তারকা সমাবেশ দার্জিলিংয়ে আজ শুরু চা-উৎসব |
শেষ মুহূর্তে ‘কিছু সমস্যা’র কারণে দার্জিলিঙের টি-ট্যুরিজম ফেস্টিভ্যালে যোগ দিতে পারছেন না ‘আরাধনা’র জুটি রাজেশ খন্না ও শর্মিলা ঠাকুর। সোমবার দার্জিলিঙের জেলাশাসক জানিয়েছেন, দুজনেই আলাদাভাবে জানিয়েছেন, ইচ্ছে থাকলেও কিছু সমস্যায় উৎসবে যোগ দিতে আসতে পারবেন না। তবে তাঁদের অনুপস্থিতি সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠান যাতে জমজমাট ও বর্ণময় হয়ে ওঠে সে জন্য বলিউড ও টলিউডের এক ঝাঁক তারকা সমাবেশের ব্যবস্থা পাকা করে ফেলেছেন উদ্যোক্তারা। দার্জিলিঙের জেলাশাসক বলেন, “রাজেশ খন্না ও শর্মিলা ঠাকুর আসবেন বলেছিলেন। সে জন্য আমরা ঘোষণাও করেছিলাম। কিন্তু, শেষ মুহূর্তে কিছু সমস্যার কারণে ওঁরা আসতে পারবেন না বলে জানিয়েছেন। তবে উদ্বোধন অনুষ্ঠান তারকাদের উপস্থিতিতে রঙিন হয়ে উঠবে। কারণ, বলিউড থেকে মহেশ ভট্ট, জিনাত আমন, মহিমা চৌধুরী, অস্মিত প্যাটেল, নিশা কোঠারি আসছেন। টলিউড থেকে অঞ্জন দত্ত, জুন মালিয়া-সহ অনেকেই আসবেন। তিন ফুটবল তারকা শ্যাম থাপা, ভাইচুং ভুটিয়া ও সুনীল ছেত্রীও থাকবেন।” তা হলে উদ্বোধন কে করবেন? ডিএম জানান, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব উদ্বোধন করবেন। ২০ ডিসেম্বর দার্জিলিঙে শুরু হচ্ছে টি-ট্যুরিজম ফেস্টিভ্যাল। ২০০০ সালে শুরু হলেও ওই ফেস্টিভ্যাল বছর তিনেক হওয়ার পরে আর হয়নি। জিটিএ চুক্তির পরে নতুন করে পর্যটকদের ঢল নামায় ফের উৎসবের চিন্তাভাবনা শুরু হয়। ঠিক হয়, শুধু দার্জিলিং সদর কেন্দ্র করে নয়, উৎসব হবে পাহাড়ের সর্বত্র। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক ও তিস্তায় উৎসব হবে। রাজ্যের নানা দফতর ও রেল সামিল হয়েছে। চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। |