কালীঘাটের বাড়িতে গিয়ে মাতৃহারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমবেদনা জানিয়ে এলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। রবিবার বিকালে প্রায় আধঘণ্টা কালীঘাটে কাটিয়েছেন প্রণববাবু। পরে ঢাকুরিয়ায় তাঁর বাড়িতে ফেরার আগে প্রশ্নের জবাবে প্রণববাবু বলেন, “এটা একান্ত ভাবেই সৌজন্য সাক্ষাৎ। মমতার মা মারা যাওয়ার পরে ওঁর বাড়িতে যাওয়া হয়নি। দেখা করে এলাম।” তবে তাঁদের মধ্যে প্রত্যাশিত ভাবেই রাজ্য ও জাতীয় রাজনীতির বিষয়ে আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর।
বিশেষত, সংসদের অধিবেশনে বিরোধীদের ভূমিকা নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলেই তাঁদের ঘনিষ্ঠ মহল সূত্রের ইঙ্গিত। |
মাতৃবিয়োগের সান্ত্বনা। রবিবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর
বাড়িতে প্রণব মুখোপাধ্যায়। ছবি: সুদীপ আচার্য |
প্রণববাবু কালীঘাট থেকে চলে যাওয়ার পরেই মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় ও দলের রাজ্য সভাপতি এবং সাংসদ সুব্রত বক্সীর সঙ্গে সাংগঠনিক বিষয় ও কর্মসূচি নিয়ে আলোচনা করেন। পরে মুকুলবাবু বলেন, “২৭ ডিসেম্বর ‘জনগণমন’-র ১০০ বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি, বিষমদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ৩০ ডিসেম্বর কলকাতায় পদযাত্রা, ১৯ জানুয়ারি নেতাজি ইন্ডোরে পঞ্চায়েতিরাজ সম্মেলনের ব্যাপারে দলনেত্রী আমাদের সঙ্গে আলোচনা করেছেন। কী ভাবে সুষ্ঠু ভাবে কর্মসূচিগুলি পালন করা হবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে।” তৃণমূল সূত্রের খবর, ৩০ তারিখের পদযাত্রায় বিশিষ্ট জনেদের সামিল করার জন্য তৃণমূল নেত্রী দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন। |