ন’টি থানা নিয়ে তৈরি হচ্ছে সল্টলেক কমিশনারেট। ব্যারাকপুর কমিশনারেটের অধীনে থাকবে ১২টি থানা। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশকে ভাগ করে দু’টি কমিশনারেট এবং তিনটি মহকুমা করা হচ্ছে বলে মহাকরণ সূত্রে জানানো হয়েছে। প্রতিটি কমিশনারেটে দু’টি করে পুলিশ ডিভিশন করা হবে। ওই জেলার বিভিন্ন থানার মধ্যে জনসংযোগ বাড়াতে এবং কাজে গতি আনতেই এই উদ্যোগ বলে মহাকরণ সূত্রের খবর। উত্তর ২৪ পরগনায় মোট থানার সংখ্যা ৪০। এত দিন এক জন পুলিশ সুপার ছিলেন ওই সব থানার দায়িত্বে।এ বার সেই দায়িত্ব ভাগ করে নেবে নতুন দুই কমিশনারেট। মহাকরণ সূত্রে খবর, সল্টলেক কমিশনারেটের অধীনে থাকবে বিধাননগর পূর্ব, উত্তর, দক্ষিণ, ইলেকট্রনিক্স কমপ্লেক্স, লেকটাউন, বাগুইআটি, নিউ টাউন, বিমানবন্দর ও আন্তর্জাতিক বিমানবন্দর থানা। দমদম, বরাহনগর, বেলঘরিয়া, নিমতা, ঘোলা, খড়দহ, টিটাগড়, ব্যারাকপুর, নোয়াপাড়া, জগদ্দল, নৈহাটি ও বীজপুর থানা থাকবে ব্যারাকপুর কমিশনারেটের অধীনে। সল্টলেক কমিশনারেটের অধীনে বিধাননগর ও বিমানবন্দর দু’টি পুলিশ বিভাগ হচ্ছে। অন্য দিকে, ব্যারাকপুর কমিশনারেটের দু’টি বিভাগ হবে ব্যারাকপুর এবং বেলঘরিয়া। বারাসত, বনগাঁ ও বসিরহাট মহকুমা পুলিশ কোনও কমিশনারেটের অধীনে থাকছে না। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য জানান, রাজারহাট থানাটি বারাসত মহকুমা পুলিশের অধীনে থাকবে। ওই মহকুমার অধীনে থাকবে বারাসত, আমডাঙা, দেগঙ্গা, অশোকনগর ও হাবরা থানাও। বনগাঁ মহকুমা পুলিশের অধীনে থাকবে বনগাঁ, বাগদা, গোপালনগর ও গাইঘাটা থানা। বসিরহাট, বাদুড়িয়া, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালি, স্বরূপনগর, মিনাখা, হাড়োয়া ও হেমনগর থানা থাকছে বসিরহাট মহকুমা পুলিশের অধীনে। |