ধাণ্ডাবাগ ইয়ুথ ক্লাব আয়োজিত তপন দে ও চরণ কর্মকার স্মৃতি অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল অআকখ কালচারাল ক্লাব। রবিবার ফাইনালে তারা ইস্পাতনগরী দিশারি সঙ্ঘকে টাইব্রেকারে ৩-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে কোনও গোল হয়নি। ম্যাচের সেরা হন বিজয়ী দলের অমরদীপ বাউরি। প্রতিযোগিতার সেরা বিজিত দলের শেখ জসুরুদ্দিন। ফেয়ার প্লে ট্রফি পায় ভারতী ভলিবল ক্লাব। ম্যাচটি পরিচালনা করেন তুষারকান্তি বারিক, রতন মাইতি, ওমপ্রকাশ সিংহ ও পার্থসারথি বন্দ্যোপাধ্যায়।
|
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতার শনিবারের খেলায় জয়ী হয় দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। তারা এমএএমসি মাঠের খেলায় সিএমইআরআই রিক্রিয়েশন ক্লাবকে ৯৪ রানে হারায়। প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ১০৭ রান তোলে দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ। জবাবে সিএমইআরআই রিক্রিয়েশন ক্লাব ৬৬ রানে শেষ হয়ে যায়। বিজয়ী দলের হয়ে রমিজ খান ১৮ রানে ৫ টি এবং সুদীপ পাঠক ১৭ রানে ৪ টি উইকেট নেন।
|
চিচুঁড়িয়া অ্যাবলুম অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় পিওর জামবাদকে ৬ উইকেটে হারায় নিমচা কোলিয়ারি। প্রথমে ব্যাট করে পিওর জামবাদ সব উইকেট হারিয়ে ৬১ রান তোলে। জবাবে নিমচা ৪ উইকেট হারিয়ে জয়ের রানে পৌঁছে যায়। ৪ ওভার বল করে ৬ রানে ৫টি উইকেট নেওয়ায় ম্যাচের সেরা হন জয়ী দলের যোগেশ শর্মা।
|
রবীন কাজি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী হল নিঘা। তারা হুড়মাডাঙা আদিবাসী ক্লাবকে ১৩২ রানে হারায়। দোমহানি মাঠে প্রথমে ব্যাট করে নিঘা ৪ উইকেট হারিয়ে ১৯৩ রান তোলে। জবাবে হুড়মাডাঙার ইনিংস ৬৯ রানে শেষ হয়ে যায়।
|
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় শনিবারের খেলায় জয়ী হয় মহাবীর ক্লাব। তারা সিহারসোল বাহিনী সঙ্ঘকে ১-০ গোলে হারায়। গোল করেন কৌশিক বাউরি।
|
কমলেশ সিংহ স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় শনিবারের খেলায় জয়ী হয় মহাবীর ক্লাব। তারা সিহারসোল বাহিনী সঙ্ঘকে ১-০ গোলে হারায়। গোল করেন কৌশিক বাউরি। |