কলেজে জিতল এসএফআই
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট কলেজের ছাত্র সংসদের অমীমাংসিত থাকা আসনে নির্বাচনে জয়ী হল এসএফআই। এর ফলে আগে ২০টি আসনে জিতে থাকা এসএফআই মোট ২১টি আসনে জয়ী হয়ে ছাত্র সংসদ দখল করল। কলেজটির মোট ২৯টি আসন। বাকি ৮টি আসনে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ পেয়েছে। সোমবার ওই কলেজের ছাত্র সংসদের নির্বাচন হয়। রামপুরহাট কলেজের এসএফআই নেতা জাহিদুল ইসলাম বলেন, “বিগত বছরে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলি খুব শীঘ্রই ছাত্রছাত্রীদের স্বার্থে ও কলেজের উন্নয়নের স্বার্থে রূপায়ণ করব। অধ্যক্ষের কাছে আমাদের দাবিগুলি পূরণের জন্য আবেদন করব।” |
ধান কিনতে প্রচার প্রশাসনের
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
কৃষকদের সরকারি সহায়ক মূল্যে মিল মালিকদের ধান বিক্রি করার জন্য রামপুরহাট মহকুমার প্রতিটি ব্লকে প্রশাসনের তরফ থেকে মাইকে প্রচার করা হল। বুধবার এই প্রচার চালানো হয়। প্রশাসন সূত্রে খবর, নভেম্বর মাসের শেষ থেকেই চালকলের মালিকরা সরকারি সহায়ক মূল্যে ধান কিনতে শুরু করেন। কিন্তু তখন ধান মাড়াই-এর কাজ শেষ না হওয়ায় বহু চাষিই ধান বিক্রি করতে পারেন নি। অন্যদিকে মালিকরাও আগ্রহ না দেখানোয় চাষীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাই মিল মালিক এবং চাষীদের মধ্যে সমন্বয়ের জন্য নতুন করে প্রচার চালানো হচ্ছে। |
ছাত্র নিখোঁজ
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
চার দিন আগে বাজার করতে গিয়ে বাড়ি ফেরেনি অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র। পুলিশ জানায়, সাঁইথিয়া থানার রথতলাপাড়ার সোদোরপাড় এলাকার বাসিন্দা সমর্পণ ভট্টাচার্যের খোঁজে তার পরিবার নিখোঁজ ডায়েরি করেছেন। সমর্পণ সিউড়ির একটি বেসরকারি স্কুলের ছাত্র। তার মা ছন্দাদেবী বলেন, “রবিবার সকাল ছেলে বায়না ধরে গুগলি খাবে। পৌনে ৯টা নাগাদ স্থানীয় বাজারে সে গুগলি কিনতে গিয়েছিল। তার পর থেকে ছেলে বাড়ি ফেরেনি।” সাঁইথিয়া থানার পুলিশ জানায়, সমস্ত থানায় ওই ছাত্র নিখোঁজের কথা জানানো হয়েছে। তাকে খুঁজে বের করার জন্য সমস্তরকম চেষ্টা চালানো হচ্ছে। |
সদ্যোজাত উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
বোলপুর শহরের লায়েকবাজার হাউজিং এলাকা থেকে এক মৃত সদ্যোজাত শিশুকে উদ্ধার করল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ওই এলাকায় একটি সিমেন্ট বস্তায় কিছু রয়েছে বলে আঁচ করে স্কুল পড়ুয়ারা। তারা সঙ্গে স্থানীয় বাসিন্দাদের জানান। প্রতীমা ধীবর বলেন, “স্কুলছাত্রদের কাছ থেকে শোনার পরে আমরা ওই বস্তা খুলতেই ওই মৃত শিশুকে দেখি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।” |
দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটেছে ইলামবাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্থানীয় পায়ের গ্রামের বাসিন্দা সুব্রত মণ্ডলের দোকানের লোহার দরজা কেটেছে দুষ্কৃতীরা। সকালে চুরির খবর জানাজানি হয়। পরে থানায় অভিযোগ দায়ের করেন মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |