ভারতীয় ব্যাডমিন্টনে নতুন ইতিহাস গড়লেন সাইনা নেহওয়াল! ভারতের প্রথম সিঙ্গলস খেলোয়াড় হিসাবে ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশনের বিশ্ব সুপার সিরিজ ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় মেয়ে।
চিনের লিউঝুতে সেমিফাইনাল ম্যাচে আজ বিশ্বের পাঁচ নম্বর, ডেনমার্কের টাইন বওনকে ২১-১৭, ২১-১৮ হারাতে বিশ্বের চার নম্বর সাইনা নেন ৩৪ মিনিট। রবিবারের ফাইনালে এ বার সাইনার লড়াই বিশ্বের এক নম্বর, চিনের য়িহান ওয়াং-এর সঙ্গে।
এর আগে ২০০৯-এ বিশ্ব সুপার সিরিজের মিক্সড ডাবলস ফাইনাল প্রথম ভারতীয় জুটি হিসাবে খেলেছিলেন জ্বালা গাট্টা-ভি দিজু। তবে খেতাব জিততে পারেননি তাঁরা। সাইনা পারবেন কি না, সেটা জানার জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তবে টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য তিনি। |
ফাইনালে ওঠার পথে সাইনা। শনিবার। ছবি: এএফপি |
গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জেতা ছাড়াও তিনটি সুপার সিরিজ এবং ভারতীয় ওপেন জিতেছিলেন সাইনা। তুলনায় এ বছর তাঁর ঝুলিতে টিমটিম করছে শুধু সুইস ওপেন খেতাব। ফলে সাইনার ফর্ম হারানো নিয়ে ইদানীং জল্পনা জোরদার হচ্ছিল। ক’দিন আগে প্রকাশ পাডুকোনের মতো কিংবদন্তি পর্যন্ত সাইনার গতি সামান্য কমে গিয়েছে বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সব সমালোচনার মুখে ঘুরে দাঁড়ানোর জন্য যেন এই টুর্নামেন্টেকেই বেছে নিয়েছেন হায়দরাবাদের তারকা।
গতকাল বিশ্বের তিন নম্বর জিন ওয়াং-কে ২১-১৭, ২২-২০ হারিয়ে সাড়া ফেলেন সাইনা। শুক্রবারের আগে পর্যন্ত যে চিনা তারকার সঙ্গে পাঁচ বারের সাক্ষাতে তিনি জিততে পেরেছিলেন মাত্র এক বার। জিন ওয়াংকে হারানোয় বিশ্ব সুপার সিরিজের গ্রুপ বি-তে এক নম্বরে শেষ করেন। সাইনা অবশ্য সেমিফাইনালে ওঠা তার আগেই নিশ্চিত করে ফেলেছিলেন। তবে সেমিফাইনালে আগে পর্যন্ত সাইনা বনাম বওন মুখোমুখি লড়াইয়ের বিচারে পাল্লাটা ঝুঁকে ছিল ডেনমার্কের মেয়ের দিকেই। আগের চার সাক্ষাতে তিন বারই জিতেছিলেন যিনি। এ দিনও নেট প্লে এবং স্ম্যাশ থেকে পয়েন্ট তোলার বিচারে সাইনার থেকে সামান্য এগিয়ে ছিলেন বওন। কিন্তু সাইনা কৌশলে প্রতিপক্ষকে লম্বা র্যালি খেলতে বাধ্য করিয়ে ম্যাচের রাশ নিজের হাতে রেখে দেন। |