মামুন ইন্টারন্যাশন্যাল স্কুলের একটি শাখার শিলান্যাস করেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের চেয়ারম্যান আবু আয়েশ মণ্ডল। রবিবার কাঁকসার শ্যামসুন্দরপুর গ্রামে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা গোলাম আহমদ মুর্তোজা। এই স্কুল চালু হলে এখানকার পড়ুয়ারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন আবু আয়েশ মণ্ডল। প্রসঙ্গত, এই স্কুলে ইসলামিক ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানও পড়ানো হবে বলে স্কুল সূত্রে জানা গিয়েছে।
|
কুষ্ঠ কলোনির বাসিন্দাদের লুচি-মিষ্টি খাইয়ে বাবার জন্মদিন পালন করলেন ধানবাদের বাসিন্দা, দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী প্রদীপকুমার অগ্রবাল। রবিবার প্যাকেটে করে তিনি লুচি, তরকারি, মিষ্টি দেন সিটি সেন্টারের কাছে কুষ্ঠ কলোনির বাসিন্দাদের। সঙ্গে ছিলেন স্ত্রী মঞ্জুদেবী। প্রদীপবাবু জানান, সিটি সেন্টারের কাছে আগে বহু কুষ্ঠরোগী থাকতেন। সগড়ভাঙা কুষ্ঠ কলোনি হওয়ার পরে তাঁদের অনেকেই যান সেখানে। তার পরেও রয়েছেন কয়েক জন। খুশি কিষাণ মণ্ডল, আরতি সাউরা বলেন, “বড়দিনে এমন উপহার আশা করিনি।”
|
পুত্র ও পুত্রবধূর মারে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল বর্ধমানে জামুড়িয়ার চুরুলিয়ায়। রবিবার সকালের এই ঘটনায় নিহতের নাম মোমিনা বিবি (৬০)। পুলিশ তাঁর পুত্রবধূ সাবিনা বিবিকে গ্রেফতার করেছে। ঘটনায় অভিযুক্ত মোমিনা বিবির বড় ছেলে শেখ ওসমান পলাতক। নিহতের ছোট ছেলের স্ত্রী মহিমা বিবি পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, ওসমান ও সাবিনা অনেক দিন ধরেই মোমিনার উপরে অত্যাচার করতেন। এ দিন সকালে বচসার সময়ে ওসমান বাঁশ দিয়ে মাথায় মারায় মোমিনার মৃত্যু হয়। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। ওসমানের খোঁজ চলছে। |