টুকরো খবর |
গ্রন্থাগার ভোটে জয়ী বামেরা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পরিবর্তনের হাওয়ার গতি রুদ্ধ করে শিলিগুড়ির রথখোলা এলাকার গ্রামীণ লাইব্রেরির নির্বাচনে বিপুল ভাবে জয়ী হলেন বামেরা। শহরের ২২ নম্বর ওয়ার্ডের জ্ঞানদাসুন্দরী গ্রামীণ লাইব্রেরিতে রবিবার পরিচালন সমিতির ৮টি আসনে ভোট হয়। বামেদের বিপক্ষে ৮টি আসনেই প্রার্থী দেন জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা। এদিনই ভোট গণনা হয়। ৮টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছেন বামেরা। একটি আসন পেয়েছেন জাতীয়তাবাদী মঞ্চের সদস্যরা। শুরু থেকেই এই লাইব্রেরির পরিচালন সমিতি বামেদের দখলে। কোনও দিনই ভোট হয়নি। পাঠকদের মতামতের উপরে কমিটি গঠন করা হত। এ বার কংগ্রেস তৃণমূল জোটের চাপে নির্বাচনের ব্যবস্থা করা হয়। শিক্ষা গণতন্ত্রীকরণ সংস্থার আহ্বায়ক তমাল চন্দ বলেন, “ওয়ার্ডটি বেশ কিছুদিন ধরে কংগ্রেসের দখলে। কিন্তু মানুষ কংগ্রেস তৃণমূল জোটের স্বরূপ যে বুঝতে পেরেছেন, এই ফলাফলে তা প্রমাণিত।” জাতীয়তাবাদী মঞ্চের পক্ষে জয়ন্ত কর বলেন, “এই প্রথম নির্বাচন হল। অল্পের জন্য বেশ কয়েকটি আসনে হেরেছি। মানুষ যে আমাদের পাশে রয়েছেন সেটা পরের নির্বাচনেই প্রমাণ করে দেব।”
|
মহিলাদের কর্মশালা |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সশস্ত্র সীমা বলের উদ্যোগে খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কিতে ক্ষত্রিয়লাল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে আয়োজিত মহিলাদের সচেতনতামূলক কর্মশালা রবিবার শেষ হল। এলাকার ২৫ জন মহিলাকে নিয়ে গত ১৯ ডিসেম্বর ওই কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী সিংহ। কর্মশালায় অংশ নেওয়া মহিলাদের শিশুদের পরিচর্যা, মৎস্য, ফুল, মাশরুম ও সবজি চাষ, পুতুল তৈরি-সহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সশস্ত্র সীমা বলের রানিডাঙার ডিআইজি সুভাষ চন্দ্র। অনুষ্ঠানে ডিআইজি ছাড়াও বক্তব্য রাখেন সংস্থার এরিয়া অর্গানাইজার লীনা গুপ্ত, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজার প্রবাল সিংহ, মুকুল রাওয়াত-সহ অন্যান্যরা।
|
বই-দোকানে বন্ধ ৩ দিন |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বইয়ের একাংশ সরকারি ভাবে স্কুলগুলিতে সরবরাহের বিরুদ্ধে ৩ দিন দোকান বন্ধের ডাক দিয়েছে গ্রেটার শিলিগুড়ি পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আজ, সোমবার থেকে ৩ দিন শিলিগুড়ি মহকুমা এবং ফুলবাড়ি এলাকার বইয়ের দোকান বন্ধ রাখবেন তারা। অভিযোগ, এতদিন ছাত্রছাত্রীরা বই কেনার টাকা অনুদান পেত। দোকান থেকে সেই বই ছাত্রছাত্রীরা কিনত। বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ৬-৮ শ্রেণি পর্যন্ত বিভিন্ন বিষয়ের ৩০ টি পাঠ্য বইয়ের মধ্যে ১৯ টি এ বছর থেকে তারাই স্কুলগুলিতে সরবরাহ করবেন। পরের বছর থেকে বাকি সমস্ত বইও সরকারি ভাবে দেওয়া হবে। গ্রেটার শিলিগুড়ি পাবলিসার্স অ্যান্ড বুক সেলার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুসূদন সেন বলেন, “এই নীতির জন্য বই বিক্রেতারা বিপাকে পড়বেন। ছাত্রছাত্রীরা বই কিনতে না এলে আমাদের লোকসান হবে। তা ছাড়া এই পেশার সঙ্গে যুক্ত বই বাঁধাই, ছাপা, কাগজ সরবরাহের মতো আনুসঙ্গিক কাজে যুক্ত ব্যক্তিরাও সমস্যা পড়বেন। সে কারণেই প্রতিবাদে তারা ৩ দিন দোকান বন্ধ ডেকেছেন।” রাজ্যের অন্যত্রও এই অভিযোগে বই বিক্রেতারা আন্দোলন করছেন বলে জানান মধুসূদনবাবু।
|
চুরির কিনারা হয়নি |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
ঘটনার দু’দিন কেটে গেলেও ফাঁসিদেওয়ার চটহাটের ব্যাঙ্কের চুরির ঘটনার কোনও কিনারা করতে পারেনি পুলিশ। ঘটনায় জড়িত কাউকেও গ্রেফতারও করতে পারেনি। ফলে এলাকায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা চটহাটের উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের তালা ভেঙে ঢুকে ভল্ট কেটে প্রায় ১১ লক্ষ টাকা চুরি করে পালিয়েছে। পুলিশ অবশ্য দাবি করেছে, দুষ্কৃতীর খোঁজে তল্লাশি জারি রয়েছে। এ দিন এই ঘটনায় ব্যাঙ্ক খোলা থাকলেও সেভাবে লেনদেনের কাজ হয়নি। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, এ দিন একশো দিন প্রকল্পের কাজের বিল মেটানো হয়েছে। এলাকার পঞ্চায়েত প্রধান রাজু মণ্ডল বলেছেন, “ঘটনার কিনারা সহ দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশের কাছে দাবি জানানো হয়েছে। এ দিকে, ওই ঘটনার পর পুলিশ এলাকায় জোরদার টহলদারি ব্যবস্থা করা হয়েছে।
|
কংগ্রেসে যোগ |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সিপিএম ছেড়ে ১২৫ জন কংগ্রেসে যোগ দিলেন। রবিবার নকশালবাড়িতে কংগ্রেস কার্যালয়ে ওই দলবদল হয়। দলত্যাগীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন জেলা কংগ্রেস নেতা জীবন মজুমদার, ব্লক সভাপতি পৃত্থীশ রায়, সুনীল ঘোষ, নারায়ণ ঘোষ-সহ অন্যান্যরা। কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা সিপিএম ছেড়েছেন বলে দলত্যাগীরা দাবি করেছেন। সিপিএমের পক্ষ থেকে দাবি করা হয়, দলত্যাগীদের সঙ্গে দীর্ঘদিন তাঁদের যোগাযোগ নেই। |
বড়দিন পালিত |
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাজগঞ্জ ব্লক কংগ্রেসের তরফে বড়দিন পালন করা হল। রবিবার স্থানীয় দলীয় কার্যালয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয় বলে দলের ব্লক কমিটির সভাপতি দেবব্রত নাগ জানিয়েছেন। অনুষ্ঠানে প্রায় শ’খানেক দলীয় নেতা ছাড়াও কর্মী-সমর্থক হাজির ছিলেন।
|
গ্রন্থাগার দিবস |
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
শুক্রবার শিলিগুড়ি মহকুমা গ্রন্থাগার দিবস পালিত হল ফাঁসিদেওয়ায়। এ দিন আনুষ্ঠানিকভাবে ফাঁসিদেওয়ার চটহাট গ্রন্থাগার প্রাঙ্গণে তা পালিত হয় বলে জানিয়েছেন চটহাট গ্রন্থাগারিক রবীন্দ্রনাথ রায়। প্রায় শ’দুয়েক গ্রন্থাগার কর্মী অনুষ্ঠানে হাজির ছিলেন। |
বিরোধিতা |
প্রধান নগর, গেট বাজার ও সুভাষপল্লিকে শিলিগুড়ি টাউন বিভাগ থেকে সাব ডিভিশনে সরিয়ে দেওয়ার বিরোধিতা করল রাজ্য বিদ্যুৎ পর্ষদের ওয়ার্কমেন্স ইউনিয়ন। অভিযোগ, আগামী বছরের ১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। তা হলে গ্রাহকেরা সমস্যায় পড়বেন। ইউনিয়ন নেতা প্রদীপ কুণ্ডু জানান, সিদ্ধান্ত বাতিলের দাবিতে তাঁরা আন্দোলনে নামবেন। পর্ষদের শিলিগুড়ি দুই মাইল দফতর জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। |
|