টুকরো খবর
শাস্ত্রীয় সঙ্গীতের আসর কোন্নগরে
কোন্নগরের সঙ্গীত শিক্ষণ কেন্দ্র ‘ঘরানা’র প্রথম বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে গত ১৭ ডিসেম্বর শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসেছিল রবীন্দ্র ভবন মঞ্চে। অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে বেনারস ঘরানার বিশিষ্ট শিল্পী পণ্ডিত মোহনলাল মিশ্রকে শ্রদ্ধা জানানো হয়। ঘরানার শিক্ষার্থীরা সমবেত শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। সেতার শোনান জয়শ্রী রায়চৌধুরী। সঙ্গীত পরিবেশন করেন অঞ্জনা কুশারী। তবলায় সঙ্গত করেন অর্কেন্দু মিশ্র। হারমোনিয়ামে ছিলেন রতন নট্ট। পরবর্তী নিবেদন ছিল সরোদ বাদন। পরিবেশনায়, অপ্রতীম মজুমদার। সঙ্গতে মিহির কুণ্ডু। অনুষ্ঠানের শেষ নিবেদন ছিল পণ্ডিত মোহনলাল মিশ্রের সঙ্গীত। তবলায় সঙ্গত করেন অর্কেন্দু মিত্র। হারমোনিয়াম বাজান রতন নট্ট।

বড়দিনকে স্বাগত জানাতে অনুষ্ঠান ডানকুনির স্কুলে
নিজস্ব চিত্র।
আসন্ন বড়দিন উপলক্ষে জমজমাট অনুষ্ঠান হল ডানকুনি মেথডিস্ট স্কুলে। গত শনিবার স্কুল প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়। স্কুলের অধ্যক্ষ নোটন ইমানুয়েল জানান, শিশু শ্রেণি (আড়াই বছরের শিশু) থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও অনুষ্ঠান পরিবেশন করে। সব মিলিয়ে শ’চারেক ছেলেমেয়ে মঞ্চ আলো করে রাখে ওই দিন। নাচে-গানে যিশুর জন্মবৃত্তান্ত থেকে শুরু করে তাদের পরিবেশিত নানা অনুষ্ঠান প্রশংসা পায় দর্শকদের। বড়দিনের পাশাপাশি নববর্ষেরও আগাম শুভেচ্ছাবার্তা দেওয়া হয় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর
শনিবার খানাকুলের মাইনান গ্রামে নবাবিয়া মিশনে ছাত্রীনিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ছাত্রীনিবাসের অন্যতম দাতা শেখ হাসিবুল হক। তিনি মিশন কর্তৃপক্ষের হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে ছিলেন ফুরফুরাশরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি, সাজাহান বিশ্বাস-সহ বিশিষ্টজন। মিশনের সহ সম্পাদক শেখ সাহিদ আকবর জানান, চারশো ছাত্রীর থাকার ব্যবস্থা হবে।

প্রতিবন্ধী দিবস জগৎবল্লভপুরে
হাওড়া জেলা সর্বশিক্ষা মিশনের উদ্যোগে জগৎবল্লভপুর দক্ষিণ চক্রের পরিচালনায় ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশনে সম্প্রতি পালিত হল প্রতিবন্ধী দিবস। অন্য দিকে, বাগনানে বাঁটুল ক্লাবের উদ্যোগে দু’দিন ধরে আয়োজিত হল ব্যাডমিন্টন প্রতিযোগিতা। ফাইনালে জয়ী হয় শুদ্ধ ও আকাশ দল।

বন্ধুর মৃত্যু, ধৃত
এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে তাঁরই এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাত থেকে নিখোঁজ থাকার পরে সোমবার বালিতে গৌতম চক্রবর্তী (৩৮) নামে ওই যুবকের দেহ মেলে। পুলিশ জানায়, রবিবার রাতে গৌতমের বন্ধু সুবীর সেনগুপ্ত তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে সুবীরের কাছে গৌতমের খোঁজ করলে তিনি জানান, গৌতমকে তিনি বালির এক ক্লাবের কাছে ছেড়ে দিয়েছেন। সোমবার সেখানেই গৌতমের দেহ মেলে। পরিজনরা থানায় অভিযোগ করেন, এই মৃত্যুর জন্য সুবীরই দায়ী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.