|
|
|
|
গুলিবিদ্ধ সেই ব্যক্তির মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিলিতি মদের দোকানের সামনে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হল গভীর রাতেই। ঘটনার জেরে এখনও আতঙ্ক রয়েছে মেদিনীপুর শহর লাগোয়া আবাস এলাকায়।
শনিবার রাতে আবাসে একটি বিলিতি মদের দোকানের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হন মুক্তি মাইতি (৪৪)। তাঁর বাড়ি ওই এলাকাতেই। গভীর রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গুলি চালানোর পিছনে কাদের হাত রয়েছে, উদ্দেশ্যই বা কীতদন্তে নেমে সে সব খতিয়ে দেখছে পুলিশ। যদিও রবিবার রাত পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করা হয়নি। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ ত্রিপাঠি বলেন, “তদন্ত চলছে। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে।” এক পুলিশ অফিসার জানান, প্রাথমিক তদন্তে কিছু সূত্র পাওয়া গিয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত এগোচ্ছে।
মেদিনীপুর শহর লাগায়ো এলাকায় কোনও বিলিতি মদের দোকানের সামনে গুলি চালানোর ঘটনা সাম্প্রতিক কালে ঘটেনি। এর আগে শহর ও শহর সংলগ্ন এলাকায় বন্দুক ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কখনও দুষ্কৃতীরা গুলিও ছুড়েছে। তবে প্রায় এক মাস আগে এই দোকানেই গোলমাল হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। তখনও কয়েক জনের উপর ‘সশস্ত্র’ লোকজন চড়াও হয়েছিল বলে অভিযোগ। এক প্রত্যক্ষদর্শীর কথায়, “দুষ্কৃতীরা ঘটনার কিছুক্ষণ আগেই দোকানে আসে। হঠাৎই দেখি, বচসা শুরু হয়েছে।” রবিবার সকালে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ। জেলা পুলিশ সুপার বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।” |
|
|
|
|
|