গ্রেগ চ্যাপেলের সঙ্গে তাঁর ঝামেলাকে আরও উস্কে দিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় এ বার গুরু গ্রেগকে ‘উন্মাদ’ বলে দিলেন। সচিন-সহ অন্যান্য ভারতীয় ক্রিকেটারকে দুমড়ে দেওয়ার জন্য গ্রেগকে অস্ত্র করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সচিনদের কোথায় দুর্বলতা, কী ভাবে তাঁদের আক্রমণ করা যেতে পারে এ সব নিয়ে মাইকেল ক্লার্কের টিমকে পরামর্শ দেবেন তিনি।
সেই খবর শুনে সৌরভের প্রতিক্রিয়া, “এটা ভারতীয় দলের জন্য খুব ভাল খবর। আমি জেনে খুব খুশি হলাম যে, অস্ট্রেলিয়া ওকে ব্যবহার করছে। এতে ভারতীয় দলের সুবিধেই হবে।” প্রাক্তন ভারত অধিনায়ক দ্রুত যোগ করছেন, “ও (গ্রেগ) তো আগে অস্ট্রেলিয়ারই নির্বাচক ছিল। ওদের অ্যাকাডেমিতেও ছিল। কিন্তু সেখান থেকেও ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ও যখন ভারতে এসেছিল বলা হচ্ছিল, ওর অস্ট্রেলীয় মানসিকতা ভারতে চলবে না। কিন্তু ঘটনা হচ্ছে, ওর মানসিকতা ওর নিজের দেশেই কাজ করেনি।” এখানেই না থেমে সৌরভ বলেছেন, কোচিংয়ের সঙ্গে যখনই যুক্ত হয়েছেন গ্রেগ, তখনই ব্যর্থ হয়েছেন। যা প্রমাণ করে, দোষটা তাঁরই। “সকলের বোঝা উচিত যে, দোষটা ওরই। ভুলগুলো ও-ই করছে। একটা লোক এক বার ভুল করতে পারে। কিন্তু যদি কেউ একই ভুল বার বার করে যায় আর তার জন্য একটার পর একটা চাকরি হারাতে থাকে তা হলে সেই লোককে আমি পাগলই বলব।”
একটি চ্যানেলের নেওয়া সাক্ষাৎকারে সৌরভকে ভারতীয় ক্রিকেটে গ্রেগের মেয়াদ নিয়ে জিজ্ঞেস করা হয়। সৌরভ আবারও বলেন, “রাহুল দ্রাবিড় হচ্ছে এমন এক জন ব্যক্তি যে চায়, সব কিছু ভাল থাকুক। ও জানত যা হচ্ছে ভুল হচ্ছে। কিন্তু ওর সেই সাহস ছিল না যে, বিদ্রোহ করবে বা বলবে যে, এটা ভুল হচ্ছে। এটার মধ্যে আমি ভুল কিছু দেখছি না। আমার সঙ্গে জিম্বাবোয়েতে যা হয়েছিল তার পর যে কোনও ক্যাপ্টেন চাইত ড্রেসিংরুমে শান্তি বজায় থাকুক।” ভারতীয় ক্রিকেটের মঙ্গল কখনও গ্রেগের ভাবনায় ছিল না বলেও মন্তব্য করেছেন সৌরভ। তিনি বলেন, “গ্রেগ চ্যাপেলের চিন্তাভাবনা কখনও ক্রিকেট-সম্পর্কিত ছিল না। ও একটা ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে এখানে এসেছিল। সেটা ভারতীয় ক্রিকেটে খাটেনি। ওর মনটা কাজই করত সম্পূর্ণ অন্য ভাবে। ওর বক্তব্যটাই ছিল, হয় আমার রাস্তায় চলো নয়তো হাইওয়েতে নিপাত যাও!” |