মহকুমা হাসপাতালের নেই এক্স-রে প্লেট, ইউ এস জি মেশিন বিকল। দূরদরান্ত থেকে মানুষ এসে তাই ফিরে যাচ্ছেন। চিকিৎসকদের বিরুদ্ধে ভালো ব্যবহার না করারও অভিযোদ রয়েছে। রামপুরহাট মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই নানা অভিযোগ তুলে সুপার কে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। ডিওয়াইএফ, এসএফআই সদস্যদের সঙ্গে তৃণমূলের সংগঠন টিএমসিপি’রও কয়েক জন সদস্য ছিলেন। এস এফ আই-এর রামপুরহাট কলেজের ভাইস প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম, ডি ওয়াই এফ-এর সুপ্রিয় সেন, আফতাব আলমের সঙ্গে টিএমসিপি’র মিলন সেখ অভিযোগ করেন, “দূরদুরান্ত থেকে আসা রোগীদের এ দিন হাসপাতালে এক্স-রে প্লেটের যোগান নেই বলে কর্মীরা ফিরিয়ে দিয়েছেন। ইউ এস জি মেশিন দশ দিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে। অথচ চিকিৎসকেরা ইউ এস জি করাতে বলছেন। ইউ এস জি মেশিন ঠিক করানো হচ্ছে না। অথচ হাসপাতালের দালাল চক্রের মাধ্যমে রোগীদের ইউ এস জি হচ্ছে। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এক্স-রে প্লেট জোগানের অভাবে রোগীরা হয়রান হচ্ছেন।” হাসপাতালের সুপার হিমাদ্রি হালদার বলেন,“জেলা জুড়েই এক্স-রে প্লেট জোগানের অভাব রয়েছে। আমরা স্থানীয়ভাবে বাইরে থেকে সামান্য কিছু প্লেট কিনে রোগীদের পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। এ দিন বাইরে থেকে কিনে আনা এক্স-রে প্লেট হাসপাতালে আসতে দেরি হয়েছিল।” তাঁর আশ্বাস, ইউ এস জি মেশিন খুব শীঘ্রই ঠিক করা হবে।
|
প্রয়াত তৃণমূল কাউন্সিলর দেবাশিস ঘটকের স্মৃতিতে তিন দিনের বার্ষিক স্মরণ অনুষ্ঠান শুরু হল মঙ্গলবার। প্রথম দিন দেবাশিসবাবুর বাসভবন এলাকা আপার চেলিডাঙা দুর্গামন্দিরে রক্তের শ্রেণি নির্ণয় করা হয়। বুধবার রবীন্দ্রভবনে অনুষ্ঠান ও শেষ দিন আপার চেলিডাঙায় স্বাস্থ্যমেলার আয়োজন হয়েছে। দেবাশিসবাবুর দাদা মুকুল ঘটক জানান, ৬ বছর আগে দেবাশিসবাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১৯৮৭ সাল থেকে তিনি আসানসোলের কাউন্সিলর ছিলেন। পরে তৃণমূল যোগ দেন।
|
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ ঘণ্টায় মালদহ সদর হাসপাতালে ফের ৫টি শিশুর মৃত্যু হয়েছে। সদর হাসপাতালের সুপার হিমাদ্রি আড়ি জানিয়েছেন, ৯ অক্টোবর থেকে ২৭ ডিসেম্বরে মালদহ সদর হাসপাতালে ১৬৫টি শিশুর মৃত্যু হয়েছে। সোমবার প্রসব যন্ত্রণা নিয়ে বৈষ্ণবনগরের মাদারি টোলার রবিনা বিবি মালদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাতে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। কয়েক ঘণ্টার তার সদ্যোজাত শিশুটি মারা যায়। সুপার বলেন, “যে সব শিশু মারা গিয়েছে তাদের অধিকাংশ ব্রঙ্কো-নিমোনিয়ায় ভুগছিল।”
|
স্বাস্থ্যশিবির
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
সম্প্রতি উত্তর ২৪ পরগনার বনগাঁয় স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পক্ষ থেকে বিনামূল্যে এক স্বাস্থ্যশিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে ১৯৬ জন প্রবীণের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে মেডিসিন, ক্যানসার, হার্টস প্রসূতি বিভাগের চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। ৮০ বা তার বেশি বয়স এমন ২৯ জনকে শাল উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায়, ব্যাঙ্কর বনগাঁ শাখার আধিকারিক সুখময় চৌধুরী।
|
থ্যালাসেমিয়া শিশুদের ওষুধ দিল শ্রীরামপুরের জগন্নাথ ঘাট লেন (পূর্ব) সর্বজনীন দুর্গাপূজা কমিটি। সম্প্রতি এ জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। |