নিজস্ব সংবাদদাতা • আরামবাগ ও রঘুনাথগঞ্জ |
কলেজে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সংঘর্ষ হল এসএফআইয়ের। শনিবার হুগলির আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। কলেজ চত্বরে ওই সংঘর্ষের ঘটনায় দু’পক্ষের প্রায় ২৫ জন সমর্থক জখম হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনকে স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ৩৯টি আসনের জন্য ছাত্রছাত্রীদের তরফে ৯৭টি ফর্ম তোলা হয়েছে। নির্বাচন ২৭ ডিসেম্বর। ২০ ও ২২ ডিসেম্বর মনোনয়ন জমা ও প্রত্যাহারের শেষ দিন।
এসএফআইয়ের লোকাল কমিটির সম্পাদক অরূপ পাঁজার অভিযোগ, “সকাল ১১টা নাগাদ আমাদের ছেলেরা মনোনয়ন তোলার লাইনে দাঁড়ালে বহিরাগত তৃণমূল সমর্থকেরা আমাদের উপরে চড়াও হয়। মাটিতে ফেলে তাঁদের পেটানো হয়। মেয়েদের নিগ্রহ করা হয়। বাধা দেওয়ার চেষ্টা করেও পারিনি। পুলিশ তৃণমূল সমর্থকদের ঢোকার পথ করে দিয়েছে। অধ্যক্ষও দাঁড়িয়ে দেখলেন।” |
মারমুখী ছাত্রেরা। শনিবার মোহন দাসের তোলা ছবি। |
তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের প্রেসিডেন্ট রাজেন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন, “এসএফআইয়ের ছেলেরা আমাদের উপরে প্রথম হামলা করে। কলেজে ঢোকার আগে থেকেই আক্রান্ত হই আমরা। শুধু প্রতিবাদ করা হয়েছে।” তবে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে। কলেজ অধ্যক্ষ অসীম দে বলেন, “গোলমাল বাধার সঙ্গে সঙ্গে আমরা যাই। পরিস্থিতি সামলাবার চেষ্টা করে পুলিশ।”
অন্য দিকে, মুর্শিদাবাদ জেলার ১৫টি কলেজের মধ্যে ১২টি কলেজে শনিবার শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়েছে। তিন কলেজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল রেখেছে ছাত্র পরিষদ। |