‘বিশ্বাসযোগ্য’ ভাবে দেখা উচিত বিষমদ-কাণ্ড: রাজ্যপাল
বিষ মদ-কাণ্ডের বিষয়টি আরও ‘বিশ্বাসযোগ্য ভাবে’ দেখা উচিত বলে মনে করেন রাজ্যপাল এম কে নারায়ণন। শনিবার রবীন্দ্র সদনে এক বেসরকারি সংগঠন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধ শতবর্ষ পালন অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানে ওই সংস্থার চেয়ারম্যান মানস ভুঁইয়া রাজ্যপালকে সংবর্ধনা দেন। অনুষ্ঠান-শেষে প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, “আমরি হাসপাতালের আগুন ও বিষমদ-কাণ্ড দু’টিই দুঃখজনক। কিন্তু বিষমদের ঘটনাটি আরও বিশ্বাসযোগ্য ভাবে দেখা উচিত। আমার মনে হয়, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
‘বিশ্বাসযোগ্যতার’ কথা রাজ্যপাল কেন বললেন, তা নিয়ে প্রশাসন এবং রাজনৈতিক শিবিরের স্বভাবতই জল্পনা তৈরি হয়েছে। সংগ্রামপুরের বিষ মদের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে ‘বিতর্ক’ তৈরি হয়েছে। পার্থবাবু সরাসরি অভিযোগ করেছেন, “পরিকল্পনা মাফিক সিপিএম ওখানে মদে বিষ মিশিয়ে মানুষের জীবনহানি ঘটিয়েছে।” পাশাপাশিই, তৃণমূলের দুই কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়ও বলেছেন, “আমরি-কাণ্ডে যে ভাবে সিপিএম ক্রমশ জড়িয়ে পড়ছে, তা থেকে নজর ঘোরাতেই সিপিএম পরিকল্পিত ভাবে বিষমদের ঘটনা ঘটিয়েছে।” সেই ‘বিতর্কের’ পরিপ্রেক্ষিতেই রাজ্যপালের ওই মন্তব্য কি না, জল্পনা তা নিয়েই।
মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার ওই ঘটনার কারণ অনুসন্ধানে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি বিষমদ বন্ধ করতে সর্বদল বৈঠক ডাকার সিদ্ধান্ত ঘোষণা করেন। আগামিকাল ওই বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী বেআইনি ভাটিখানা উচ্ছেদে ও এই ‘সামাজিক ব্যাধি’র নিরাময়ে সব রাজনৈতিক দলের সহযোগিতা চান। কিন্তু মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের অব্যবহিত পরে পার্থবাবু সিপিএমের বিরুদ্ধে ওই অভিযোগ করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যে ‘সামাজিক ব্যাধি’ নিরাময়ে শাসক-বিরোধীর ‘ঐক্যবদ্ধ উদ্যোগ’-এর যে সম্ভাবনা দেখা গিয়েছিল, তৃণমূলের মন্ত্রীদের একাংশের মন্তব্যের পর তা স্বাভাবিক ভাবেই ঈষৎ ‘ক্ষুণ্ণ’ হয়। তদন্ত চলাকালীন এমন মন্তব্য নিয়ে শুক্রবার রাজ্যপালের কাছেও অভিযোগ জানান বামফ্রন্টের পরিষদীয় নেতৃত্ব। তার পরে রাজ্যপালের এ দিনের ওই মন্তব্য যথেষ্ট ‘তাৎপর্যপূর্ণ’ বলেই রাজনৈতিক শিবিরের একাংশের ধারণা।
মৃত ১৭০
এখনও ভর্তি ২১ আশঙ্কাজনক ৫
ডায়মন্ড হারবার হাসপাতালে রোগীদের জিজ্ঞাসাবাদ সিআইডি-র
সংগ্রামপুরে ফের চোলাই-ঠেক ভাঙলেন বাসিন্দারা
জেলায় জেলায় অভিযান, উত্তরবঙ্গে ধৃত ৩



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.