পাকিস্তানের সঙ্গে তিক্ততা মেটাতে চায় আমেরিকা |
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের তিক্ততা মিটিয়ে ফেলতে চায় মার্কিন সেনা। মঙ্গলবার আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনা এবং ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন অ্যালেনকে পাকিস্তানি সেনার সঙ্গে বিশ্বাসের ঘাটতি মিটিয়ে ফেলার নির্দেশ দেন মার্কিন সেনার সেন্ট্রাল কম্যান্ডের কম্যান্ডার জেমস ম্যাটিস। ২৬ নভেম্বর পাক-আফগান সীমান্তে পাক সেনার উপর হামলা চালায় ন্যাটো বাহিনী। প্রাণ হারান ২৪ পাক সেনা। দাবি, সেনার চৌকিতে হামলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আফগানিস্তানের ন্যাটো অফিসে খবর দেয় পাক সেনা। যে অফিসার এই অভিযোগ পান তিনি ৪৫ মিনিট পর কর্তাদের খবর পাঠান। আগে খবর গেলে বাঁচতে পারত কিছু পাক সেনার প্রাণ।
|
পুতিনের বিরুদ্ধে বিরাট সমাবেশ |
ভ্লাদিমির পুতিন বিরোধী বিক্ষোভ ক্রমশই জোরদার হচ্ছে রাশিয়ায়। রবিবারও মস্কোয় প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেন। রাশিয়ার বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে পুতিনকে পদত্যাগ করার আর্জি জানান রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচভও। মস্কোয় বিক্ষোভরত মানুষদের দাবি, অবিলম্বে পদত্যাগ করতে হবে ভ্লাদিমির পুতিনকে। বিক্ষোভকারীদের অভিযোগ, “১২ বছর আগে ক্ষমতায় এসেছিলেন পুতিন, আরও ২৪ বছর ক্ষমতায় থাকতে চান তিনি। কিন্তু তা কিছুতেই হতে দেওয়া যায় না। এই বিক্ষোভ সহজে থামার নয়।”
|
৭ ভারতীয়-সহ জাহাজ ছিনতাই |
ওমানের উপকূলের কাছে একটি ইতালীয় তেলবাহী জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। ওই জাহাজের ৭ নাবিক ভারতীয় নাগরিক। মালিক নেপলসের ডোমেনিকো আইভোলি সংস্থা। তারা জানিয়েছে, ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে জাহাজটি ছিনতাই হয়। ইতালি সরকারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। ইতালির নৌসেনাকে সতর্ক করা হয়েছে।
|