এলাকায় চোলাইয়ের ভাটি, ঠেক ভাঙার দাবিতে সোমবার সকাল সাতটা নাগাদ কুলপি-লক্ষ্মীকান্তপুর রোড অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে মধুসূদনপুর বাস মোড়ের কাছে। অবরোধের ফলে ওই রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়ে যান নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। দুপুর ২টো নাগাদ পুলিশ-প্রশাসনের তরফে ওই এলাকায় চোলাইয়ের ভাটি ও ঠেক ভেঙে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হলে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবারের মন্দিরবাজার ও কুলপি এই দুই থানার সীমান্তবর্তী এলাকায় বেশ কিছুদিন ধরেই চোলাইয়ের ভাটি ও ঠেকের রমরমা শুরু হয়েছে। চোলাইয়ের ভাটি থেকে বর্জ্য পড়ছে নিকাশি খাল ও চাষের জমিতে। দূষণ ছড়াচ্ছে এলাকায়। |
বিক্ষোভকারীদের অভিযোগ, চোলাই তৈরির বর্জ্য পুকুরে পড়ে জলের রঙ তামাটে হয়ে যাচ্ছে। মাছ চাষের ক্ষতি হচ্ছে। এমনকী বাড়ির কাজেও ওই জল ব্যবহার করা যাচ্ছে না। নিকাশি খালের জল দূষিত হয়ে যাওয়ায় তা সবজি খেতে বা বোরো চাষে লাগানো যাচ্ছে না। তাঁদের আরও অভিযোগ, পুলিশকে বার বার ওই সব চোলাইয়ের ভাটি, ঠেক ভেঙে দেওয়ার জন্য দাবি জানানো হলেও কাজ হয়নি। মধুসূদনপুর, রায়পুর, রঘুনাথপুর, তাঁতিরহাট, গাববেড়িয়া-সহ ৮-১০টি গ্রামের চাষিরা প্রতিবাদ জানাতে সম্মিলিতভাবে ‘কৃষি বাঁচাও কমিটি’ তৈরি করেছেন।
মন্দিরবাজারের বিডিও শেখ রাকিবুর রহমান বলেন, “ওই সব এলাকায় চোলাইয়ের ঠেকগুলির বিরুদ্ধে পুলিশ আগেই ব্যবস্থা নিয়েছে। তবু বিক্ষোভকারীদের দাবিমত আগামী এক সপ্তাহের মধ্যে সমস্ত চোলাইয়ের ভাটি, ঠেক ভেঙে দেওয়া হবে।” |