টুকরো খবর |
ইম্ফল জ্বালানিহীন, সঙ্কটে বিমান সংস্থা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় সড়কে চার মাস ব্যাপী অবরোধ উঠে গেলেও এ বার মণিপুরের ইম্ফলে বিমান চালাতে বড় রকমের অসুবিধার সম্মুখীন বিমান সংস্থাগুলি। এত দিন অবরোধের জন্য ইম্ফল বিমানবন্দরে বিমানের জ্বালানি মিলছিল না। এ বার রাস্তা খুলে গেলেও নাগা জঙ্গি গোষ্ঠী এনএসসিএন হুমকির মুখে জ্বালানি বোঝাই ট্যাঙ্কার চালাতে চাইছে না ট্যাঙ্কার চালক সংগঠন। ফলে জ্বালানিও পৌঁছচ্ছে না ইম্ফলে। এই অবস্থায় ফেরার পথের জ্বালানি ভরে তবেই কলকাতা থেকে ইম্ফল উড়ে যাচ্ছে বিমানগুলি। এতে বিমানের ওজন বেড়ে যাচ্ছে। অতিরিক্ত এই ভারের কারণে কোনও বিমানসংস্থা যাত্রী সংখ্যা কমাচ্ছে। কোনও সংস্থার যাত্রীদের মালপত্র ঠিক সময়ে পৌঁছচ্ছে না। কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া, কিংফিশার এবং ইন্ডিগো সপ্তাহে সাত দিন ইম্ফলে বিমান চালায়। জেট সপ্তাহে পাঁচ দিন কলকাতা-ইম্ফল রুটে বোয়িং বিমান চালাচ্ছিল। ১৫ ডিসেম্বর থেকে ছোট এটিআর বিমানও চালাতে শুরু করেছে। ছোট ৬৮ আসনের বিমানে যাতায়াতের জ্বালানি বহন করতে গিয়ে যাত্রীদের মালপত্র পাঠানো যাচ্ছে না। ছোট বিমানে চেপে যাত্রীরা যে দিন পৌঁছচ্ছেন, তার পরের দিন বড় বিমানে মালপত্র গিয়ে পৌঁছচ্ছে। একের পর এক অভিযোগ সামাল দিতে হিমসিম খাচ্ছেন বিমানসংস্থার কর্তারা। বিমানবন্দর সূত্রে খবর, নাগাল্যান্ড ও মণিপুরে জাতীয় সড়কে ‘ট্রাক ও ট্যাঙ্কারের কাছ থেকে নিয়মিত ‘তোলা’ আদায় করে নাগা জঙ্গি সংগঠন এনএসসিএন। মাসে ট্যাঙ্কার-পিছু মালিককে ২০ থেকে ৩০ হাজার টাকা করে দিতে হয়। স্থানীয় নাগা ও কুকিদের সংঘর্ষের জেরে গত ১ অগস্ট থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মণিপুরের ৩৯ এবং ৫২ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় চার মাস ধরে সেই ‘তোলা’ পায়নি এনএসসিএন। এ বার রাস্তা খুলতেই তারা একসঙ্গে বকেয়া টাকা-সহ ট্যাঙ্কার পিছু প্রায় এক লক্ষ টাকা করে চাইছে।
|
লোকসভায় শপথ নিলেন সুব্রত বক্সী |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
সংসদে শপথ নিতে এসে কলকাতার রসগোল্লার স্বাদ পেলেন দক্ষিণ কলকাতা থেকে জিতে আসা তৃণমূলের নতুন সাংসদ সুব্রত বক্সী। আজ শপথগ্রহণ অনুষ্ঠানের পর স্পিকার মীরা কুমারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারেই ছিল মিষ্টিমুখের ব্যবস্থা। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী এবং মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যেপাধ্যায়কে নিয়ে স্পিকারের সঙ্গে দেখা করতে যান সপরিবার সুব্রত। তাঁকে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ গোলাপ উপহার দেন মীরা কুমার। তার পরেই উপস্থিত তৃণমূল নেতাদের জন্য পরিবেশন করা হয় রসগোল্লা। এ দিন শপথ অনুষ্ঠানের আগে লোকসভা কক্ষেই মহড়া সেরে নেন সুব্রতবাবু। সহায়কের ভূমিকায় ছিলেন সুদীপ! দু’জনেই জানান, মহড়া সেরে নেওয়ায় আসল সময়ে হোঁচট খেতে হয়নি। বাংলায় শপথবাক্য পাঠ করেন সুব্রতবাবু। মাতৃভাষায় শপথ নেওয়ার জন্য সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিংহ যাদব তাঁকে অভিনন্দন জানান।
|
দেশে অভিন্ন কয়লা নীতি চাইছেন মণীশ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করতে দেশ জুড়ে অভিন্ন কয়লা নীতি তৈরির দাবি জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী মণীশ গুপ্ত। বুধবার মহাকরণে তিনি বলেন, “শীতের সময়ে বিদ্যুতের চাহিদা কম থাকে। এখন বেশি কয়লা কিনতে পারলে গরমের জন্য বিদ্যুৎ ব্যাঙ্ক তৈরি করে রাখা যেত। কিন্তু কয়লার দাম বেড়ে যাওয়ায় তা সম্ভব হল না।” মন্ত্রীর কথায়, “বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে কয়লার দাম সরাসরি যুক্ত। সেই কারণেই জাতীয় কয়লা নীতি প্রয়োজন।” এই বিষয়ে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী সুশীলকুমার শিন্ডের সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে দাবি করেন মণীশ। তিনি বলেন, “২০০৩ সালে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশন তৈরি হয়। কিন্তু সেখানে জ্বালানির দর নিয়ন্ত্রণের বিষয়টি রাখা হয়নি। দেশে কয়লা সঙ্কট বাড়ছে। কিন্তু এ নিয়ে কেন্দ্রের সুচিন্তিত ভাবনা নেই।” তবে আরও কয়েকটি রাজ্যও কয়লার দর নিয়ন্ত্রণের দাবি জানিয়েছে। সেই দাবি বিবেচনা করে ক’দিন আগে কেন্দ্রীয় কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল জানান, শীঘ্রই কয়লার দাম নির্ধারণের জন্য জাতীয় স্তরে একটি স্বশাসিত দর নিয়ন্ত্রণ সংস্থা তৈরি হবে। সেই সংক্রান্ত একটি বিল লোকসভার আনা হবে। তবে রাজ্যগুলির আশঙ্কা, ওই বিল পাস হওয়ার আগে কয়লার দাম আরও বাড়াবে কোল ইন্ডিয়া। ফলে সমস্যা আরও বাড়বে।
|
অসম-মেঘালয়ে ২ ব্যবসায়ী অপহৃত |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
জঙ্গিদের হাতে অপহৃত হলেন দুই ব্যবসায়ী। প্রথম ঘটনাটি ঘটেছে গত কাল বিকেলে। মেঘালয়ের পূর্ব গারো পাহাড়ের এক ইট ভাটার মালিককে অপহরণ করে জঙ্গিরা। তবে পুলিশের কাছে অপহৃতের পরিবার আজ সন্ধ্যায় অভিযোগ দায়ের করে। পুলিশ জানায়, অসমের গোয়ালপাড়া ও গারো পাহাড়ের মেন্দিপথারের সীমানায় মুন্না খান নামে ওই ইট ভাটা মালিকের বাড়ি। আদতে তিনি উত্তর প্রদেশের বাসিন্দা। বাইক আরোহী জঙ্গিরা মুন্না খানকে অপহরণ করে জঙ্গলে পালায়। পুলিশের সন্দেহ, ঘটনার পিছনে জিএনএলএ বা রাভা ভাইপার আর্মির হাত রয়েছে। পরের ঘটনাটি ঘটেছে অসমের কোকরাঝাড়ের গরুফেলায়। পুলিশ সূত্রে খবর, আজ সকালে পাঁচ আদিবাসী যুবক মোটর সাইকেলে চেপে এসে টান্ডা বাজারের মুদি দোকানদার, রতন সাহার বাড়িতে হানা দেয়। সশস্ত্র আদিবাসীরা রতনবাবুকে অস্ত্র দেখিয়ে বাইকে চাপিয়ে নিয়ে উধাও হয়ে যায়। ঘটনার পরে উত্তেজিত বাসিন্দারা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।
|
আরও যুব নেতা চান রাহুল |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
কংগ্রেসের ভবিষ্যৎ ‘সুরক্ষিত’ রাখতে দলে আরও যুব নেতা প্রয়োজন বলে সওয়াল করলেন রাহুল গাঁধী। তাঁর মতে, ৪০-৫০ বছর বয়সী নেতাদের অভাব বর্তমানে কংগ্রেসের সমস্যা। অতীতেও নেতৃত্বের সমস্যা দলকে ভুগিয়েছে। তাই এখনই দলের বিভিন্ন স্তরে যুব নেতাদের আনা না গেলে ভবিষ্যতে দুর্বল হয়ে পড়বে কংগ্রেস। দিল্লিতে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনায় এই কথা জানান রাহুল। তাঁর মতে, নতুন নেতা তুলে আনতে কংগ্রেসকে বদলানোর প্রয়োজন নেই। যুবসমাজ যে দলের প্রতি আকৃষ্ট, তা সাম্প্রতিক সদস্যপদ বৃদ্ধিতেই স্পষ্ট। ওই আলোচনায় উপস্থিত এক কংগ্রেস নেতা জানিয়েছেন, প্রতি দিন গড়ে তিন হাজার ই-মেল পান ‘এলিজেবল ব্যাচেলর’ রাহুল। যার মধ্যে বেশ কিছু বিয়ের প্রস্তাব থাকেই।
|
আত্মাহুতির চেষ্টা দিসপুরে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
বিধানসভা চলাকালীন দিসপুরের লাস্ট গেট এলাকায়, গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন অল মুসলিম শরণার্থী কমিটির সভাপতি আবদুল ওয়াহব মোল্লা। বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার দিন থেকেই শরণার্থী কমিটির সদস্যরা অবস্থান বিক্ষোভ করছেন। তাঁদের অভিযোগ, বঙ্গাইগাঁওয়ের ৬টি শরণার্থী শিবিরে থাকা ১১১৪টি পরিবারের দুরবস্থা নিয়ে গগৈ সরকার কোনও ব্যবস্থা নিচ্ছেন না। সেখানকার অন্তত ৭২০০ জন বাসিন্দা নানা অসুখে আক্রান্ত। তাঁদের চিকিৎসার কোনও বন্দোবস্ত করেনি প্রশাসন। আজ আবদুল ওয়াহব-সহ কমিটির সদস্যরা পুলিশ ব্যারিকেডের সামনে গায়ে কেরোসিন ঢেলে দেন। তবে আগুন লাগাবার আগেই নিরাপত্তাবাহিনী তাদের নিরস্ত করে। আত্মহত্যার চেষ্টার অভিযোগে তাঁদের গ্রেফতার করে বশিষ্ঠ থানায় নিয়ে যাওয়া হয়।
|
শাহরুখ খানের বিরুদ্ধে মামলা |
সংবাদসংস্থা • কোচি |
‘অশালীনতা’র অভিযোগে মামলা হল শাহরুখ খানের বিরুদ্ধে। ৪ ডিসেম্বর কেরলের একটি বস্ত্র বিপণির উদ্বোধন অনুষ্ঠানে ‘রা.ওয়ান’ ছবির একটি জনপ্রিয় গানের সঙ্গে নাচ করেন শাহরুখ। সেই অনুষ্ঠানে সহশিল্পীরা ছিলেন মহিলা। অভিযোগ, স্বল্পবসনা সেই মহিলা নৃত্যশিল্পীদের সঙ্গে প্রকাশ্যে অনুষ্ঠান করে মহিলাদের অশ্লীল ভাবে উপস্থাপনা (বিরোধী) আইন লঙ্ঘন করেছেন কিং খান। শাহরুখ ছাড়া অনুষ্ঠান আয়োজক সংস্থার মালিকদের বিরুদ্ধেও এই মামলা করা হয়েছে।
|
এটিএম ভেঙে চুরি |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পটনার ফতুয়া এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে সাত লক্ষ টাকারও বেশি চুরি হয়ে গিয়েছে। গত কাল রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা এটিএম ভেঙে টাকা নিয়ে গিয়েছে। ব্যাঙ্কের তরফ থেকে পুলিশকে খোয়া যাওয়া টাকার পুরো হিসেব না দিলেও প্রাথমিক ভাবে জানানো হয়েছে, ৭ লক্ষ ২৫ হাজার টাকা এটিএম থেকে খোয়া গিয়েছে।
|
মুসলিমদের জন্য সংরক্ষণ চায় কেন্দ্র |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
উত্তরপ্রদেশে নির্বাচনের মুখে মুসলিমদের জন্য সংরক্ষণের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি চাকরি ও শিক্ষাপ্রতিষ্ঠানে অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য ২৭ শতাংশ সংরক্ষণের যে ব্যবস্থা বর্তমানে রয়েছে, তার মধ্যেই ৪ শতাংশ মুসলিমদের জন্য সংরক্ষিত করার ভাবনা রয়েছে কেন্দ্রের। আগামিকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। কালই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়ে যাবে বলে সরকারি সূত্রে খবর। এই সিদ্ধান্তকে পুঁজি করে উত্তরপ্রদেশ নির্বাচনে কংগ্রেস মুসলিম ভোটব্যাঙ্ক জয়ের চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।
|
অষ্টধাতুর মূর্তি চুরি |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
পটনার আলমগঞ্জ থানার কাজিবাগ এলাকার একটি রাধাকৃষ্ণ মন্দির থেকে অষ্টধাতুর মূর্তি-সহ বেশ কয়েকটি মূর্তি চুরি হয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ২টো নাগাদ। পুলিশ জানিয়েছে, আজ সকালে দেখা যায়, মন্দিরের প্রধান ফটকটি ভাঙা। মন্দিরের দরজাও খোলা। দেখা যায় মন্দিরের ৮টি মূর্তি উধাও। যার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা। মন্দির কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। |
|