উত্তরবঙ্গের ছয় জেলার পরিকাঠামো উন্নয়নে কারিগরি সহায়তা দিতে চায় জলপাইগুড়ি ইঞ্জিনিয়িয়ারিং কলেজ। শনিবার ‘উত্তরবঙ্গ উন্নয়নে জলপাইগুড়ি ইঞ্জনিয়ারিং কলেজের ভুমিকা’ বিষয়ে সেমিনারে ওই প্রস্তাব দেন কলেজ কর্তৃপক্ষ। ইঞ্জিনিয়িয়ারিং কলেজে আয়োজিত ওই সেমিনারের উদ্বোধন করে কলেজের প্রস্তাবকে স্বাগত জানান উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুণাভ বসু মজুমদার। তিনি বলেন, “জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ ভাল প্রস্তাব দিয়েছেন কলেজের কারিগরি সহায়তা পেলে গুছিয়ে পরিকাঠামো উন্নয়ন করা সম্ভব হবে। |
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের ছবি তুলেছেন সন্দীপ পাল। |
যা পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়নে দিকচিহ্ন হিসেবে পরিচয় পাবে।”কলেজের অধ্যক্ষ জ্যোর্তিময় ঝম্পটি বলেন, “উত্তরবঙ্গের সব পুরসভা ও জেলা পরিষদ কর্তৃপক্ষকে সেমিনারে আমন্ত্রণ জানানো হয়েছে। কলেজের তরফে উন্নয়নের পরিকল্পনা তৈরিতে নিখরচায় কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।” এ দিনের সেমিনারে শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্ত, আলিপুরদুয়ারের বিধায়ক দেবপ্রসাদ রায়, অনাবাসী শিল্পোদ্যোগী অলক বসু উপস্থিত ছিলেন। মেয়র বলেন, “ইতিমধ্যে কলেজের কারিগরি সহায়তা নিয়ে শিলিগুড়িতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কাজ চলছে। অন্য ক্ষেত্রে কলেজের সহায়তা পাওয়া গেলে শিলিগুড়ি উন্নয়নের কাজ সহজ হবে।” দেবপ্রসাদবাবু বলেন, “পরিকাঠামো উন্নয়ের পাশাপাশি জলপাইগুড়ি জেলার ইতিহাস গ্রন্থিত করার কাজেও কলেজ ভুমিকা গ্রহণ করতে পারে। নদী, ঝোরা অধ্যুষিত জলপাইগুড়ি জেলায় যোগাযোগ উন্নত করতে কলেজের কারিগরি সাহায্য খুবই কাজে লাগবে।” |