‘আর্বান হাট’ গড়ার উদ্যোগ শিলিগুড়িতে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
উত্তরবঙ্গের প্রত্যন্ত এলাকার শিল্পীদের হাতের কাজ তুলে ধরা এবং বিপণনের ব্যবস্থা করতে শিলিগুড়িতে ‘আর্বান হাট’ গড়তে চায় রাজ্যের ক্ষুদ্র ও ছোট উদ্যোগ এবং বস্ত্র দফতর। সোমবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে রাজ্য সরকারের উদ্যোগে উত্তরবঙ্গ হস্তশিল্প মেলা উদ্বোধন করতে এসে এ কথা জানিয়েছেন দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া। ওই প্রকল্পের জন্য জমি খোঁজার কাজও চলছে বলে জানিয়েছেন তিনি। কেন্দ্রের আর্থিক সহায়তায় ইতিমধ্যেই সল্টলেক, শান্তিনিকেতন, দুর্গাপুরে ওই প্রকল্পের কাজ হচ্ছে। একই রকম আর্বান হাট শিলিগুড়িতেও গড়ার কথা রয়েছে। মানসবাবু বলেন, “গ্রাম বাংলার হস্তশিল্প এবং সংশ্লিষ্ট শিল্পীদের জন্য অনেক কিছু করার রয়েছে। গত ছয় মাস ধরে সেই উদ্যোগ শুরু হয়েছে। রাজ্যে নতুন সরকার উত্তরবঙ্গের উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে। ৪ টি জায়গায় আর্বান হাট গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটি হবে শিলিগুড়িতে। তবে জমি না মেলায় এখনও ওই কাজ শুরু করা যায়নি। পুরসভা, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর এবং শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ সকলের কাছেই জমির ব্যাপারে অনুরোধ থাকছে।”
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উদ্বোধন মঞ্চে উপস্থিত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “ওই প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসবাবুকে ধন্যবাদ। জমির জন্য চেষ্টা করব। যাতে আগামী আর্থিক বছর থেকেই ওই কাজ শুরু করা যায়।” বিভিন্ন হাতের কাজের শিল্পীদের সাহায্য করতে রাজ্যের তরফে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান মানসবাবু। |