বিষ চোলাই খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে চোলাইয়ের ভাটিতে ভাঙচুর চালালেন বাসিন্দারা। বুধবার সকাল থেকে এই ঘটনায় গোঘাট থানার বদনগঞ্জে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নান্টু দলুই (৪০)। বদনগঞ্জেই তাঁর বাড়ি। দেহটি পুলিশ ময়নাতদন্তে পাঠায়। আরামবাগ মহকুমা হাসপাতাল সূত্রে খবর, মৃতের পেটে অ্যালকোহল মিলেছে। মৃত্যুর কারণ সর্ম্পকে সঠিক তথ্য জানার জন্য কলকাতায় ভিসেরা পাঠানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষমদে মৃত্যুর পরে পুলিশ ও আবগারি দফতর যৌথ অভিযান চালাচ্ছে। অনেক এলাকার মতো বদনগঞ্জের মদ ব্যবসায়ীরা গ্রাম ছেড়ে পালায়। তাদের ছেড়ে যাওয়া ভাটিতে পরে থাকা চোলাই খেয়ে মঙ্গলবার বদনগঞ্জ এলাকার কয়েক জন অসুস্থ হয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ। এ দিন সকালে ভাটির অদূরে মাঠের পাশে নান্টুর দেহ পড়ে থাকে। স্থানীয় বাসিন্দাদের অনুপ ঘোষ ও বিকাশ চানকের অভিযোগ, “ভাটিতে পড়ে থাকা চোলাই খেয়েই তাঁর মৃত্যু হয়েছে।” স্থানীয় বাসিন্দারা জানান আগে পুলিশকে চোলাইয়ের এই ভাটি বন্ধ করার জন্য জানানো হলেও কাজ হয়নি। এখন পুলিশ ও আবগারি দফতরকে সঙ্গে নিয়ে তাঁরা ভাটি ভাঙছেন।
|
চণ্ডীতলা-১ ব্লক ছাত্র-যুব উৎসব গত ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হল। মশাটে চণ্ডীতলা-১ পঞ্চায়েত সমিতি প্রাঙ্গণে ওই উৎসব হয় সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির পরিচালনায় এবং রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ বিভাগের উদ্যোগে। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষক ভুবনেশ্বর বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সমীর সিংহ-সহ বহু বিশিষ্টজন। সংগঠকেরা জানান, প্রতিযোগিতায় শ’দুয়েক প্রতিযোগী যোগ দিয়েছেন। অনূর্ধ্ব ১৫ বিভাগে বসে আঁকো, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, প্রশ্নোত্তর, অন্তাক্ষরী প্রতিযোগিতা হয়। সাধারণ বিভাগে প্রতিযোগিতার বিষয় ছিল আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বিশ্ব সংবাদ পাঠ, প্রশ্নোত্তর, বিতর্ক এবং আধুনিক বাংলা গান। প্রতি বিষয়ে প্রথম ৩ জন পুরস্কৃত হয়।
|
বাবা ও স্ত্রীকে খুনের অভিযোগে এক যুবক ও তাঁর বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। গত ১৭ ডিসেম্বর বলাগড়ের জিরাটে নরেন ভক্ত ও তাঁর পুত্রবধূ মৌমিতার দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। নরেনবাবুর ছেলে কল্যাণ পুলিশকে জানান, ঘটনার সময়ে কেউ বাড়িতে ছিলেন না। সন্দেহ হওয়ায় পুলিশ জেরা করে কল্যাণকে। পুলিশের দাবি, ওই যুবক কবুল করেন, গোকুল বৈদ্য নামে এক বন্ধুকে সঙ্গে নিয়ে তিনিই খুন করেছেন দু’জনকে।
|
লরির ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক বৃদ্ধের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের গড়বাড়ি-বাঁশতলায়। পুলিশ জানায়, মৃতের নাম অজিত চক্রবর্তী (৬৫)। বাড়ি স্থানীয় জয়রামপুর গ্রামে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরি-চালককে গ্রেফতারের দাবিতে স্থানীয় লোকজন কিছু ক্ষণ পথ অবরোধ করেন। পুলিশ গিয়ে অবরোধ তোলে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়। লরিটি আটক করা হয়েছে। চালক পলাতক।
|
পুড়ে গেল হাওড়ার ঘুসুড়ি বাজারের কিছু দোকান। মঙ্গলবার, মালিপাঁচঘরা থানার জেএন মুখার্জি রোডে। ব্যবসায়ীদের অভিযোগ, কেউ জিনিস চুরি করে দোকানে আগুন লাগায়। দমকল সূত্রে খবর, রাত ২টো নাগাদ খবর পেয়ে দমকলের ৩টি ইঞ্জিন গিয়ে ২ ঘণ্টায় আগুন নেভায়। দমকলের ডেপুটি ডিরেক্টর (পশ্চিমাঞ্চল) বিভাস গুহ বলেন, “আগুনের কারণ জানা যায়নি। গোটা পাঁচেক দোকান পুড়েছে।” ব্যবসায়ীদের অভিযোগ, তাঁরা খবর পেয়ে এসে দেখেন, দাউদাউ করে আগুন জ্বলছে। কিছু দোকানের দরজা ও শাটার ভাঙা। এক ব্যবসায়ী অনুপ জয়সোয়াল বলেন, “এসে দেখি দোকানের সব জিনিস উধাও। মনে হচ্ছে, কেউ চুরির পরে আগুন লাগিয়েছে।” হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার (সদর) সুকেশ জৈন বলেন, “ব্যবসায়ীরা চুরির অভিযোগ দায়ের করেছেন।” অন্য দিকে, মঙ্গলবার রাতেই বাঁশদ্রোণী থানার হীরালাল সরকার স্ট্রিটে একটি আর্মেচার তৈরির কারখানায় আগুন লাগে। দুই কর্মী প্রদীপ চৌধুরী ও সনৎ মণ্ডল জখম হন। তাঁরা এম আর বাঙুরে ভর্তি। পুলিশ জানায়, দোতলা ওই কারখানার একতলায় আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন পৌনে এক ঘণ্টায় আগুন নেভায়। |