হাটে হাটে সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে দক্ষিণ দিনাজপুরে বুথ ভিত্তিক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নিল বামপন্থী কৃষক সংগঠন। আগামী ৪ জানুয়ারি রাজ্যজুড়ে গ্রামাঞ্চলে কৃষি ধর্মঘটের ডাক দিয়েছে তারা। ৩০ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে ওই ইস্যুতে বাম-কৃষক সমিতিগুলি পথ অবরোধের ডাক দিয়েছে। ওই কর্মসূচিকে সামনে রেখে শনিবার থেকে প্রচার অভিযানে নেমেছে সিপিএমের সারা ভারত কৃষকসভা। জেলা বামফ্রন্টের আহ্বায়ক মানবেশ চৌধুরীর অভিযোগ, হাটে হাটে ধান কেনার লোক নেই। গুটি কয়েক চালকলের মাধ্যমে বিচ্ছিন্নভাবে ধান কেনা হচ্ছে তাতে পাইকারেরা লাভবান হচ্ছেন। গরিব চাষিদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলে দাবি করেন তিনি। সরকারি ভাবে রোজ একাধিক শিবির করে চালকলের মাধ্যমে সহায়ক মূল্য ধান কেনার পাশাপাশি শনিবার থেকে ইসিএসসি জেলায় ধান কিনতে নেমে গিয়েছে। এদিন গঙ্গারামপুরের ঠ্যাঙ্গাপাড়ায় সমবায় সমিতির মাধ্যমে ইসিএসসি চাষিদের কাছ থেকে ধান কিনতে নামায় ক্ষোভ-বিক্ষোভ কিছুটা আলগা হবে বলে আঁচ করে প্রচার অভিযানের জোর দিচ্ছে বাম কৃষক সমিতি। জেলা খাদ্য নিয়ামক ভাস্কর হালদার বলেন, “এফসিআই লেভির চাল কিনবে। তাতে চালকলগুলিকে দিয়ে আরও বেশি ধান কেনানো সম্ভব হবে।” প্রশাসন সূত্রের খবর, এখনও পর্যন্ত জেলায় শিবির করে চালকলগুলির মাধ্যমে ১০ হাজার টন ধান কেনা হয়েছে। এখনও চালকল গুলির মাধ্যমে চাষিদের কাছ থেকে আরও প্রায় ৫০ হাজার টন ধান কেনা হবে। জেলা সিপিএমের কৃষক নেতা পরিমল সরকার বলেন, “আগামী ৩০ ডিসেম্বর বালুরঘাটের পতিরাম, হিলির ত্রিমোহিনী, কুমারগঞ্জের বরাহার, তপনের চৌরঙ্গী মোড়, গঙ্গারামপুর এবং বুনিয়াদপুরে সকাল ১০টা থেকে ১১টা প্রতীকী পথ অবরোধ আন্দোলন হবে। ৪ জানুয়ারি গ্রাম বাংলা বন্ধের দিন বুথে বুথে চাষিদের নিয়ে সংগঠিত হবে বিক্ষোভ মিছিল।” |