স্বামীকে খুনের অভিযোগে ধৃত স্ত্রী |
স্বামীকে খুনের অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে হাসনাবাদের নোয়াপাড়া থেকে অনিমা মণ্ডল নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। সোমবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। তাঁর এক সঙ্গী অর্জুন সাউয়ের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির দক্ষিণ আখড়াতলায় ভাড়া থাকতেন মণ্ডল দম্পতি। মাস পাঁচেক আগে স্বামী অমর মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর পর অনিমাদেবী পালিয়ে যাওয়ায় সন্দেহ হয় পুলিশের। ময়নাতদন্তে বিষক্রিয়ায় অমরবাবুর মৃত্যু হয়েছে জানার পরে পুলিসের সন্দেহ আরও বাড়ে। তদন্তে নেমে পুলিশ অনিমাদেবীর সঙ্গে অর্জুন সাউ নামে এক যুবকের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে। সম্প্রতি পুলিশ জানতে পারে অর্জুন ও অনিমাদেবী হাসনাবাদের নোয়াপাড়া গ্রামে রয়েছে। তারপরই রবিবার রাতে হাসনাবাদ ও সন্দেশখালি থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে অনিমাদেবীকে ধরে। পলিয়ে যায় অর্জুন।
|
এসএফআই এবং টিএমসিপি-র মধ্যে গণ্ডগোল, ভাঙচুর ও শিক্ষক-শিক্ষাকর্মীদের নিগ্রহের ঘটনায় বন্ধ হয়ে গেল দেগঙ্গার চন্দ্রকেতু ডঃ শহিদুল্লা কলেজ। নেওয়া গেল না পরীক্ষা। সোমবার থেকে কলেজ কর্তৃপক্ষ অনিদির্ষ্টকালের জন্য কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ দিন একাদশ ও দ্বাদশ শ্রেণির ভোকেশনাল পরীক্ষা ছিল। কিন্তু ছাত্রছাত্রীরা এসে দেখেন কলেজের গেটে তালা। অধ্যক্ষ সৌরভ ভট্টাচার্য বলেন, ‘‘গত বৃহস্পতিবার ব্যানার টাঙানো নিয়ে এসএফআই এবং টিএমসিপি-র মধ্যে সংঘর্ষ বাধে। তার জেরে আমাকে ঘেরাও করা হয়। কলেজে ভাঙচুর করা হয়। শনিবারও কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বাইরে বের করে ভাঙচুর চালানো হয়। এতে শিক্ষক-শিক্ষাকর্মীরা নিরাপত্তার অভাব বোধ করায় কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।” তিনি আরও জানান, সোমবার যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা পরে নেওয়া হবে।
|
ধান না কেনায় অবরোধ চাষিদের |
রাজ্য সরকারের পক্ষ থেকে সহায়ক মূল্যে ধান না কেনায় অবরোধ ও বিক্ষোভ দেখালেন চাষিরা। সোমবার এই ঘটনার জেরে উত্তর ২৪ পগনার আমডাঙায় ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রায় আধ ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সমস্ত যান চলাচল। এ দিন বিকেল ৩টে নাগাদ আমডাঙা ব্লক অফিসে বিক্ষোভ দেখান কয়েকশো চাষি। সাড়ে ৪টে থেকে তারা রাস্তা অবরোধ শুরু করেন। সারা ভারত কৃষক ও খেত মজুর সংগঠনের জেলা সম্পাদক দাউদ গাজি বলেন, “আমডাঙা ব্লকে ২৫ হাজার চাষি রয়েছেন। অথচ সহায়ক মূল্যে ধান কেনা হয়েছে মাত্র ৬০০ কুইন্ট্যাল। এমনিতেই সব্জি মার খেয়েছে। সারের দাম বেড়েছে। তার উপর ধান বিক্রি করতে না পেরে সমস্যায় পড়েছেন চাষিরা।” তবে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে ব্লকের আধিকারিকেরা জানিয়েছেন।
|
মছলন্দপুর বাজার এলাকায় মদের দোকান বন্ধের দাবিতে সোমবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়ারা। এলাকার মহিলারা দীর্ঘদিন ধরেই একটি মদের দোকান বন্ধ করার দাবিতে আন্দোলন করছেন। প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েও লাভ হয় নি। এদিন সকালে তাঁরা ওই মদের দোকানের সামনে বিক্ষোভ দেখান এবং পরে তেতুলিয়া-মছলন্দপুর সড়ক অবরোধ করেন।
|
দুর্ঘটনায় মৃত্যু হল গাড়ি চালকের। মৃতের নাম দীপঙ্কর মণ্ডল (৩৫)। বাড়ি বনগাঁর গাইঘাটায়। সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে ফুলিয়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহত ৩ জনকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। |