টুকরো খবর
১৬৮-তেই শেষ স্মিথরা
ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয়ের সামনে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার ৩৩৮ তাড়া করতে গিয়ে স্মিথরা গুটিয়ে গেলেন ১৬৮ রানে। শ্রীলঙ্কান পেসার চানক ওয়েলেগেদেরা (৫-৫২) এবং বাঁ-হাতি স্পিনার রঙ্গনা হেরাথই (৪-৪৯) নড়িয়ে দেন কালিসদের। সর্বোচ্চ রান হাসিম আমলার (৫৪)। তার আগে শ্রীলঙ্কার হয়ে সেঞ্চুরি করেন সমরবীরা (১০২)। আর দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেকেই সাত উইকেট নিলেন মারশঁ দে লাঞ্জ (৭-৮১)। ১৭০ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাও দিলশানের (৪) উইকেট হারিয়েছে তাড়াতাড়ি। দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কা ৭-১।

জিতল মোহনবাগান, কালীঘাট
রঞ্জি ট্রফির পর স্থানীয় ক্রিকেটেও রান করতে শুরু করলেন মনোজ তিওয়ারি। মূলত, মনোজ (৪৫ বলে ৩৭) এবং অলকেন্দু লাহিড়ীর (২৯ বলে ৩৫) সৌজন্যে মঙ্গলবার জে সি মুখোপাধ্যায় ট্রফিতে (টি-টোয়েন্টি) আনন্দবাজার স্পোর্টস ক্লাবকে ১৮ হারাল কালীঘাট। অন্য ম্যাচে অনুষ্টুপ মজুমদারের (২৯ বলে ৩৯) ভাল ব্যাটিং পুলিশ অ্যাথলেটিকের (১২৫-৬) বিরুদ্ধে ৫২ রানে জেতাল মোহনবাগানকে (১৭৭-৪)। অনুষ্টুপ ছাড়া মোহনবাগানের হয়ে রান পেয়েছেন সৌরাশিস লাহিড়ীও (৩৮ বলে ৩৯)। কুমোরটুলি (৭৯-২) ৮ উইকেটে হারাল ভূকৈলাসকে (৭৮)। ব্যাটে-বলে সফল ঋত্বিক চট্টোপাধ্যায় (৪১ ও ২-৩)। জিতেছে ইস্টবেঙ্গলও। টালিগঞ্জ অগ্রগামীকে তারা হারাল ৯ উইকেটে। টালিগঞ্জের ৭৭-৯ স্কোর ইস্টবেঙ্গল টপকে যায় ঋতম পোড়েল (৩০ বলে ৪১ ন:আ:) এবং সায়নশেখর মন্ডলের (২৫ বলে ৩৫ ন:আ:) দাপটে।

সুনীল বিতর্ক থামছে না
সুনীল ছেত্রীর চোট নিয়ে বিতর্ক গড়াল দুই সংবাদপত্রের সম্পাদক পর্যন্ত। মোহনবাগান কর্তারা ওই দু’টি সংবাদপত্রের সম্পাদককে তাঁদের সাংবাদিকদের খবরের সত্যতা যাচাইয়ের জন্য সময় ধার্য করছেন চোদ্দো দিন। সেই মর্মে তাঁরা দু’টি সংবাদপত্রের সম্পাদককে চিঠিও দিচ্ছেন। এতে সমাধান সূত্র না বেরোলে প্রেস কাউন্সিলেও যেতে পারে মোহনবাগান। সাফ কাপে সুনীল ছেত্রীর চোট লাগা নিয়ে ওই দুই সংবাদপত্রের খবরের ভিত্তিতে মোহনবাগান অভিযোগ এনেছিল ফেডারেশনের বিরুদ্ধে। যে প্রতিবেদনের বক্তব্য ছিল, চোট থাকা সত্ত্বেও সুনীলকে সাফ কাপ ফাইনালে খেলানো হয়েছে।

শীর্ষে একা অঞ্জন
মেয়রস কাপ দাবায় আট রাউন্ডের পরে একক ভাবে শীর্ষে এখন অঞ্জন মল্লিক। তাঁর সংগ্রহ সাড়ে সাত পয়েন্ট। বুধবার টাউন হলে টুর্নামেন্টের শেষ দুই রাউন্ডের খেলা। মঙ্গলবার সাদা নিয়ে অঞ্জন ৩৯ চালে হারান তেরো বছরের দেবাঙ্কন ধারাকে। অন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ শৌভিক চক্রবর্তী জেতেন সহেলি ধর বড়ুয়ার বিরুদ্ধে। সুবীর ঘোষের সঙ্গে ড্র করেন কলকাতা পুরসভা পরিচালিত এই দাবার শীর্ষ বাছাই নীলাদ্রী শেখর ভট্টাচার্য। তিন জন দাবাড়ু- শৌভিক, সুবীর ও স্বরূপ সরকার এখন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন শীর্ষে থাকা অঞ্জনের। বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকবেন গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ছাড়াও ক্রীড়ামন্ত্রী মদন মিত্র প্রমুখ বিশিষ্টরা।

রাজ্য ফুটবল
সিউড়ি ত্রাণ সমিতির পরিচালনায় ২৫ থেকে শুরু হয়েছে তিন দিনের পঞ্চায়েত যুব ক্রীড়া অউর খেল অভিযানের তৃতীয় রাজ্য ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা। মঙ্গলবার এই প্রতিযোগিতা শেষ হল। রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় খেলাগুলি হয়েছে জেলা ক্রীড়া সংস্থার মাঠে, সিউড়ি বিদ্যাসাগর কলেজ, জেলা পুলিশ লাইন ময়দান, কড়িধ্যা যদুরায় স্কুল মাঠ এবং পুরন্দরপুর হাইস্কুলের মাঠে। ছেলেদের ১৩টি ও মেয়েদের ৪টি জেলা দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। মেয়েদের মধ্যে ১-০ গোলে নদিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হুগলি জেলা। আর ছেলেদের মধ্যে নদিয়া ১-০ গোলে হুগলিকে হারিয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.