নাগেরবাজারের উড়ালপুলের শেষ পর্যায়ের কাজ দ্রুত শেষ করতে জানুয়ারি মাসের গোড়াতেই মাস খানেকের জন্য নিয়ন্ত্রণ করা হবে যশোহর রোড ধরে নাগেরবাজারের যান-চলাচল। পুরসভা ও এইচআরবিসি সূত্রে জানানো হয়েছে, জানুয়ারি মাসের ৭ অথবা ১০ তারিখ থেকে নাগেরবাজার মোড়ে উড়ালপুলের শেষ পর্যায়ের কাজ শুরু হবে।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ দমদম পুরসভায় চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান, এইচআরবিসি, নাগেরবাজার উড়ালপুলের বেসরকারি নির্মাণ সংস্থা এবং পুলিশের পদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকের পরে দক্ষিণ দমদম পুরসভার চেয়ারপার্সন অঞ্জনা রক্ষিত বলেন, “নাগেরবাজার মোড়ে উড়ালপুলের কিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু হবে জানুয়ারি মাসের ৭ অথবা ১০ তারিখ থেকে। তখন দশ দিন নাগেরবাজার মোড়ে যান-চলাচল বন্ধ থাকবে। পরের ২০ দিন সেখান দিয়ে ছোট গাড়ি চললেও বাস বা ট্রাকের মতো বড় গাড়ি চলবে না। এক মাস পরে ফের সব গাড়ি যেতে পারবে ওই রাস্তা দিয়ে।” এইচআরবিসির ভাইস চেয়ারম্যান সাধন বন্দ্যোপাধ্যায় বলেন, “জানুয়ারির কোন তারিখ থেকে রাস্তা বন্ধ হবে, সেই সিদ্ধান্ত কিছু দিনের মধ্যেই নেওয়া হবে।”
পুরসভা ও এইআরবিসি সূত্রে খবর, এয়ারপোর্ট এক নম্বর মোড় থেকে যশোহর রোড দিয়ে নাগেরবাজারমুখী বাস মল রোড পর্যন্ত যাবে। অন্য দিকে, বেলগাছিয়া থেকে যশোহর রোড ধরে বাস অমরপল্লি পর্যন্ত যাতায়াত করবে। কিছু বাস যশোহর রোড থেকে লেকটাউন দিয়ে ঘুরিয়ে এয়ারপোর্ট এক নম্বর হয়ে বারাসত যাবে। অঞ্জনাদেবী আরও জানান, এইচআরবিসি প্রতিশ্রুতি দিয়েছে উড়ালপুলের পুরো কাজ শেষ হবে পয়লা মার্চের মধ্যে। |