কুয়াশার জেরে বাতিল হয়ে গেল এয়ার ইন্ডিয়ার কলকাতা-কাঠমান্ডু রুটের উড়ান। খেপে গিয়ে কলকাতা বিমানবন্দরে
বিক্ষোভ দেখালেন যাত্রীরা। শনিবারের উড়ান বাতিল করে কলকাতায় আটকে পড়া ১১০ জন যাত্রীকে রবিবারের উড়ানে পাঠানো হবে বলে এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে।
শুক্রবার রাত থেকেই কুয়াশার প্রকোপ ছিল কলকাতায়। মাঝরাতে দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমান কলকাতায় নামতে না পেরে উড়ে যায় ভুবনেশ্বরে। শনিবার ভোরের দিকেও কুয়াশায় কলকাতা থেকে বিমান ছাড়তে দেরি হয়। সকাল সাড়ে ছ’টার পরে বিমান পরিষেবা স্বাভাবিক হয়। বিমান সংস্থা জানিয়েছে, এ দিন সকাল থেকে উত্তর-পূর্ব ভারতের আকাশে এতটাই কুয়াশার প্রকোপ ছিল যে সেখানে প্রতিটি উড়ানই দেরিতে যাতায়াত করেছে। প্রতি দিন সকালে কলকাতা থেকে এয়ার ইন্ডিয়ার যে বিমানটি আগরতলা যায়, সেটিই ফিরে কাঠমান্ডু রুটে যাতায়াত করে। আগরতলায় কুয়াশার জন্য বিমানটি কলকাতায় ফেরে বিকেল চারটে নাগাদ। কাঠমান্ডু বিমানবন্দর থেকে সূর্যাস্তের পরে বিমান ওঠা-নামা করতে পারে না। তাই বাধ্য হয়ে উড়ানটি বাতিল করে দিতে হয়।
সেই উড়ান ধরার জন্য এ দিন দুপুর বারোটার মধ্যেই যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে যান। যাত্রীদের মধ্যে ছিলেন সঙ্গীতশিল্পী কুমার শানুও। তিনি বলেন, “বোর্ডিং কার্ড নিয়ে অভিবাসন দফতর পেরিয়ে আমরা বিমানে ওঠার জন্য অপেক্ষা করছিলাম। মাঝে কোনও ঘোষণা করা হয়নি। দুপুর সাড়ে তিনটে নাগাদ জানানো হয়, কুয়াশার জন্য উড়ান বাতিল করা হয়েছে। এত ক্ষণ অপেক্ষা করার পরে যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ফের আমাদের বলা হয়, উড়ান ছাড়বে। কিছু ক্ষণ পরে জানানো হয়, অন্য বিমানে পাঠানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু পাইলটের অভাবে তা সম্ভব হচ্ছে না।” সংস্থা জানিয়েছে, কলকাতার বাসিন্দা নন, এমন যাত্রীদের হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে। সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে। |