সেনসেক্স বাড়ল ৫১০ পয়েন্ট |
হঠাৎই বুধবার এক ধাক্কায় সেনসেক্স বেড়ে গেল ৫১০ পয়েন্ট। ১৪ হাজারের দোরগোড়ায় নেমে যাওয়া সূচক উঠে এল ১৫,৬৮৫.২১ অঙ্কে। এর আগে পাঁচ দিনের লেনদেনে সূচক পড়ে ৮২৭ পয়েন্ট। যার জেরে বাজার অনেকটাই তলানিতে চলে যায়। এ দিন পড়তি বাজারে শেয়ার কেনার হিড়িক উত্থানে কিছুটা রসদ জুগিয়েছে। তবে এতে আদৌ উৎসাহিত নন বাজার বিশেষজ্ঞরা। বরং দেশের আর্থিক অবস্থার উন্নতি না-হলে হাল খারাপের দিকে যেতে পারে বলে তাঁদের আশঙ্কা। এ দিন শেয়ার বাজার চাঙ্গা থাকায় ডলারে টাকাও বেড়েছে ৩৭ পয়সা। ফলে দিনের শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৫২.৫০/৫১ টাকা।
|
এসার এনার্জি থেকে সরলেন রবি রুইয়া |
এসার এনার্জির চেয়ারম্যান পদ থেকে সাময়িক ভাবে সরে দাঁড়ালেন রবি রুইয়া। টু-জি বিতর্কে জড়িয়ে পড়া লুপ টেলিকমে তার শেয়ার মালিকানা সংক্রান্ত তথ্য এসার গোপন করেছে বলে দাবি সিবিআইয়ের। এসার তা অস্বীকার করে এবং সেই সঙ্গেই সরে দাঁড়ান রুইয়া। এর প্রভাব আজ শেয়ার বাজারে পড়তে পারে বলে ইঙ্গিত বিশেষজ্ঞদের।
|
কলকাতা থেকে মুম্বই যাওয়ার আরও একটি উড়ান শুরু করছে এয়ার ইন্ডিয়া। এখন কলকাতা থেকে দিনে দু’টি করে উড়ান মুম্বই যায়। সংস্থা জানিয়েছে, ২৪ ডিসেম্বর থেকে তৃতীয় উড়ানটি শুরু হবে। বিকেল সাড়ে চারটে নাগাদ বিমানটি কলকাতা থেকে মুম্বই ঘুরে আবার কলকাতায় ফিরবে রাত পৌনে এগারোটায়। সংস্থা সূত্রে খবর, শুধু শুক্রবার বন্ধ থাকবে এই উড়ান। |