টুকরো খবর |
বিশ্ববিদ্যালয়ে আলোচনাচক্র |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত ‘সায়েন্স অ্যান্ড টেকনোলজি: টুওয়ার্ডস এ সোশ্যাল হিস্ট্রি’ শীর্ষক জাতীয়স্তরের এক আলোচনাচক্র হয়ে গেল সোম ও মঙ্গলবার। আলোচনাচক্রের সূচনা করেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক কুমার আলোচনাচক্রের মূল-নিবন্ধ পেশ করেন। উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব কাল্টিভেশন অব সায়েন্সের অধিকর্তা অধ্যাপক কঙ্কন ভট্টাচার্য।
|
বার্ষিক সাধারণ সভা |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সম্প্রতি খড়্গপুর মহকুমা নাট্যদল সমন্বয় মঞ্চের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। খড়্গপুরের সুভাষপল্লিতে সাংস্কৃতিক সংস্থা ‘মৃদঙ্গম’-এর সভাগৃহে মহকুমার নাটক নিয়ে আলোচনাও হয়। সভা শেষে ১৭ জনের কমিটি তৈরি হয়। |
সম্মেলন |
ভুটিয়া ৩ নম্বর যুব তৃণমূলের সম্মেলন হয়েছে খড়্গপুর গ্রামীণ থানার ডিমোলিতে। সম্মেলনে উপস্থিত ছিলেন হরেন মাইতি, খড়্গপুরের পুরপ্রধান জহর পাল, খড়্গপুর-১ ব্লক যুব তৃণমূলের সভাপতি দেবাশিস ভুঁইয়া-সহ দলের স্থানীয় নেতারা। |
|