চিকিৎসার জন্য বৃদ্ধা মাকে নিয়ে শিয়ালদহ থেকে নৈহাটি যাচ্ছিলেন কৌশিক চৌধুুরী। কিন্তু স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে বৃদ্ধা হুড়মুড়িয়ে পড়ে যান। ট্রেনের তলায় পড়ে যাওয়া থেকে কোনও মতে রক্ষা পান তিনি।
ব্যারাকপুর থেকে বাড়ি ফিরছিলেন কয়েক জন কলেজছাত্রী। তাঁদের মধ্যে দু’জন খড়দহ স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গেলেন। বেঁচে যান বরাতজোরে।
শুধু নৈহাটি বা খড়দহ নয়, পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলের অনেক স্টেশনেই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে বা নামতে গিয়ে যাত্রীরা এখন প্রায়ই পড়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে।
এমনটা ঘটছে কেন?
যাত্রীদের বক্তব্য, প্ল্যাটফর্ম থেকে লোকাল ট্রেনগুলির উচ্চতা আচমকা ‘বেড়ে যাওয়া’তেই এমন ঘটনা ঘটছে। যাত্রীদের আরও অভিযোগ, ট্রেনের উচ্চতা এতটাই বেড়েছে যে, বৃদ্ধবৃদ্ধারা তো বটেই, অনেক ক্ষেত্রে অল্প বয়সীরাও অতটা পা উপরে তুলে ট্রেনে উঠতে গিয়ে সমস্যায় পড়ছেন। রেল-কর্তৃপক্ষ ইতিমধ্যে বেশ কয়েকটি স্টেশন থেকে এই ধরনের অভিযোগ পেয়েছেন। যাত্রীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন তাঁরা। নির্দিষ্ট স্টেশনের অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
কিন্তু প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতা এতটা বেড়ে গেল কী ভাবে? রেল সূত্রে দু’টি কারণের কথা বলা হচ্ছে।
• ট্রেনের ডিজাইনে ভুল বা অসঙ্গতি থাকলে উচ্চতার এমন হেরফের ঘটতে পারে।
• লাইনের উচ্চতা বেড়ে গেলে বা বাড়ানো হলেও হতে পারে এই সমস্যা।
কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “শিয়ালদহ দক্ষিণ শাখার জয়নগর স্টেশন থেকে এই ধরনের অভিযোগ আসায় তা ঠিক করে দেওয়া হয়েছে।” সমীরবাবুর আরও বক্তব্য, ওই এলাকায় জল জমার সমস্যা থাকায় রেললাইন উঁচু করা হয়েছিল। তাই প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতাও বেড়ে গিয়েছিল। এ বার মেন লাইনের প্ল্যাটফর্মগুলি পরীক্ষা করে দেখা হবে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদারও একই কথা বলেছেন। তাঁর কথায়, “সাধারণ ভাবে ট্রেনের উচ্চতা নতুন করে বাড়েনি। তবে নির্দিষ্ট স্টেশনের অভিযোগ পেলে তখনই বোঝা যাবে, প্ল্যাটফর্মের উচ্চতা কম, নাকি লাইনটাই উঁচু করা হয়েছে।”
রেলের প্রাক্তন কর্তারাও অবশ্য বলছেন, সমস্যা ট্রেনে নয়। যে-ভাবেই হোক, লাইনের উচ্চতা বেড়ে যাওয়ায় এই বিপত্তি ঘটছে। প্রাক্তন রেলকর্তা সুভাষরঞ্জন ঠাকুর জানান, সম্প্রতি বেশির ভাগ লাইনের তলায় কংক্রিটের স্লিপার বসানো হয়েছে। বৃষ্টির কথা মাথায় রেখেও কোথাও কোথাও লাইন তোলা হয়েছে।
লাইন উঁচু করা হলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনের উচ্চতা বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ সেটা বুঝতে পারল না কেন, সেই প্রশ্ন উঠেছে। লাইন উঁচু হলে
ট্রেনের উচ্চতা বেড়ে যেতে পারে ধরে নিয়ে লাইন মেরামতির সঙ্গে প্ল্যাটফর্ম উঁচু করার টাকা আগে থেকেই ধরা থাকে।
কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেওয়া হল না কেন, রেলকর্তারা তার জবাব দেননি। |