|
|
|
|
ঝাড়গ্রাম রাজ কলেজে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও কলকাতা |
মনোনয়নপত্র দাখিল করতে না পেরে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ঝাড়গ্রাম রাজ কলেজের এসএফআই নেতৃত্বাধীন ‘বাম ছাত্র ঐক্য’। তাদের বক্তব্য শোনার পরে মঙ্গলবার রাজ কলেজের ছাত্র সংসদ নির্বাচন আপাতত স্থগিত রাখার নির্দেশ দিল হাইকোর্ট।
২০০৮ সাল পর্যন্ত রাজ কলেজের ছাত্র সংসদে ক্ষমতায় ছিল ‘বাম ছাত্র ঐক্য’। জঙ্গলমহলে অশান্তির কারণে গত দু’বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এ বার কেবলমাত্র তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই মনোনয়নপত্র দাখিল করেন। আজ, মঙ্গলবার কলেজে নির্বাচন হওয়ার কথা ছিল। যদিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রসংসদ জেতার আনন্দে তার আগেই বিজয়োৎসব করে তৃণমূল ছাত্র পরিষদ। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে কিছু ছাত্র কলকাতা হাইকোর্টে মামলা করেন। আগামী ৯ ফেব্রুয়ারি মামলাটির পুনরায় শুনানি হবে। এর মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বক্তব্য হলফনামা দিয়ে জানাতে হবে। মামলার চূড়ান্ত রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতি তপেন সেন।
এসএফআইয়ের ঝাড়গ্রাম শহর-জোনাল সম্পাদক সৌমেন মাহাতো বলেন, “কলেজ-কর্তৃপক্ষ ও পুলিশ-প্রশাসনের বিভিন্ন মহলে বারবার লিখিত ভাবে জানানো সত্ত্বেও আমাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কোনও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূল ছাড়া অন্য ছাত্র সংগঠনের সদস্য-সমর্থকদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের অভিযোগের যথার্থতা আদালতের রায়েই প্রমাণিত।” টিএমসিপি’র জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “এসএফআই-সহ অন্য ছাত্র সংগঠনগুলি মনোনয়নপত্র সংগ্রহ করেছিল। কিন্তু প্রার্থী খুঁজে পায়নি। নিজেদের ব্যর্থতা ঢাকতে আমাদের বিরুদ্ধে সন্ত্রাসের মিথ্যা অভিযোগ করছে। আদালতে গণতন্ত্রের জয় হবে বলে আমরা আশাবাদী।” |
|
|
|
|
|