মন্ত্রীদের বিদেশ সফরে উপহার রবীন্দ্র স্মারক
দেশের প্রতিটি রাজ্যে রবীন্দ্রভবন তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। জানালেন, রবীন্দ্রনাথের জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে আরও পরিকল্পনার কথাও।
ইস্পাত শহর রৌরকেলায় আজই শুরু হয়েছে ৮৪তম নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন। সংগঠনের সভাপতি অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এক দিন আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে শনিবার পরিচালক পরিষদের বৈঠকে এক গুচ্ছ প্রতিশ্রুতি দেন তিনি। অর্থমন্ত্রী জানান, দেশের প্রতিটি রাজ্যে তৈরি করা হবে রবীন্দ্র ভবন। অনেক জায়গায় রবীন্দ্র ভবন থাকলেও সেগুলির অবস্থা শোচনীয়। যত দ্রুত সম্ভব সেগুলির সংস্কারের কাজ শুরু করা হবে। একই সঙ্গে মনে করিয়ে দেন, নন্দনকে ঘিরে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার যে প্রস্তাব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তা ইতিমধ্যেই গৃহীত হয়েছে দিল্লিতে।
এ দিকে, বিশ্বের কাছে রবীন্দ্র ভাবনা তুলে ধরতে এক অভিনব প্রস্তাব দিয়েছে সরকার। প্রণববাবু জানান, বিদেশ সফরে গিয়ে মন্ত্রীরা উপহার হিসেবে তুলে দেবেন রবীন্দ্র স্মারক মুদ্রা। এ বার বিশ্বভারতী ও কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রকাশ হতে চলেছে রবি ঠাকুরের ছবির সংকলন। তাও জানান অর্থমন্ত্রী।
নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের উদ্বোধনে
প্রণব মুখোপাধ্যায়। উত্তমকুমার পালের তোলা ছবি।
প্রতি বছরই এই অধিবেশন বসে কোনও না কোনও রাজ্যে। প্রণববাবুর কথায়, “নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন-এর সঙ্গে আমি দীর্ঘকাল যুক্ত। ১৯৮০ সালে প্রথম ডাক পাই জামশেদপুর সম্মেলনে। পরে আমাকেই সভাপতি পদে নির্বাচন করা হয়। তা চলছে আজও।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.