• বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙার একটি বেসরকারি স্কুলের বাষির্ক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে শনিবার। ১৩টি ইভেন্ট ছিল। স্কুলের প্রায় ২৫০ জন ছাত্রছাত্রী যোগ দিয়েছিল। এ ছাড়া, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দড়ি টানাটানি খেলা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক কাশীনাথ মিশ্র।
• বাঁকুড়ার বেলিয়াতোড়ের ছান্দার মনসা মঙ্গল ক্লাবের ফুটবল প্রতিযোগিতা হয়েছে শনিবার। ফাইনাল খেলায় সোনামুখীর সিধের বাঁধ স্টোটিং বাঁকুড়া ২ ব্লকের আয়না দামোদর সঙ্ঘকে ৩-০ গোলে পরাজিত করে। ৮টি দল যোগ দিয়েছিল।
• আদ্রার সেরসা ভলিবল অ্যাকাডেমির উদ্যোগে সম্প্রতি আদ্রারই সাউথ ইনস্টিটিউটের মাঠে ভলিবল প্রতিযোগিতা হয়েছে। দিনরাতের এই খেলায় পুরুলিয়া ও আসানসোলের ১৪টি দল যোগ গিয়েছিল। ফাইনালে বার্ণপুরকে হারায় আদ্রা ভলিবল অ্যাকাডেমি।
• মহকুমা ক্রিকেট লিগ শুরু হয়েছে রঘুনাথপুরে। মহকুমা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ১৯টি দল যোগ দিয়েছে। শহরের এ টিম মাঠে খেলা হচ্ছে। ১২ জানুয়ারি থেকে শুরু হবে সুপার ডিভিশন ক্রিকেট লিগ।
|
লোকপাড়া আমরা ক’জন এবং ধর্মরাজ সঙ্ঘ পরিচালিত ১৬ দলের নক আউট ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সাহোড়া হোস্টেল ক্রিকেট টিম। ২২ ডিসেম্বর স্থানীয় কলেজ মাঠে ওই প্রতিযোগিতা হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে সাহোড়া। ১৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০০ রান তোলে। জবাবে দাঁড়কা বাপ্পা একাদশ ১৩ ওভার ৪ বলে ১০ উইকেট হারিয়ে ৮৮ রান করে। ম্যান অফ দ্য ম্যাচ এবং সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন জয়ী দলের মিঠুন মণ্ডল, শম্ভুনাথ গুরুং। দাঁড়কার শঙ্কু সেন ম্যান অফ দ্য সিরিজ এবং রাজকুমার ধীবর বেস্ট বোলার নির্বাচিত হয়েছেন। আয়োজক সংস্থার পক্ষে সৌরভ ধীবর জানান, প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচকে পুরস্কৃত করা হয়েছে।
|
১৯ ডিসেম্বর লোকপাড়া সবুজ বাহিনীর পরিচালনায় স্থানীয় কলেজ মাঠে অনুষ্ঠিত হল ক্রিকেট প্রতিযোগিতা। কচিকাঁচাদের এক দিনের এই খেলায় ৮টি দল যোগ দিয়েছিল। ফাইনালে ৫৫ রান করে চ্যাম্পিয়ন হয়েছে স্থানীয় ধর্মরাজ ক্লাব। অন্য দিকে, গিধিলা কালীমাতা ক্লাব ৩ উইকেট হারিয়ে ৩৫ রান করে রানার্স হয়েছে। অন্যতম উদ্যোক্তা সপ্তম শ্রেণির ছাত্র বিশ্বজিৎ দলুই জানায়, ছোটদের প্রতিযোগিতায় সুযোগ দেওয়ার জন্যই এই উদ্যোগ।
|
দুবরাজপুরে স্মৃতি ক্রিকেট। |
দুবরাজপুর নায়কপাড়া স্পোর্টস ক্লাবের পরিচালনায় ২৫ ডিসেম্বর থেকে ক্লাব মাঠে শুরু হয়েছে রামভদ্র নায়ক ও দিলীপ উপাধ্যায় স্মৃতি নক আউট ক্রিকেট প্রতিযোগিতা। এতে ৩২টি দল যোগ দিয়েছে। উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলর প্রভাত চট্টোপাধ্যায় এবং অজিত সিংহ। ১২ জানুয়ারি ফাইনাল। উইনার্স এবং রানার্স দলকে ট্রফি-সহ ৭,৫০০ ও ৫০০০ টাকা দেওয়া হবে। |