আজ থেকে তিন দিন কম ট্রেন মেট্রোয় |
শীতের ছুটির মরসুমে যাত্রী-সংখ্যা কিছুটা কমে গিয়েছে। তাই ট্রেন পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল। সংস্থার মুখপাত্র প্রত্যুষ ঘোষ এ কথা জানিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি জানান, আজ, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ‘আপ’ এবং ‘ডাউন’ লাইনে ১০ জোড়া করে ট্রেন কম চলবে। ওই তিন দিন দুপুর ১২টার পরে কয়েক ঘণ্টা (অফ-পিক আওয়ার্স) সাতের বদলে আট মিনিট ব্যবধানে ট্রেন চালানো হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, সাধারণ ভাবে কাজের দিনগুলিতে ২৩৬টি ট্রেন চলে। বুধবার থেকে ২১৬টি ট্রেন চালানো হবে। তবে বর্ষবরণের দিন সকাল ৯টা থেকে চলবে মেট্রো।
|
দক্ষিণ শহরতলির মহেশতলার সন্তোষপুর রোড এলাকায় পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মৃতের নাম পান্না শেখ (৪৫)। বাড়ি স্থানীয় মোড়লপাড়ায়। তিনি পেশায় দর্জি ছিলেন। তাঁর পরিজনদের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ। তবে মৃতের গায়ে আঘাতের কোনও চিহ্ন নেই বলে জানান তদন্তকারী অফিসারেরা। |