নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ রামপুরহাট মহকুমার চারটি কলেজে ছাত্র সংসদে তাদের প্রাধান্য বজায় রাখলেও একমাত্র রামপুরহাট কলেজে এসএফআই ও সারাভারত স্টুডেন্টস ব্লক সমর্থিত ছাত্র সংগঠনের প্রার্থীরা নিজেদের দখলে ছাত্র সংসদ রেখেছেন। অবশ্য এখানে একটি আসনে টাই হয়েছে। সোমবার কলেজে নির্বাচন হয়েছে। মল্লারপুর টুরকু হাঁসদা লেপসা হেমব্রম কলেজে এসএফআইয়ের কাছ থেকে ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ জোট ছিনিয়ে নিয়েছে। অন্য দিকে, মুরারই কবি নজরুল কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদের মধ্যে জোট না হলেও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় ছাত্র পরিষদ ২৪টি আসনের মধ্যে ২৪টি পেয়েছে। গত বারও এই ছাত্র সংসদ ছাত্র পরিষদের দখলে ছিল। নলহাটি হিরালাল ভকত কলেজে ১৮টি আসনের মধ্যে ১৩টি পেয়েছে তৃণমূল ছাত্র পরিষদ ও ছাত্র পরিষদ জোট। বাকি ৫টি পেয়েছে এসএফআই। রামপুরহট ও মুরারই কলেজে হারের প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সত্যজিৎ চট্টোপাধ্যায় বলেন, “এই দুই জায়গায় তৃণমূলের জেলা স্তরের নেতৃত্বদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব আছে। যার ফল ছাত্র সংসদ নির্বাচনে পড়েছে।” এসফআইয়ের জেলা সম্পাদক শতদল চট্টোপাধ্যায় বলেন, “কলেজে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে গত বারের মতো এ বারও ছাত্রছাত্রীরা এসএফআইয়ে চেয়েছে। এ ছাড়া, রাজ্য সরকারের বর্তমান শিক্ষানীতির প্রতিবাদের স্বরূপ এই ফল।”
|
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
খাস জমি বেদখল হচ্ছে বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে সোমবার তদন্তে নামল প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনিকেতন লাগোয়া অবনপল্লি, দিগন্তপল্লি, রতনপল্লি প্রভৃতি এলাকায় সরকারি জমি একটি অসাধু চক্র চড়া দামে বিক্রি করছে বলে গত সোমবার স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত মন্ত্রী-সহ প্রশাসনের সকল স্তরে অভিযোগ করেছিলেন। বিডিও তথা শ্রীনীকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক অমল সাহা বলেন, “অভিযোগের ভিত্তিতে এ দিন ঘটনাস্থলে গিয়েছিলাম। ভূমি রাজস্ব দফতরের লোকজনও ছিলেন। তদন্তে করে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
|
নিজস্ব সংবাদদাতা • শান্তিনিকেতন |
পড়ুয়াদের অবস্থান-বিক্ষোভ। —নিজস্ব চিত্র। |
বিশ্বভারতীর বিনয়ভবনে বি-এড পাঠ্যক্রমে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিলেন ছাত্র পরিষদ সমর্থিত ছাত্রছাত্রীদেক একাংশ। স্মারকলিপি দেওয়ার আগে তাঁরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, প্রত্যেক শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে বহু ছাত্রছাত্রী উত্তীর্ণ হন। কিন্তু আসন কম থাকায় বি-এড পাঠ্যক্রমের জন্য সকলে আবেদন করতে পারেন না। তাই এ দিন আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিনয়ভবনের অধ্যক্ষ ব্রজনাথ কুণ্ডু বলেন, “সংশ্লিষ্ট সব মহলের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”
|
মাওবাদীদের নাম করে তোলা আদায়ের অভিযোগে বাঁকুড়ার হিড়বাঁধের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত কার্তিক মণ্ডল হিড়বাঁধ থানার কেন্দুয়া-ভুতারডি গ্রামের বাসিন্দা। বাঁকুড়া জেলা পুলিশের এক কর্তা বলেন, “স্থানীয় কয়েক জনের কাছে মাওবাদীদের নাম করে মোটা টাকা তোলা চাওয়া ও আদায়ের অভিযোগ রয়েছে বছর একুশের কার্তিকের বিরুদ্ধে। ওই যুবক মাওবাদী ‘লিঙ্কম্যান’ কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।” ধৃতকে খাতড়া আদালতে হাজির করানো হলে ১০ দিন পুলিশি হেফাজত হয়। |