টুকরো খবর
রামনগর কলেজে অনশনে শিক্ষাকর্মীরা
ছবি: কৌশিক মিশ্র।
শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকারের দাবিতে সোমবার থেকে রামনগর কলেজের অধ্যক্ষের ঘরের সামনে অনশনে বসলেন ১১ জন অস্থায়ী শিক্ষাকর্মী। এই দাবিতে চলতি মাসেই অবস্থান-বিক্ষোভ করেছিলেন তাঁরা। প্রশাসনের বিভিন্ন স্তর থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছেও চিঠি পাঠিয়েছিলেন। সমস্যার সুরাহা না হওয়ায় এ বার অনশন কর্মসূচি নিয়েছেন অস্থায়ী কর্মীরা। কলেজের ল্যাব অ্যাটেন্ডেন্ট, পিয়ন, ক্লার্ক-সহ ১১ জন অস্থায়ী কর্মী স্থায়ী চাকরির আশায় গত দশ বছর ধরে কাজ করছেন নামমাত্র বেতনে। ২০১০ সালের অক্টোবর মাসে পদগুলো সরকারের অনুমোদন পাওয়ার পরেও নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি। বিধায়ক অখিল গিরি পরিচালন সমিতির নতুন সভাপতি হওয়ার পরে ওই পদে নিয়োগে উদ্যোগী হন। অভিযোগ, অর্থের বিনিময়ে ওই পদে অন্য ১১ জনকে নিয়োগের চেষ্টা করেন কলেজ কর্তৃপক্ষ। যদিও কয়েকজন আদালতের দ্বারস্থ হওয়ায় ওই প্যানেল বাতিল হয়ে যায়। নতুন ভাবে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এখন যে ১১ জন কর্মী কাজ করেন কলেজে, তার মধ্যে চার জন্য বয়স বেশি হওয়ায় নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। বাকি সাত জন পরীক্ষায় বসলেও তাঁদের নিয়োগ করা হবে নাএই আশঙ্কায় ভুগছেন। অনশনকারীদের তরফে অচিন্ত্য বর, চঞ্চল পঞ্চাধ্যায়ী, কমল পাত্রেরা বলেন, “পরিচালন সমিতির সভাপতি হিসাবে স্থানীয় বিধায়ককে আমরা পাশে পাইনি। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী ও মামুদ হোসেনের মতো নেতারা অবশ্য পাশে থাকার আশ্বাস দিয়েছেন।” পরিচালন সমিতির সভাপতি অখিলবাবু বলেন, “সরকারি নিয়ম ও আদালতের নির্দেশ মেনেই শূন্যপদে নিয়োগ হবে। যোগ্য বিবেচিত হলে পুরনো কর্মীদেরও স্থায়ী পদে নিয়োগ করা হবে।” উভয়পক্ষকে নিয়ে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন মামুদ হোসেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃত্যুঞ্জয় গুছাইত হলেন, “মানবিক ভাবে আমরা ওই কর্মীদের পাশে আছি। তবে, নিয়ম বহির্ভূত ভাবে কাউকে নিয়োগ সম্ভব নয়।”

ফের গরহাজির দিল, চার্জ-গঠনও পিছোল
‘অসুস্থতার জন্য’ চার্জ-গঠনের দিনে জেল থেকে আদালতে ফের পাঠানো হল না অভিযুক্ত দিল মহম্মদকে। ফলে ফের পিছোল মামলার তারিখ। জেল থেকে শুধু অসুস্থতার কথাই জানানো হয়েছে, মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়নিএ কারণে প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করলেন বিচারকও। আর সিবিআইয়ের আইনজীবী অসন্তোষ প্রকাশ করলেন বারে বারে চার্জ-গঠন পিছিয়ে যাওয়ায়। বস্তুত, এই নিয়ে তিন বার পিছোল চার্জ-গঠন। তার মধ্যে দু’বারই অভিযুক্ত না আসায়। নতুন করে শুরু হওয়া ছোট আঙারিয়া মামলার চার্জ-গঠনের দিন নির্ধারিত ছিল সোমবার, মেদিনীপুরের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক ইন্দ্রনীল ভট্টাচার্যের এজলাসে। কিন্তু, তা সম্ভব হয়নি। অভিযুক্তের আইনজীবী বিশ্বনাথ ঘোষ বলেন, “মেডিক্যাল রিপোর্ট পাঠানো উচিত ছিল। কিন্তু, কেন পাঠানো হয়নি, সেটা আমার পক্ষে বলা অসম্ভব। তবে, আমার মক্কেল অসুস্থ। ওঁর অস্ত্রোপচার হওয়ারও কথা।” অভিযুক্তপক্ষের তরফেই চার্জ-গঠনের দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। সিবিআইয়ের আইনজীবী তাপস বসু এর বিরোধিতা করেন। বিচারক আগামী ২৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। রাজ্যে পালাদলের পর গ্রেফতার হন এই মামলায় ১০ বছর ধরে ফেরার অভিযুক্ত, গড়বেতার সিপিএম কর্মী দিল মহম্মদ। ধামাচাপা পড়া মামলা নতুন করে শুরু হয়। নতুন করে তদন্তও শুরু করে সিবিআই। ইতিমধ্যে দিল মহম্মদকে চার্জশিটও দিয়েছে সিবিআই। কিন্তু চার্জ-গঠন (সেই সঙ্গে বিচারও) ক্রমে পিছোচ্ছে। অসন্তুষ্ট সিবিআই আইনজীবী তাপসবাবু বলেন, “তেমন হলে অভিযুক্তকে অ্যাম্বুলেন্সেও আদালতে আনা যায়। কিন্তু, এ ক্ষেত্রে তাও করা হচ্ছে না। এমন গুরুত্বপূর্ণ মামলা পিছিয়ে যাচ্ছে।” তাপসবাবু আদালতে আবেদন করেন, “এ ক্ষেত্রে সংশোধনাগারের সংশ্লিষ্ট চিকিৎসককে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হোক।” বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবী। আদালত অবশ্য এ নিয়ে কোনও নির্দেশ দেয়নি।

চোলাইয়ের বিরুদ্ধে অভিযানের ঘোষণা
চোলাই ও নকল মদের বিরুদ্ধে জেলা জুড়ে লাগাতার অভিযান হবে বলে ঘোষণা করল পশ্চিম মেদিনীপুর প্রশাসন। মগরাহাট-কাণ্ডের পর জেলা প্রশাসন পুলিশ ও আবগারি কর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসে। সেই বৈঠকের পরে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শুভাঞ্জন দাস বলেন, “জেলায় বেআইনি চোলাই ও নকল মদ বন্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। পুলিশ ও আবগারি--দুই দফতরই অভিযান চালাবে। এমনকী ‘ডেন’ও ভাঙা হবে।” যে সব এলাকায় চোলাই মদের রমরমা সেখানে কোনও এক চোলাই বিক্রেতাকে চিহ্নিত করে সরকারি দেশি মদ বিক্রির অনুমতি দেওয়া হয়। সেটাই ‘ডেন’। এর উদ্দেশ্য--যাতে চোলাই ছাড়েন মানুষ। দেশি মদের বিক্রি বাড়ে। তাতে রাজস্বও বাড়ে। তবে এই অনুমতি দেওয়া হয় মৌখিক। লাইসেন্স থাকে না। কিন্তু বাস্তবে দেখা গিয়েছে, সরকারি মৌখিক অনুমতিতে বলীয়ান এই সব ব্যবসায়ী অনেক সময়েই ডেন-এ দেশি মদের পাশাপাশি দিব্যিই চোলাই বিক্রি করছেন। এই কারণেই চোলাই ভাটি- ঠেক ভাঙার পাশাপাশি এই সব ‘ডেন’ও এ বার ভাঙার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে বিষমদে মৃত্যুর যে কোনও ঘটনার পরেই সরকারি তরফে এ রকম নানা ঘোষণাই হয়। পশ্চিম মেদিনীপুরে বারে বারেই দেখা গিয়েছে, দু’চার দিন লোকদেখানো অভিযানের পরেই রমরমিয়েই চলতে থাকে অবৈধ কারবার। এ বারও তেমনই হবে নাকি সত্যিই কড়া হবে প্রশাসনতা সময়ই বলবে। এক শ্রেণির পুলিশ ও আবগারি কর্মীর যোগসাজশেই যে অবৈধ কারবার চলেসেটা আর কে না জানে!

দুই শ্রমিকের মৃত্যু, উত্তেজনা
কর্মরত অবস্থায় রোলিং মেশিনের বেল্টে জড়িয়ে মৃত্যু হল দুই ঠিকাশ্রমিকের। সোমবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে হলদিয়ার রামনগরের একটি ফেরোটেক কারখানায়। মৃতদের নাম নিরাপদ পাত্র (৪০) এবং শেখ সাহাবুদ্দিন (৩৬)। পুলিশ গিয়ে দেহ দু’টি ময়না-তদন্তের জন্য নিয়ে বেরিয়ে আসে। কিন্তু দীর্ঘক্ষণ দুই শ্রমিকের দেহ দুর্গাচকের মহকুমা হাসপাতালে না পৌঁছনোয় সন্দেহ তৈরি হয় অন্য শ্রমিকদের মধ্যে। ক্ষতিপূরণের দায় এড়াতে দেহ লোপাটের চেষ্টা হচ্ছে কি না, সেই সন্দেহ দেখা দেয়। উত্তেজিত শ্রমিকরা মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। মঞ্জুশ্রী মোড়ে রাস্তা অবরোধও করেন। পরে পুলিশ দেহ দু’টি নিয়ে ময়না-তদন্তের জন্য মহকুমা হাসপাতালে পৌঁছলে বিক্ষোভ বন্ধ হয়। তবে ওই দুই ঠিকা শ্রমিকের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পাবেন কি না, সে নিয়ে সংশয়ে শ্রমিকদের একাংশ। তাঁদের বক্তব্য, হলদিয়ার বেশির ভাগ কারখানায় মানা হয় না শ্রম-আইন। ন্যূনতম মজুরি মেলে না। নিরাপত্তার বন্দোবস্ত নেই। বেশির ভাগ কারখানাই চলে ঠিকাকর্মীর সস্তা শ্রমে। প্রশাসনও কারখানা কর্তৃপক্ষগুলিকে শ্রম-আইন মানতে বাধ্য করে না। আগের বাম আমলে তৃণমূল নেতারা ঠিকা বা অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণের দাবির সমর্থনে অনেক কারখানার গেটে মিটিং করেছেন। এখন তৃণমূলই রাজ্যের ক্ষমতায়। হলদিয়ার বহু কারখানাতেও তৃণমূলের ইউনিয়ন (এমনকী একাধিক গোষ্ঠীর একাধিক ইউনিয়ন)। এখন আর স্থায়ীকরণের দাবিতে তৃণমূল নেতাদের গলা ফাটাতে দেখা যায় না। অভিযোগ, বিভিন্ন কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বরং তাঁদের ‘গোপন বোঝাপড়া’ তৈরি হয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত ২ যুবক
পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই মোটর সাইকেল আরোহীর। গুরুতর আহত হয়েছেন তাঁদের সঙ্গীও। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মারিশদা থানা এলাকার কালীনগর সেতুর কাছে। মৃত তারাপদ দোলই (৩২) ও বাপ্পা সামন্তের (২৫) বাড়ি ভূপতিনগর থানা এলাকার কোটদলবাড় ও অনলবেড়িয়া গ্রামে। গুরুতর জখম শুভঙ্কর সাউয়ের বাড়িও অনলবেড়িয়ায়। তাঁকে প্রথমে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে কলকাতার পাঠানো হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন যুবক একটি মোটর সাইকেলে চেপে বাজকুল থেকে হেঁড়িয়ার দিকে আসছিলেন। সেই সময় দিঘা থেকে কলকাতাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফলবোঝাই ভ্যান রিকশায় ধাক্কা মারার পরে বাইকটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তারাপদের। অন্য দু’জনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরে হাসপাতালে মারা যান বাপ্পা। এ দিকে, ঘটনাস্থল কার এলাকায় পড়ছে তা নিয়ে চাপানউতোর চলে হেঁড়িয়া ফাঁড়ি ও মারিশদা থানার মধ্যে। তিতবিরক্ত এলাকাবাসী এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা দিঘা-মেচেদা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। যানজটে আটকে পড়ে বহু বাস-ট্রেকার-লরি। পরে ঘটনাস্থলে পৌঁছয় মারিশদা থানার পুলিশ।

হলদিয়ায় ফের শ্রমিক অসন্তোষ
চার বছর ধরে কর্মরত ঠিকা শ্রমিকদের কাজের দিনের সংখ্যা কমানোর প্রতিবাদে ফের বিক্ষোভ দেখালেন হলদিয়ার রেনুকা সুগার মিলের ৬০০ ঠিকাশ্রমিক। কারখানার গেট বন্ধ করে সোমবার অবস্থানেও বসেন তাঁরা। কর্তৃপক্ষের তরফে ২৬টি কাজের দিনের পরিবর্তে অর্ধেক দিন কাজ দেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে গত ১২ ডিসেম্বরও অবস্থানে বসেছিলেন তাঁরা। এ দিকে আগের অবস্থানের পর ত্রিপাক্ষিক বৈঠক হলেও কারখানা কর্তৃপক্ষের তরফে কোনও পরিবর্তিত সিদ্ধান্ত জানানো হয়নি। আগে কারাখানায় মাসে ২৬ দিন কাজ করে ঠিকশ্রমিকরা ৪৬০০ টাকা মজুরি পেতেন। এখন তা কমে হবে ২৩০০ টাকা। সংসার চালানোই দায় হবে বলে জানিয়েছেন ঠিকাশ্রমিকরা। এক ঠিকাশ্রমিক শেখ সিরাজের কথায়, আমরা চাই কর্তৃপক্ষ কিছু একটা ভাবুক। স্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি হলেও আমাদের বেতন বৃদ্ধি হয়নি। উপরন্তু কাজের দিন কমালে মজুরিও তো কমবে। আমাদের কী ভাবে চলবে।” এ সব কারণেই এ দিনের অবস্থান। পরে ভবানীপুর থানার পুলিশের হস্তক্ষেপে অবস্থান ওঠে। তবে আজ, মঙ্গলবার থেকে ফের লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকেরা। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার শুভব্রত গুপ্ত জানান, ১৪ ডিসেম্বর সব পক্ষ মিলে একটা বৈঠক হয়েছিল। তাতে কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে তাঁদের সিদ্ধান্তের ব্যাখ্যা চাওয়া হয়েছিল। আজও তা পাওয়া যায়নি। অন্য দিকে, কারখানার এজিএম গোল্ডেন সিংহ কোনও মন্তব্য করতে চাননি।

সন্তোষ রাণাই জেলা সম্পাদক
সিপিআইয়ের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক রইলেন সন্তোষ রাণাই। এই নিয়ে ৩ দফা জেলা সম্পাদক হলেন সন্তোষবাবু। শনিবার থেকে খড়্গপুর শহরের বিদ্যাসাগর আবাসনে শুরু হয়েছিল সিপিআইয়ের ২২তম জেলা সম্মেলন। সব মিলিয়ে ৩২৭ জন প্রতিনিধি সম্মেলনে যোগ দেন। আলোচনা শেষে সোমবার দুপুরে নতুন জেলা কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে জেলা সম্পাদক হন সন্তোষবাবুই। তিনি বলেন, “আমাদের, বামফ্রন্টের কিছু ভুল-ত্রুটি রয়েছে। তা সংশোধন করেই এগোতে হবে। ত্রুটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।” দলীয় সূত্রে খবর, গত বার জেলা কমিটি ছিল ৭১ জনের। এ বার ৭৩ জন রয়েছেন। এ ছাড়াও রয়েছেন ৩ জন আমন্ত্রিত সদস্য। সম্মেলন থেকে ৭১ জন সদস্যের নাম চূড়ান্ত হয়েছে। জেলা কমিটি বাকি ২ জন মনোনীত করবে। কমিটিতে ১২ জন নতুন সদস্য।

পথ দুর্ঘটনায় মৃত্যু সিপিএম নেতার
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল নন্দীগ্রামের এক সিপিএম নেতার। রবিবার বিকেলে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বাজারে দিঘা-মেচেদা সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। মৃত অরিন্দম গিরির (৬৩) বাড়ি নন্দীগ্রামের গোকুলনগর এলাকার কানুনগোচক গ্রামে। অবসরপ্রাপ্ত শিক্ষক অরিন্দমবাবু সিপিএমের সামসাবাদ লোকাল কমিটির সদস্য ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার তমলুকের একটি অনুষ্ঠান থেকে নন্দীগ্রামের ঘোলপুকুরিয়ায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন অরিন্দমবাবু। বিকেলবেলা চণ্ডীপুর বাসস্ট্যান্ডে নেমে ট্রেকার ধরতে যাওয়ার সময় আচমকাই রাস্তায় পড়ে যান। এই সময় দিঘাগামী একটি লরি তাঁকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই অরিন্দমবাবুর মৃত্যু হয়। সিপিএমের দলীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা ভোটের পর থেকেই ঘরছাড়া ছিলেন অরিন্দমবাবু। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন।

আলোচনাসভা ও বিজ্ঞান শিবির
২৭তম বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে রবিবার এগরা ঝাটুলাল হাইস্কুলে বিজ্ঞান শিবির করল এগরা অর্গানাইজেশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স। সংস্থার সম্পাদক কনককান্তি কর ও সভাপতি প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী জানান, কুমেরু অভিযানের একশো বছর পূর্তি উপলক্ষে স্লাইড শো প্রদর্শনীর পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা করেন সদ্য কুমেরু ফেরত বিজ্ঞানী পুন্যশ্লোক ভাদুড়ি। ‘রসায়নের মজার ম্যাজিক শো’ প্রদর্শন করেন ঝাড়গ্রাম রাজ কলেজের অধ্যাপক সুভাষ মাইতি। ২০১২ সালের পৃথিবীর সভ্যতা ধ্বংস হয়ে যাবে কি না তা নিয়ে আলোচনার পাশাপাশি স্লাইড শো প্রদর্শন করেন প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী অমলেন্দু বন্দ্যোপাধ্যায়। এ দিকে, চতুর্থ বর্ষ এগরা বইমেলা উপলক্ষে শনিবার ঝাটুলাল হাইস্কুলেই ‘অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা অধিকার আইন ২০০৯’ শীর্ষক একটি আলোচনাসভার আয়োজন করেছিল এগরা মহকুমা প্রেস ক্লাব।

বালিকাকে ধর্ষণের নালিশ
দ্বিতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ভগবানপুর থানা এলাকার গুড়গ্রাম গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুরবেলা বছর সাতেকের ওই বালিকাকে বাড়িতে রেখে চাষের কাজের জন্য মাঠে গিয়েছিলেন তার বাবা-মা। অভিযোগ, একা পেয়ে ওই কিশোরীকে বাড়ির কাছে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে গ্রামেরই বাসিন্দা বাবলু বাড়াই। সন্ধাবেলায় বিষয়টি জানতে পেরে ওই বালিকাকে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন বাড়ির লোকেরা। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। থানায় অভিযোগ জানান ওই বালিকার মা। পুলিশ জানিয়েছে, এলাকায় অসামাজিক কাজকর্মে জড়িত বাবলু পলাতক। তার খোঁজ চলছে।

লালগড় রুটে ফের রাতের বাস
দুষ্কৃতী হামলার জেরে মেদিনীপুর থেকে লালগড় রুটে রাতের বাস চলাচল বন্ধ ছিল বেশ কিছু দিন। সোমবার থেকে পুলিশি নিরাপত্তায় বাস চলাচল ফের চালু হল। সোমবার বাস-মালিক ও পুলিশের সঙ্গে বৈঠকের পরে এ কথা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের পরিবহণ আধিকারিক বিপুল বিশ্বাস।

কনভেনশন
যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের উদ্যোগে যুব এবং ছাত্র কনভেনশন হয়েছে পাঁশকুড়ার ব্রাডলি বার্ট হাইস্কুলে। রবিবার দুপুরে ওই কনভেনশনে ছিলেন পাঁশকুড়া বিধানসভা এলাকার সংগঠনের কর্মীরা। আগামী বছর পাঁশকুড়া পুরসভা নির্বাচন ও পরবর্তী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের দুই শাখা সংগঠনকে শক্তিশালী করা নিয়ে আলোচনা চলে। বক্তব্য রাখেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক কৌশিক মুখোপাধ্যায় ও ইন্দ্রাণী মিত্র এবং ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক দেবলীনা ঘোষ।

স্কুলে এনার্জি ক্লাব
বিদ্যুতের অপচয় রুখতে ‘এনার্জি ক্লাব’ গড়া হল হলদিয়ার দু’টি বিদ্যালয়ে। সোমবার হলদিয়ার সেন্ট জেভিয়ার্স ও অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলে এই ক্লাব গঠিত হয়। ছাত্রছাত্রী থেকে অবিভাবক--প্রত্যেককেই এই ক্লাবের আওতাভুক্ত করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় তাঁরা শক্তি সংরক্ষণ ও বিদ্যুৎ বাঁচানো বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি নেবেন। এই উদ্যোগে সহযোগী হয়েছে ‘টাটা পাওয়ার’।

বিপর্যস্ত পরিষেবা
বিএসএনএলের ল্যান্ড লাইন ও ব্রডব্যান্ড পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে ঘাটাল শহরে। ফলে সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। অভিযোগ, মাঝেমধ্যেই সমস্যা হয়। দফতরে অভিযোগ জানিয়েও লাভ হয় না। মহকুমা টেলিফোন আধিকারিক বিলাস ঘোষ বলেন, “যান্ত্রিক ত্রুটির জন্য সমস্যা হচ্ছে। দ্রুত সারানোর চেষ্টা হচ্ছে।”

মন্দিরে চুরি
তিনশো বছরের প্রাচীন রামদেউল থেকে রামের পাদুকা ও সোনা-রুপোর গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। ভগবানপুর থানার খাগা গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় সোমবার সকালে। থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.