নিজস্ব সংবাদদাতা • সিউড়ি |
আগামী শিক্ষাবর্ষ থেকে বীরভূম জেলার প্রাথমিক স্কুলগুলিতে সকালের পরিবর্তে দুপুরে পড়াশোনা করানো হবে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের জেলা সভাপতি রাজা ঘোষ এ কথা জানান। তিনি বলেন, “সকালের বদলে দুপুরে স্কুল চালু করার জন্য অভিভাবকরা জানিয়েছিলেন। তা ছাড়া শিক্ষা সংসদের ক্যালেন্ডারে সকালে স্কুল চালু করার উল্লেখ নেই। তাই আগামী শিক্ষাবর্ষ অথাৎ জানুয়ারি মাস থেকেই সকাল সাড়ে ১০টায় জেলার প্রাথমিক স্কুলগুলি খুলবে। শনিবার দুপুর ১টা পর্যন্ত ও বাকি পাঁচ দিন দুপুর সাড়ে তিনটে পর্যন্ত স্কুল চলবে।” তিনি জানান, এর ফলে স্কুলগুলিতে মিড-ডে মিলও ভাল ভাবে চলবে।
জেলা শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, শিক্ষা দফতর এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করেনি। এত দিন এই জেলার প্রায় ৪০০টি প্রাথমিক স্কুলে সকালে পড়াশোনা হত। সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্কুলগুলি চলার কথা। কিন্তু অভিভাবকদের একাংশের অভিযোগ, বাস্তবে স্কুল শুরু হতে সাতটা বেজে যেত। ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবার দিয়ে সাড়ে দশটার মধ্যেই অনেক স্কুলে ছুটি হয়ে যেত। ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনা করার সময় অনেক কমে গিয়েছিল। তাঁদের মতে, সকালের পরিবর্তে দুপুরে স্কুল চালু হলে পড়াশোনার সময় বেড়ে যাবে। শিক্ষা সংসদের সভাপতিও বলেন, “সকালে স্কুল কম সময় হত বলে অভিযোগ পেয়েছি। সকাল সাড়ে ১০টায় অনেকে মিড-ডে মিল দেওয়ায় অনেক ছাত্র-ছাত্রীরা অসুবিধা হয়। খেত মজুররা স্বামী-স্ত্রী দুপুরে মাঠে কাজ করেন। তাঁদের ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরে একা হয়ে পড়ে। তখন তারা কী করে কেউ খেয়াল করেনা। এই সব দিক বিবেচনা করেই সকালের স্কুল তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানিয়েছেন, অল্প কয়েকটি স্কুলের নিজস্ব ক্লাস নেই। হাইস্কুলে পড়াশোড়া চলে। সেই স্কুলগুলিতেই আপাতত সকালে ক্লাস চলবে। জেলা প্রাথমিক স্কুল পরিদর্শক ফটিক মুড়া বলেন, “প্রাথমিক শিক্ষা সংসদের জেলা সভাপতির নির্দেশ আনুযায়ী জানুয়ারি থেকে সকালের পরিবর্তে সকাল সাড়ে ১০টায় স্কুলগুলি খুলতে বলা হচ্ছে।” তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধ মত প্রকাশ করেছেন অভিভাবকদের একাংশ।
|