দক্ষিণ দিনাজপুরে পাঁচটি হাই স্কুল এবং একটি গ্রন্থাগার পরিচালন সমিতির নির্বাচনে ভরাডুবি হল তৃণমূলের। একটি ছাড়া সবগুলি পরিচালন সমিতি দখল করেছে বাম সমর্থিত সদস্যরা। রবিবার অনুষ্ঠিত হয় বালুরঘাটের কবিতীর্থ, বোল্লা, গঙ্গারামপুরের সর্বমঙ্গলা, তপনের হলিদানা, হিলির তিওর কৃষ্ণাষ্টমী হাই স্কুল এবং পতিরাম গ্রন্থাগার পরিচালন সমিতির নির্বাচন। তিওরে বামেরা প্রার্থী না-দেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সবগুলি আসনে জয়লাভ করে তৃণমূল সমর্থিতরা। বাকি শিক্ষা প্রতিষ্ঠানের সবগুলি আসন দখল করে বাম সমর্থিত প্রার্থীরা। একমাত্র বোল্লা হাই স্কুলে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়। বাকি স্কুলগুলিতে জোট হয়নি। পরিবর্তনের হাওয়ায় জেলায় বামফ্রন্টের ভরাডুবির পর স্কুল নির্বাচনেও হারতে থাকে বামেরা। সম্প্রতি জেলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সম্পর্কের অবনতির জেরে স্কুল নির্বাচন গুলিতে তার প্রভাব পড়তে শুরু করে। রাজনৈতিক মহল মনে করছে আগামী পঞ্চায়েত ভোটেও ওই ধরণের পরিস্থিতির সৃষ্টি হয়ে পারে। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “তৃণমূল জোট ধর্ম পালন না করায় খারাপ ফলাফল হচ্ছে।” যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূল জেলা সভাপতি বিপ্লব মিত্র। পঞ্চায়েতে স্কুল ভোটের প্রভাব পড়বে না বলেও তিনি দাবি করেন। নীলাঞ্জনবাবুর কথায়, “কেন ফল খারাপ হল সেটা খতিয়ে দেখা হবে।” তবে জেলা বামফ্রন্টের আহ্বায়ক মানবেশ চৌধুরী বলেন, “পরিবর্তনের হাওয়া এখন আর নেই। মানুষ বুঝতে পেরে আমাদের দিকে ঝুঁকছে।”
|
সরকার নির্ধারিত ১০৮০ টাকায় নগদে ধান কেনার দাবিতে বেগুনবাড়ির কাছে মালদহ-বামনগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল ভারতীয় কিসান মোর্চার কয়েকশো কর্মী সমর্থক। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ বিক্ষোভের জেরে মালদহ-বামনগোলা রুটে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পথ অবরোধের জেরে নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে প্রশাসনের পক্ষ থেকে সরকারি মূল্যে নগদে ধান কেনার প্রতিশ্রতি দেওয়ার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। ভারতীয় জনতা পার্টির জেলা সাধারণ সম্পাদক অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “সরকার ১০৮০ টাকা দরে ধান কেনার নির্দেশ জারি করলেও কিছু অসাধু ব্যবসায়ীরা চাষিদের ঠকিয়ে কম দামে ধান কিনছেন। প্রতিবাদে পথ অবরোধ করা হয়। চাষিদের কাছ থেকে নগদে ও সরকারি দামে ধান কেনার দাবি তুলেছি। প্রশাসনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়ার পরে অবরোধ তুলে নিয়েছি।”
|
বালুরঘাট হাসপাতালের অস্থায়ী ৬৫ জন কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামল কংগ্রেস। সোমবার বালুরঘাটে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি দিয়ে কর্মীদের বহাল রাখার দাবি জানান দলের নেতৃত্ব। জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, “ছাঁটাইয়ের সিদ্ধান্ত না-পাল্টালে বড় আন্দোলন হবে।” মুখ্যস্বাস্থ্য আধিকারিক অসিত মন্ডল বলেন, “বিষয়টি দেখা হচ্ছে।”
|
দেওয়ালের ইট খুলে দোকানে ঢুকে প্রায় দেড় লক্ষ টাকার অলঙ্কার চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা। রবিবার রাতে মালদহের সামসি এলাকায় ওই চুরির ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ভুবন রায় নামে এক ব্যবসায়ীর দোকানে এই ঘটনাটি ঘটে। তদন্ত শুরু হয়েছে।
|
স্কুল ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকাল ৮টা নাগাদ মালদহের হবিবপুর থানার মুচিয়ায় ওই ঘটনাটি ঘটে। মৃত ছাত্রীর নাম প্রীতি পাল (১৬)। আইহো গার্লস হাই স্কুলের ওই ছাত্রী একাদশ শ্রেণিতে পড়ত। |