ডিটিএইচে বিদেশি লগ্নি ৭৪% করতে সায় অর্থ মন্ত্রকের |
ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) ও কেবল টেলিভিশন সম্প্রচারের ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি লগ্নি বা এফডিআই-এর সীমা বাড়িয়ে ৭৪ শতাংশে নিয়ে যাওয়ার ব্যাপারে সায় দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রিটেলে বিদেশি লগ্নি নিয়ে বিতর্কের মধ্যেই এই সিদ্ধান্ত নিল তারা। এর আগে এ ধরনের সম্প্রচার ব্যবস্থায় বিদেশি লগ্নির ঊর্ধ্বসীমা ছিল ৪৯ শতাংশ। সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে অবশ্য এই সীমা ২৬ শতাংশই থাকছে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রকগুলির মধ্যে আলোচনা গত সপ্তাহেই শেষ হয়েছে বলে সরকারি সূত্রের খবর। এখন শিল্পনীতি ও উন্নয়ন সংক্রান্ত দফতর বিষয়টি কেন্দ্রীয় মন্ত্রিসভার কাছে অনুমোদনের জন্য পাঠাবে।
|
গাড়ি সংস্থা সাব-এর দেউলিয়া ঘোষণা |
অবশেষে দেউলিয়া ঘোষণার রাস্তাতেই হাঁটল গাড়ি নির্মাতা সংস্থা সাব। সুইডেনের জেলা আদালতে দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে তাদের তিনটি শাখা সংস্থা। মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরসের শাখা ছিল সাব। ঘুরে দাঁড়াতে ২০১০ সালে ৪০ কোটি ডলারে সুইডিশ অটোমোবাইল (তৎকালীন স্পাইকার)-এর কাছে সংস্থাটি বিক্রি করে দেয় জিএম। তা হলেও লোকসানেই চলছিল সাব। শেষ পর্যন্ত দুই চিনা সংস্থার কাছে সংস্থা বিক্রির সম্ভাবনা দেখা দেয়। কিন্তু তাদের প্রযুক্তি সরবরাহ সংক্রান্ত লাইসেন্স দেওয়া নিয়ে আপত্তি জানায় জিএম। ওই লাইসেন্স এখনও জিএমের হাতেই রয়েছে। এরই জেরে শেষ পর্যন্ত দেউলিয়া ঘোষণার পথ বেছে নিল সাব।
|
ইউনিয়নের সাধারণ সম্পাদক সাসপেন্ড |
বাটা দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রঘুপতি বন্দ্যোপাধ্যায়কে কাজে অনুপস্থিতির অভিযোগে কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করেছেন। শাস্তির বিরোধিতা করে সিটু, এআইটিইউসি, ইউটিইউসি-সহ সব বাম শ্রমিক সংগঠনের রাজ্য নেতারা সোমবার মহাকরণে শ্রম সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বাটা কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতে সরকারের কাছে দাবি জানান। প্রতিনিধিদের মধ্যে ছিলেন কালী ঘোষ, সরল দেব, অশোক ঘোষ প্রমুখ নেতা।
|
টানা দু’মাস কোনও মোবাইল নম্বর অব্যবহৃত থাকলে, তার পরিষেবা বন্ধ করা হবে বলে জানাল ভোডাফোন। প্রিপেড গ্রাহকেরা ওই সময়ের মধ্যে কোনও ধরনের কল, এসএমএস বা ইন্টারনেট ব্যবহার না-করলে সংযোগ কেটে দেওয়া হবে বলে নির্দেশ জারি করেছে সংস্থা। নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে নম্বর নিয়ে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রকের নির্দেশের কারণেই এই সিদ্ধান্ত। |