সুপার সিরিজকে শুভেচ্ছা সচিনের
টেস্ট ড্রাইভের আকর্ষণ আজ ফিসিকেলা
হাতারকাদের ছড়াছড়ি তো বটেই। সেবাস্তিয়ান ভেটেল না থাকতে পারেন, কিন্তু ফেরারির জিয়ানকার্লো ফিসিকেলা আছেন। লুইস হ্যামলিটন না থাকতে পারেন, কিন্তু প্রাক্তন ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন জাক ভিলেনভ আছেন। থাকবেন আরও একঝাঁক ফর্মুলা ওয়ান ড্রাইভার। আর ভারত থেকে থাকছেন করুণ চন্দকের মতো চেনা মুখের পাশাপাশি আর্মান ইব্রাহিমের মতো প্রতিশ্রুতিমান।
সমুদ্রের ধারে আবু ধাবির নামী পাঁচতারা হোটেলে এখন ফর্মুলা ওয়ানের নামী-দামি তারকাদের ভিড়। অথচ আই ওয়ান সুপার কার সিরিজের সঙ্গে ফর্মুলা ওয়ানের কোনও সম্পর্ক নেই। না গাড়িতে মিল, না ভাবনায়। আসলে কালই এখানকার অত্যাধুনিক ইয়াস মারিনা সার্কিটে আইপিএলের ধাঁচে ভাবা বহুচর্চিত ইন্ডিয়ান রেসিং লিগ-এর প্রথম টেস্ট ড্রাইভ আর তার জন্যই তারকাদের একসঙ্গে জড়ো হওয়া।
ট্র্যাকে কালই প্রথম আত্মপ্রকাশ করবে লন্ডনের র‌্যাডিক্যাল সংস্থার তৈরি গাড়ি এস আর থ্রি। যা কি না ভারতীয় মোটরর্স্পোটের ইতিহাসে নতুন যুগের জন্ম দিতে পারে বলে ভাবা হচ্ছে। কাল না হয় টেস্ট ড্রাইভ, আসল লিগ শুরু আগামী বছরের ২২ জানুয়ারি মালয়েশিয়ার সেপাং-এ। পরের রেসগুলো বাহরিন (৪ ফেব্রুয়ারি), দোহা (১১ ফেব্রুয়ারি), গ্রেটার নয়ডা (২৬ ফেব্রুয়ারি) ও আবু ধাবি (১০ মার্চ)। প্রতিদিন দুটো করে রেস, দেশের ন’টা শহরের নামে টিম। মুম্বই, দিল্লি, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চন্ডীগড় ও পুণে। নবম টিমটা হয় জয়পুর কিংবা গোয়া। ফর্মুলা ওয়ানের মতোই প্রতি টিমের দুটো করে গাড়ি, দুটো করে ড্রাইভার। এক জন বিদেশি, এক জন দেশি। বিদেশিদের মধ্যে যদি ফিসিকেলা, ভিলেনভরা থাকেন, ভারতীয়দের মধ্য চন্দক ছাড়াও থাকবেন আদিত্য পটেল, অমিত্রজিৎ ঘোষরা। সংগঠক ম্যাকডার স্পোর্টসের সিইও দর্শন এম আইপিএলে ডেকান চার্জার্সের ম্যানেজার ছিলেন। এই ইন্ডিয়ান রেসিং লিগ তাঁরই মস্তিষ্কপ্রসূত।
সচিন তেন্ডুলকরকে গোটা লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানোর পিছনেও তিনি। বলছিলেন, “আমরা চেয়েছিলাম সচিন একটা টিম কিনুন। কিন্তু মোটরস্পোর্ট ভালবাসলেও ক্রিকেটে সচিন এতটাই একাত্ম যে এখনই টিম কিনতে চাননি। বরং সব সময় আমাদের উৎসাহ দিয়েছেন। অস্ট্রেলিয়া সফর শেষে একটা রেসে সচিন থাকলে অবাক হবেন না।” অস্ট্রেলিয়ায় থাকলে কী হবে, লিগের সাফল্য কামনা করে সচিন জানিয়েছেন, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে সুপার সিরিজকে সব রকম সাহায্য করতে তৈরি।
সচিন না কিনলে কী হবে, মুম্বই টিম কিনেছেন কেকেআর মালিক শাহরুখ খান। মালয়েশিয়ায় ২২ জানুয়ারি উদ্বোধনী রেসে শাহরুখের থাকার কথা। এখানে এসেছেন ম্যানেজমেন্ট গুরু বঙ্গসন্তান অরিন্দম চৌধুরী। যিনি দিল্লি টিমের মালিক আর টিমের নামকরণ করেছেন দিল্লি জিপসিজ অ্যান্ড বিলিওনেয়ারস। দক্ষিণের নায়ক নাগার্জুন কিনেছেন হায়দরাবাদের টিম। চন্ডীগড়ের টিম কেনার কথা যুবরাজ সিংহের। কলকাতা টিম কেনার জন্য সংগঠকরা যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন, সেটা পুরনো খবর। নতুন খবর বলতে দর্শন বলছেন, “সৌরভ আমাদের না বলেননি। কথাবার্তা চলছে। সৌরভ এবং আরও কয়েক জন শিল্পপতিকে নিয়ে একটা কনসর্টিয়াম হতে পারে। আগামী সপ্তাহেই ব্যাপারটা চূড়ান্ত হতে পারে।”
এস আর থ্রি গাড়িটা ঠিক কী? এফ ওয়ান কারের চেয়ে অনেকটাই আলাদা। একটা এফ ওয়ান গাড়ির দাম যদি ২০ কোটি টাকা হয়, এসআর থ্রি-র দাম মাত্র ৬০ লক্ষের মতো। ১৬০০ সিসি-র গাড়ি, তিন সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টায় স্পিড তুলতে পারে। থাকবে ফর্মুলা ওয়ান স্টাইলে প্যাডল শিফট গিয়ারও। কালই পরিষ্কার হয়ে যাবে, এই গাড়ি কতটা বাজার গরম করতে পারে।
আই ওয়ান সুপার সিরিজ জমিয়ে দেওয়ার জন্য থাকছে টেন স্পোর্টসে সরাসরি সম্প্রসারণ, থাকছে ২০ লক্ষ ডলারের পুরস্কারমূল্য। সঙ্গে সচিন আর শাহরুখ। কাজেই গাড়িপ্রেমীরা সিটবেল্ট বেঁধে নিন, তৈরি হন রোমহর্ষক একটা রেসিং লিগের জন্য।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.