নিজস্ব সংবাদদাতা • খাতড়া |
কলেজে ছাত্র সংসদের নির্বাচনে মনোনয়নপত্র তুলতে যাওয়া এসএফআই সদস্য-সমর্থকদের বাধা দেওয়ার পাশাপাশি মারধর করার অভিযোগ উঠল টিএমসিপি-র বিরুদ্ধে। এসএফআইয়ের বাঁকুড়া জেলা সম্পাদক ধর্মেন্দ্র চক্রবর্তীর অভিযোগ, “সোমবার খাতড়া আদিবাসী কলেজ, শালডিহা কলেজ, পাত্রসায়র কলেজ ও শালতোড়া কলেজে আমাদের সংগঠনের সদস্যেরা ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলতে যান। টিএমসিপি বাইরে থেকে লোক নিয়ে গিয়ে মনোনয়নপত্র তুলতে বাধা দেয়।” তাঁর আরও দাবি, খাতড়া কলেজ ছাত্র সংসদের বর্তমান সাধারণ সম্পাদক দেবদুলাল প্রামাণিক ও সহকারী সাধারণ সম্পাদক অমিত মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়েছে। শালডিহা ও শালতোড়া কলেজে এসএফআই সদস্যদের মনোনয়নপত্র ছিঁড়ে দেয় টিএমসিপি। আর পাত্রসায়র কলেজে তাঁদের সদস্যদের ঢুকতেই দেয়নি টিএমসিপি। প্রহৃত দুই এসএফআই নেতাকে খাতড়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে ধর্মেন্দ্র জানিয়েছেন। এই অভিযোগ উড়িয়ে দিয়ে টিএমসিপি-র জেলা সহ-সভাপতি সুব্রত দত্তের দাবি, “পাত্রসায়র কলেজে এসএফআইয়ের ঝান্ডা ধরার কেউ নেই।” সংগঠনের জেলা সভাপতি শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাসী। জোর করে ছাত্র সংসদ দখল করার রাজনীতি তো এসএফআই করেছে। এখন ছাত্রছাত্রীরা ওদের সঙ্গে নেই। হার নিশ্চিত জেনেই উল্টোপাল্টা অভিযোগ তুলছে এসএফআই।”
|
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি |
ধানের পালুইয়ে আগুন লাগার ঘটনা ঘটল গঙ্গাজলঘাটির বড়জুড়ি গ্রামে। রবিবার রাতে চাষি অনঙ্গমোহন সিংহের ধানের পালুইয়ে আগুন লাগে। তিনি জানান, ৫টি পালুই পুড়ে গিয়েছে। উদ্দেশ্যে প্রণোদিত ভাবে এই আগুন লাগানো হয়েছে বলে তিনি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা |
বাড়ি থেকে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি পুঞ্চা থানার বদড়া গ্রামের। পুলিশ জানায়, মৃতার নাম গীতা কর্মকার (২৮)। রবিবার রাতে গীতাদেবীর দেহ উদ্ধার হয়। দেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। |