রবীন্দ্রসঙ্গীতশিল্পী ঋতু গুহ প্রয়াত হলেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে তাঁর জীবনাবসান হয়। এ দিন দুপুরে তাঁর দক্ষিণ কলকাতার বাড়িতে শিল্পী হৃদ্রোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭৪ বছর। রবীন্দ্রসঙ্গীতের শ্রোতৃমহলে ঋতু গুহ পরিচিত অর্ধশতক ধরে। রবীন্দ্র জন্মশতবর্ষে (১৯৬১) তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষে প্রয়াণ হল তাঁর। রবীন্দ্রসঙ্গীতে তাঁর শিক্ষা কাকা দক্ষিণী-র প্রাণপুরুষ শুভ গুহঠাকুরতার কাছে। দীর্ঘ সঙ্গীতজীবনে দেশে-বিদেশে বহু অনুষ্ঠান করেছেন ঋতু গুহ, রেকর্ডও প্রকাশিত হয়েছে অনেক। তবে শারীরিক কারণে বেশ কিছু দিন তিনি কিছুটা অন্তরালেই ছিলেন। |
লরির ধাক্কায় যুবকের মৃত্যু |
লরির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল-আরোহীর। শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে ঠাকুরপুকুর এলাকায়। মৃতের নাম সুশান্ত মণ্ডল (৩০)। বাড়ি দক্ষিণ বেহালায়। সখেরবাজার মোড়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। |