্রকল্প ঘুরে দেখা ছাড়াও মৎস্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সঙ্গে ছিলেন দফতরের দুই উপ অধিকর্তা উৎপল সর, সন্দীপ পাল ও দুই সহ-অধিকর্তা সুরজিৎ বাগ ও রবীন দত্ত।
|
অস্বাভাবিক মৃত্যু শিক্ষিকার |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক শিক্ষিকার। নাম সুজাতা মুখোপাধ্যায় (৩০)। তিনি পটাশপুরের অমর্ষি বৃন্দাবনচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভূগোলের শিক্ষিকা ছিলেন। দেড় বছরের ছেলেকে নিয়ে অমর্ষিতেই বাড়ি ভাড়া করে থাকতেন। বছর পাঁচেক আগে পুরুলিয়ার রঘুনাথপুরের মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। মৃত্যুঞ্জয়বাবু কর্মসূত্রে কলকাতায় থাকেন। স্কুল পরিচালন সমিতির সম্পাদক আশিস সিংহ জানান, শনিবার ওই শিক্ষিকা স্বামী ও ছেলেকে নিয়ে কলকাতায় গিয়েছিলেন। পরে একাই ফিরে আসেন। মঙ্গলবার রাতে মৃত্যুঞ্জয়বাবু ফোন করে তাঁকে সুজাতাদেবীর খোঁজখবর নিতে বলেন। সেই মতো ওই শিক্ষিকার বাড়ি গিয়ে মৃতদেহ ঝুলতে দেখেন। খবর দেন পুলিশে।
|
পটাশপুরে বিজ্ঞানমেলা |
নিজস্ব প্রতিবেদন |
আগামী ২৩ জানুয়ারি পূর্ব মেদিনাপুরের পটাশপুরের বারুইপুরে শুরু হচ্ছে বিজ্ঞানমেলা। সুভাষচন্দ্র বসু-র জন্মদিন ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ওই দিন মেলা প্রাঙ্গণে সূচনা হবে ১৭ তম কৃষি-শিল্প-পর্যটন ও বিজ্ঞান উৎসবের। কাঁথি পালপাড়া সারদাদেবী মহিলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত ওই উৎসবে উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট দফতরগুলির আধিকারিকেরা, জনপ্রতিনিধিগণ এবং ভারত সরকারের কৃষি, মৎস্য, শিল্প ও স্বাস্থ্য বিজ্ঞানীরা। উৎসবের আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সবিতা পাত্র (মিদ্যা) জানান, জাতীয় সংস্কৃতি বিনিময় কর্মসূচি উপলক্ষে দেশের বিভিন্ন প্রদেশ-সহ বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনামের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া, মেলায় ভারত সরকারের বিভিন্ন বিভাগের প্রায় ৪০টি স্টল এবং রাজ্য সরকারের প্রদর্শনী স্টল থাকবে। আয়োজন করা হবে স্বাস্থ্য পরীক্ষা, মাটি পরীক্ষা, পুষ্প ও কৃষি প্রদর্শনী, নানা প্রতিযোগিতা, আলোচনাসভা ও কর্মশালার। অন্য দিকে, অগ্রগামী হ্যান্ডিক্যাপড সমিতির উদ্যোগে গত ৯-১৫ ডিসেম্বর বাজকুল মিলনি মহাবিদ্যালয় ফুটবল ময়দানে ২৩ তম কৃষি-শিল্প-বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। অসম, অরুনাচলপ্রদেশ, ওডিশার শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সূচনা হয়েছিল। উপস্থিত ছিলেন ওই মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যরঞ্জন সাউ, অধ্যাপক দিলীপকুমার মান্না, বেশ কয়েক জন বিজ্ঞানী। বিভিন্ন দিনে আলোচনাচক্রে উপস্থিত ছিলেন স্বনির্ভর প্রযুক্তি মন্ত্রী শান্তিরাম মাহাতো, পটাশপুরের বিধায়ক জ্যোতির্ময় কর, এগরার বিধায়ক সমরেশ দাস-সহ বিশিষ্টেরা।
|
বিদ্যুৎ পৌঁছল মহিষাদলের গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
রাজীব গাঁধী গ্রামীণ বিদ্যুদয়ন যোজনায় ১৯২টি বিপিএল পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের উদ্যোগে বুধবার মহিষাদল ব্লকের কেশবপুর জালপাইতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়। এ দিন একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি গাঁধী হাজরা। উপস্থিত ছিলেন সহ-সভাধিপতি মামুদ হোসেন, ব্লক উন্নয়ন আধিকারিক বুলান ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি শুভ্রা মিশ্র প্রমুখ। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ওই অঞ্চলে ৭টি ট্রান্সফর্মার ও ৪০৭টি খুঁটির মাধ্যমে প্রাথমিক ভাবে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এ দিকে, ওই অঞ্চলে অন্য একটি অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন সপ্তাহের সূচনা করেন জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন। বাসিন্দাদের স্বনির্ভর করতে হাঁস পালন, মৎস্য চাষ, বৃক্ষরোপণ ও রঙিন মৎস্য চাষের উপরে জোর দেওয়া হয়। এ ছাড়া কঠিন ও তরল বর্জ্যের মাধ্যমে অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের উদ্যোগও নেওয়া হয়েছে।
|
ছাত্র সমাবেশ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার কাঁথি সরস্বতীতলা মাঠে ছাত্র সমাবেশ হয়েছে। অষ্টম শ্রেণি পযর্ন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়া, পঞ্চম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির ব্যবস্থা, স্কুল স্তরে যৌনশিক্ষা চালুর প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি গোপাল সাহু। এ দিন ওই সমাবেশের আগে একটি মিছিল কাঁথি শহর পরিক্রমা করে।
|
শুরু হল ভগবানপুর উৎসব |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
শুরু হয়েছে ২৩তম ভগবানপুর উৎসব। গত ২৪ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। বিধানচন্দ্র রায় গ্রামীণ কৃষি মেলা কমিটির পরিচালনায় ভগবানপুর হাইস্কুল মাঠে ৫ জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। মেলার বিনোদনের নানা উপকরণের পাশাপাশি প্রতিনিদিনই থাকছে আলোচনাসভা, সমাজ ও স্বাস্থ্য সচেতনতামূলক কমর্সূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। রয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতরের স্টল। উৎসবের মূল আকর্ষণ প্রতিদিন লোকসংস্কৃতির অনুষ্ঠান।
|
চলছে সপ্তম বিদ্যাসাগর মেলা |
নিজস্ব সংবাদদাতা • এগরা |
গত ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সপ্তম বিদ্যাসাগর গ্রামীণ মেলা। চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। পটাশপুর-১ ব্লকের সিংদায় ওই মেলার উদ্বোধন করেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। মেলায় নানা বিনোদনের পাশপাশি রয়েছে শিল্প-শিক্ষা-সংস্কৃতি-স্বাস্থ্য এবং ক্ষুদ্র ও কুটির শিল্প প্রদর্শনী। এলাকার স্বাধীনতা সংগ্রামী প্রয়াত কালিপদ রায়মহাপাত্র নামাঙ্কিত সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই রয়েছে আলোচনাসভা, সচেতনতামূলক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন দিনে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার সাংসদ, বিধায়ক এবং প্রশাসনের কর্তারা।
|
স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালের পরিকাঠামোর উন্নয়নের-সহ একাধিক দাবিতে জেলা পূর্ত দফতরে স্মারকলিপি দিয়েছে স্টেট হেল্থ এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা কমিটির পক্ষ থেকে বুধবার জেলা পূর্ত দফতরের নির্বাহী বাস্তুকারের কাছে দাবি জানানো হয়েছে। সংগঠনের দাবি, হাসপাতালের বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও ব্লাড ব্যাঙ্কের সম্প্রসারণ করতে হবে। এ ছাড়া হাসপাতালের যন্ত্রপাতি রাখার জন্য আলাদা স্টোররুম তৈরি, মর্গ, রাস্তা ও নিকাশির সংস্কার, নার্সিং ট্রেনিং স্কুল ও হস্টেল তৈরির দাবি জানানো হয়।
|
কংগ্রেসের প্রতিষ্ঠা-বার্ষিকী |
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও কাঁথি |
জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করল পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেস। বুধবার সকালে তমলুকে জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া ট্যাবলো-সহ এক শোভাযাত্রা শহর পরিক্রমা করে। শেষ হয় কোর্ট ময়দান সংলগ্ন শহিদ মাতঙ্গিনী হাজরার স্মৃতিস্তম্ভের সামনে। পরে জাতীয় সঙ্গীতের শতবর্ষপূর্তি ও কংগ্রেস নেতা মতিলাল নেহরু ও মদনমোহন মালব্যের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁদের স্মরণ করা হয়। শোভাযাত্রার পর জেলা কংগ্রেস কার্যালয় প্রাঙ্গণে আলোচনাসভা হয়। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অসিত পাল, সাধারণ সম্পাদক মৃণাল পাল, তমলুক সদর ব্লক সভাপতি বিকাশ প্রামাণিক প্রমুখ। |
|
কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে মিছিল মেদিনীপুর শহরে |
এদিকে এই উপলক্ষে বুধবার কাঁথি মহকুমা কংগ্রেসের উদ্যোগে সেন্ট্রাল বাস টার্মিনাসে আলোচনাসভা হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক ও নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্য শৈলজা দাস, প্রদেশ কংগ্রেস সদস্য ক্ষিতিন্দ্রমোহন সাহু, মহকুমা কংগ্রেস সভাপতি গঙ্গারাম মিশ্র, ধীরেন পাত্র, দেবাশিস পাহাড়ি, শেখ এরশাদ ও হরিসাধন দাসঅধিকারী। সকালে দলের মহকুমা কাযার্লয়ে পতাকা উত্তোলন করেন শৈলজাবাবু।
|
শঙ্করপুর ব্রাত্য, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রাজ্য সরকারের উদ্যোগে জানুয়ারিতে শুরু হতে চলা সৈকত উৎসবে ‘ব্রাত্য’ শঙ্করপুর। সৈকত উৎসবের যাবতীয় অনুষ্ঠান শুধুমাত্র দিঘায় হওয়ার সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন রামনগরের প্রাক্তন সিপিএম বিধায়ক ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন সদস্য স্বদেশ নায়ক। বুধবার এক সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুলেছেন স্বদেশবাবু। তাঁর কথায়, “দিঘা, শঙ্করপুর এই দুই পর্যটনকেন্দ্রকে নিয়েই দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দ। অথচ প্রথম থেকেই শঙ্করপুর উন্নয়নের যাবতীয় দিক থেকে ব্রাত্য। অতীতেও এমনটাই ছিল। এখনও এর পরিবর্তন হল না।” পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল বলেন, “সৈকত উৎসব বর্তমানে দিঘায় হলেও আগামী দিনে শঙ্করপুরে বা অন্যত্র হতেই পারে। এ বার দিঘায় এই উৎসব আয়োজনের সিদ্ধান্ত রাজ্য সরকারের। পর্ষদের কিছু করার নেই।”
|
শিল্পশহরে শুরু চলচ্চিত্র উৎসব |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শুরু হল দ্বিতীয় হলদিয়া চলচ্চিত্র উৎসব: ‘আলোছায়া’। মঙ্গলবার রাতে এই উৎসবের সূচনা করেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিচালক ঈশিতা মুখোপাধ্যায়, সুমন্ত চট্টোপাধ্যায়, অভিনেতা সাহেব ভট্টাচার্য প্রমুখ। হলদিয়া টাউনশিপের বিবি ঘোষ প্রেক্ষাগৃহে এই উৎসবের আয়োজন করেছে তরুণ-তরুণীদের নিজস্ব ‘ইমেজ মেকার্স’ ফিল্ম সোসাইটি। উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। দশটি সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখা যাবে এই উৎসবে।
|
লোধাদের স্মারকলিপি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
২০ দফা দাবিতে মেদিনীপুরের জেলাশাসক ও জেলা সভাধিপতিকে বুধবার স্মারকলিপি দিল মেদিনীপুর লোধা-শবর উন্নয়ন সমিতি। সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, লোধাদের উন্নয়নের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল তা বাস্তবায়িত হয়নি। অথচ, লোধ-উন্নয়ন প্রকল্পে অর্থ পেয়েছে প্রশাসন। অবিলম্বে লোধাদের উন্নয়নের পাশাপাশি তাদের ‘প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ’ বলে শংসাপত্র দান, ভূমিহীনদের ভূমিদান, প্রতিটি লোধা এলাকায় আশ্রম-হস্টেল তৈরি, বেকারদের চাকরির দাবি জানানো হয়। |
|