নিজস্ব সংবাদদাতা • হরিপাল |
১৮৮৬ সালের ১৯ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ হরিপাল স্টেশনে ট্রেন থেকে নেমে আঁটপুরে যান।
তাঁর হরিপালে আগমনের দিনটির ১২৫ তম বর্ষপূর্তি স্মরণে সোমবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বলে জানিয়েছেন উদ্যোক্তারা। হরিপাল স্টেশন সংলগ্ন জায়গা থেকে শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় আট মাইল দূরের আঁটপুর ধুনিমন্দিরের সামনে।
শীত এবং কুয়াশামাখা সকালেও কয়েকশো গ্রামবাসী শোভাযাত্রায় সামিল হন। তাঁদের মধ্যে অনেক মহিলাও ছিলেন। ছিলেন বিধায়ক বেচারাম মান্না-সহ বহু বিশিষ্টজন। অনেকেরই হাতে ছিল স্বামীজির ছবি-সংবলিত পোস্টার। ছিল সুসজ্জিত ট্যাবলো। আঁটপুর মঠে প্রবেশের মুখে শোভাযাত্রায় যোগদানকারীদের অভ্যর্থনা জানান মঠ কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন মঠাধ্যক্ষ স্বামী বরানন্দ। |
বিবেকানন্দের সঙ্গেই আরও আট জন (তারক, শশী, কালী, শরৎ, নিরঞ্জন, গঙ্গাধর, সারদা, বাবুরাম) ওই দিন আঁটপুরে গিয়েছিলেন। পাঁচ দিন পরে সেখানে ত্যাগবহ্নি প্রজ্জ্বলন করে গৃহত্যাগের সংকল্প ঘোষণা করেন বিবেকানন্দ এবং তাঁর অষ্টসহচর। রামকৃষ্ণ, মা সারদা, বিবেকানন্দের পাশাপাশি তাঁর আট সহচরের ছবি-সহ ট্যাবলোও তৈরি করা হয়েছিল এ দিন। ওই ট্যাবলো বিভিন্ন এলাকায় ঘোরে।
বিবেকানন্দের হরিপাল আগমনের ১২৫ তম বর্ষ স্মরণীয় করে রাখতে হরিপালে একটি কমিটি তৈরি করা হয়েছে।
ওই কমিটির ব্যবস্থাপনাতেই এ দিনের অনুষ্ঠান হয়। কমিটির তরফে সমীরণ মিত্র জানান, এর পরে বিভিন্ন দিনে বিবেকানন্দকে নিয়ে আলোচনা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পাঠচক্র, সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হবে। |