ম্যাজিক, বেহালায় জমজমাট উৎসব
শুরু হল বরাকর উৎসব। শনিবার প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার অজয় নন্দ। উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত।
এই উৎসবে যোগ দিয়েছেন রূপনারায়ণপুর, চিত্তরঞ্জন ছাড়াও ঝাড়খণ্ডের নিরসা, পুরুলিয়ার পারবেলিয়া, চেলিয়ামা ও নিতুড়িয়ার বহু মানুষও। উৎসবের চার দিনই সন্ধ্যায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার থেকে সকালে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতারও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে কবি-গায়ক সুজিত লায়েকদের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা এই উৎসবের সূচনা করেন। প্রথমে ডিসেরগড় রোড সংলগ্ন এলাকায় এই উৎসব হত। ভিড় সামলাতে বছর পাঁচেক আগে থেকে বরাকর শহরের বেগুনিয়া মোড়ে উৎসবটি স্থানান্তরিত করা হয়। বরাকর উৎসবের আয়োজক সংস্থা বেগুনিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষে সম্পাদক শুভ চক্রবর্তী জানান, নিয়ামতপুর, বার্নপুর, আসানসোলের মানুষজনও এই উৎসবে সামিল হন। এই উৎসবের মধ্যে দিয়ে স্থানীয় শিল্পীদের প্রতিভা তুলে ধরার চেষ্টা করা হয়। চেলিয়ামার চন্দ্রাণী মজুমদার, নিরসার বিউটি ধর, কুলটির রাহুল মুখোপাধ্যায়দের কথায়, “প্রতিভাবান শিল্পীদের এমন সুযোগ দেওয়ায় উৎসব কমিটির কাছে আমরা কৃতজ্ঞ।”
নিজস্ব চিত্র।
প্রথম দিন, শনিবার উৎসবের শুরুতেই বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন পুলিশ কমিশনার। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক উৎসব কমিটির পক্ষে সংবর্ধনা দেন নৃত্যশিল্পী, চিত্তরঞ্জনের বাসিন্দা শ্রীতমা বৈদ্যকে। শ্রীতমা ছাড়াও এ দিন নৃত্য প্রদর্শন করেন কুলটির মেঘনা পট্টনায়ক। এছাড়া ছিল শিল্পী হরপ্রসাদ সান্যালের বেহালা সঙ্গে জগবন্ধু দে-র তবলাও। রবিবারের মূল আকর্ষণ ছিল ‘ম্যাজিক শো’ ও অঞ্জন কুমারের ‘কথা বলা পুতুল’-র অনুষ্ঠানও।
আজ, সোমবার সন্ধ্যায় রয়েছে কলকাতার নিলাদ্রি সেনের সেতার ও দেবাশিস সরকারের তবলার যুগলবন্দি। শেষ দিন, মঙ্গলবার কুলটি পুরসভার তরফে কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে। এছাড়াও থাকবে ব্যালে প্রদর্শন ও বিচিত্রানুষ্ঠান। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়েরও।
আয়োজক সংস্থার পক্ষে অন্যতম কর্ণধার সুজিতবাবু জানান, বিগত ২০ বছরে বিভিন্ন সময়ে এই উৎসবে উপস্থিত ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায়, সুবীর সেনের মতো বেশ কয়েক জন বিশিষ্ট মানুষজনও।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.