শীতের শুরুতেই এ বার উলটপুরাণ!
কালিম্পং-গ্যাংটককে হেলায় হারাচ্ছে পানাগড়। শীতের কামড়ে পাহাড়ের পাদদেশে শিলিগুড়িকে ছাপিয়ে গিয়েছে শ্রীনিকেতন।
সাধারণত, শীতের নিরিখে এ রাজ্যে উত্তরের জেলাগুলোই এগিয়ে থাকে দক্ষিণবঙ্গের থেকে। কিন্তু এ বার ঘটছে উল্টোটা। উত্তরবঙ্গে এখনও শৈত্যপ্রবাহের আভাস নেই। কিন্তু বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়াএই চার জেলাই শৈত্যপ্রবাহের কবলে পড়েছে বলে শনিবার জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আকাশ পুরোপুরি পরিষ্কার হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হু-হু করে নামছে তাপমাত্রা। তাপমাত্রা এতটাই নেমে গিয়েছে, যে তা পাহাড় ও সমতলের প্রভেদও ঘুচিয়ে দিয়েছে। এ দিন কালিম্পং এবং গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৬.৭ ও ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা নেমে এসেছে ৫.৯ ডিগ্রিতে। হিমালয়ের পাদদেশ শিলিগুড়িতে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া ও নদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ৮ ডিগ্রির নীচে।
তাপমাত্রা নামার প্রবণতায় পাল্লা দিচ্ছে হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরও। হাওড়ার উলুবেড়িয়ায় ৯.৩, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় ৯.১ এবং উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। কলকাতার উপকণ্ঠে দমদমে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতেও তাপমাত্রা কমছে। এ দিন শহরের তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি। রাজ্যের দুই শুখা জেলা বাঁকুড়া ও পুরুলিয়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রির নীচে।আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ বলেন, “আকাশ পুরোপুরি পরিষ্কার থাকায় রাজ্যের দক্ষিণ দিকের জেলাগুলির তাপমাত্রার এই অবস্থা। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা আরও কমবে।” ওই তল্লাটে আরও কয়েকটি জেলা যে শৈত্যপ্রবাহের কবলে পড়তে পারে তার ইঙ্গিতও দিয়েছেন গোকুলবাবু। |
প্রশ্ন হল, উত্তরবঙ্গকে কী ভাবে হারিয়ে দিল দক্ষিণবঙ্গ?
আবহবিদেরা জানাচ্ছেন, উত্তরবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত থাকায় সেখানে ঘন কুয়াশা পড়ছে। ঘন কুয়াশায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা অনেকটা কমে গেলেও সর্বনিম্ন তাপমাত্রা তেমন নামতে পারছে না। দিনের বেলা প্রচণ্ড ঠান্ডায় উত্তরবঙ্গের জীবনযাত্রা বিপর্যস্ত। কিন্তু রাতের তাপমাত্রা অপেক্ষাকৃত কম নামছে।
কোথায় কতটা শীত তার মাপকাঠি হল, সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে আগামী দু’দিনও ঘন কুয়াশার অবরোধ জারি থাকবে। ফলে সূর্যালোকহীন, স্যাঁতসেঁতে, কনকনে দিন। কিন্তু রাতের তাপমাত্রা ততটা নামবে না।
দক্ষিণবঙ্গের ছবিটা ঠিক এর উল্টো। আকাশ পরিষ্কার থাকায় সেখানে দিনে রোদের আভাস মিলছে। দিনে অপেক্ষাকৃত ঠান্ডা কম থাকলেও মাটি থেকে দ্রুত তাপ বিকিরণের ফলে রাতে তাপমাত্রা একেবারে কম থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও হাল্কা কুয়াশা পড়ার পরিস্থিতি তৈরি হলে এই অবস্থাটা পাল্টাতে পারে। |