টুকরো খবর |
ছাত্র পরিষদ ও টিএমসিপি-র সংঘর্ষ কলেজে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
চিত্তরঞ্জনের দেশবন্ধু মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে বুধবার সিপি ও টিএমসিপি-র মধ্যে সংঘর্ষ বাধে। সিপি-র বর্ধমান জেলার সভাপতি সঞ্জয় সুকুল অভিযোগ করেন, তাঁদের সংগঠনের এক সদস্য ভোট দিয়ে কলেজ থেকে বেরোনোর পরে এক দল টিএমসিপি সদস্য-সমর্থক তাঁকে আক্রমণ করে। মারধরও করা হয়। গুরুতর জখম অবস্থায় সন্দীপ সিংহ জোহাল নামের ওই ছাত্রকে চিত্তরঞ্জনের কস্তুরবা গাঁধী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিন জন টিএমসিপি সমর্থকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অন্য দিকে, টিএমসিপির বর্ধমান জেলা সভাপতি অশোক রুদ্র জানান, তাঁদের সংগঠনের কেউ এই ঘটনায় জড়িত নন। অভিযোগ প্রমাণিত হলে তাঁরা যথাযথ ব্যবস্থা নেবেন।
|
ঘুষ চেয়েছেন প্রধান শিক্ষক, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল পুরসভা পরিচালিত কৃষ্ণলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুই শিক্ষাকর্মীর বিরুদ্ধে ঘুষ নেওয়া ও অশালীন আচরণের অভিযোগ তুলল স্কুলের কয়েক জন ছাত্র-ছাত্রী। তারা আসানসোল উত্তর থানায় একটি যৌথ লিখিত অভিযোগও জমা দেয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য তাদের কাছে ঘুষ চাওয়া হয়েছে। ঘুষ দিতে অস্বীকার করায় প্রধান শিক্ষকের মদতপুষ্ট দুই শিক্ষাকর্মী তাঁদের সঙ্গে অশালীন আচরণ করেছে। এই অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক কমলেশ তেওয়ারি। তাঁর দাবি, “ওরা পাশ করতে পারেনি বলেই উদ্দেশ্য-প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।” আসানসোলের ডিসিপি (সদর) শীষরাম ঝাঝারিয়া জানান, তিনি এ বিষয়ে খোঁজ করবেন।
|
দুর্গাপুরে খোলা হল গ্রন্থাগারের নতুন ভবন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
গ্রামীণ রমানাথ স্মৃতি গ্রন্থাগারের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এগজিকিউটিভ ডিরেক্টর (পি অ্যান্ড এ) জীবেশ মিশ্র। ১৯৭২ সালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের নাচন গ্রামে এই গ্রন্থাগারটি গড়ে ওঠে। বইয়ের সংখ্যা হাজারের বেশি। সাধারণ বই ছাড়াও স্কুলপড়ুয়াদের পাঠ্যপুস্তকও রয়েছে এই গ্রন্থাগারে। কিন্তু দীর্ঘ দিন গ্রন্থাগার ভবনের সংস্কার না হওয়ায় সমস্যা দেখা দিয়েছিল। গ্রন্থাগার পরিচালন সমিতির পক্ষ থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় গ্রন্থাগারের নতুন ভবন গড়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই মতো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ দ্বিতল গ্রন্থাগার ভবন গড়ে দেন। বুধবার সেই ভবন উদ্বোধন করা হয়। গ্রন্থাগার কমিটির সম্পাদক কাজল মুখোপাধ্যায় জানান, গ্রন্থাগারের নতুন ভবন গড়ে দেওয়ায় খুশি এলাকার বইপ্রেমীরা। দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এগজিকিউটিভ ডিরেক্টর (পি অ্যান্ড এ) জীবেশ মিশ্র জানান, দুর্গাপুর ও সংলগ্ন এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বিভিন্ন পদক্ষেপ করে থাকে। এটি তেমনই এক উদ্যোগ।
|
কাজোড়ায় খনির চাল ধসে জখম ৩
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
খনির চাল ধসে জখম হয়েছেন তিন কর্মী। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে কাজোড়ার ১০ নম্বর পিটের ভূগর্ভের ১০ নম্বর প্যানেলে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই প্যানেলে চাল খসে পড়লে তিন জন জখম হন। তাঁদের মধ্যে তারকনাথ পান্ডের আঘাত গুরুতর। এই ঘটনার জেরে বিক্ষোভ দেখিয়েছে সিটু। সংগঠনের নেতা মলয় বসুরায় জানান, প্রতি বছর কোটি কোটি টাকা সুরক্ষার নামে খরচ হচ্ছে। কার্যক্ষেত্রে সুরক্ষা উপেক্ষিত। কর্তৃপক্ষের গাফিলতিতেই এমন হচ্ছে। সংশ্লিষ্ট অধিকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। তদন্ত চলছে।
|
খনির চাল ধসে অন্ডালে জখম তিন
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
খনির চাল খসে জখম হয়েছেন তিন কর্মী। তাঁদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ইসিএলের কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে কাজোড়ার ১০ নম্বর পিটের ভূগর্ভের ১০ নম্বর প্যানেলে। কোলিয়ারি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই প্যানেলে চাল খসে পড়লে তিন জন জখম হন। তাঁদের মধ্যে তারকনাথ পান্ডের আঘাত গুরুতর। এই ঘটনার জেরে বিক্ষোভ দেখিয়েছে সিটু। কর্তৃপক্ষ জানিয়েছেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
|
উন্নয়ন নিয়ে ‘পক্ষপাত’
নিজস্ব সংবাদদাতা • পাণ্ডবেশ্বর |
উন্নয়ন ও পরিষেবা নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগে তৃণমূলের নেতৃত্বে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের কার্যালয়ে তিন ঘণ্টা ধরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। শেষে বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নেওয়া হয়। পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল সভাপতি নরেন চক্রবর্তীর অভিযোগ, উন্নয়নমূলক কাজের সুফল পাচ্ছেন না বাম বিরোধীরা। বারবার প্রধানকে জানিয়েও প্রতিকার মেলেনি। দুপুর ১টা নাগাদ বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাস্থলে যান। বিক্ষোভকারীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তাঁরা।
|
মহিলার দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার বেনাচিতির ধুনুরা প্লটের কাছে তাঁর দেহ মেলে। পুলিশ জানিয়েছে, মৃতার আনুমানিক বয়স ৪০ বছর। পরনে কোনও শীতবস্ত্র না থাকায় প্রাথমিকভাবে পুলিশের অনুমান, প্রবল ঠান্ডায় মৃত্যু হয়ে থাকতে পারে ওই মহিলার। দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
জল নেই, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিউ কেন্দা ৩ নম্বর এলাকায় দেড় মাস পানীয় জল সরবরাহ বন্ধ। স্থানীয় বাসিন্দারা দূর থেকে জল এনে সমস্যা মেটাচ্ছেন। এক খনিকর্মী শ্রীনাথ প্রধান জানান, পাঁচ টাকা মিলছে না। পরিশ্রুত জল না পেয়ে পেটের রোগ বাড়ছে। খনি কর্তৃপক্ষ কোনও প্রতিকার করছেন না। খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, পাম্প সারাইয়ের কাজ চলছে।
|
দুর্গাপুরে সাহিত্যসভা
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
সিটি সেন্টারের নন কোম্পানি এলাকায় সাহিত্য পত্রিকা ‘কালজয়ী’-র পক্ষ থেকে এক সাহিত্যসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুশীল ভট্টাচার্য, সাহিত্যিক রামদুলাল বসু প্রমুখ। সভায় স্থানীয় কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। |
|