লোকপাল বিল নিয়ে যে আর সামান্যতম কালক্ষেপও করতে চান না, আজ দেশে ফেরার পথে সেটা ভাল ভাবেই বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। জানিয়ে দিলেন, এর জন্য তাঁর সরকার ‘দিনরাত এক করে’ কাজ করে চলেছে।
চলতি অধিবেশনেই লোকপাল বিলটি পাশ করাতে চান প্রধানমন্ত্রী। এই ব্যাপারে তিনি যে কতটা দৃঢ় প্রতিজ্ঞ, সেটা বোঝা গেল তাঁর আজকের ঘোষণায়। দেশে ফেরার পথে বিশেষ বিমানে সঙ্গী সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকও এক দিন এগিয়ে আনছেন তিনি। সোমবারের পরিবর্তে আগামিকাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকটি হবে। তার পর সোমবার বিলটি পেশ করা হবে সংসদে।
এর আগে সংসদীয় মন্ত্রী পবন বনশল জানিয়েছিলেন, মঙ্গলবার বিলটি আনার পরিকল্পনা রয়েছে। পরে প্রধানমন্ত্রী সেই সময় নিজেই এগিয়ে আনেন। বলেন, “এই অধিবেশনেই বিলটি পাশ করাতে চাই। তার জন্য দিন-রাত কাজ করছি। আর এক বার বিলটি পেশ হয়ে গেলে তার ভবিষ্যৎ সংসদই ঠিক করবে। তবে আমাদের আন্তরিকতা নিয়ে কোনও প্রশ্ন নেই।”
সাধারণত সংসদ চলার সময়ে প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে অভ্যন্তরীণ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন না। কিন্তু আজ দিল্লি ফেরার পথে প্রধানমন্ত্রীর দিক থেকেই সাংবাদিকদের মুখোমুখি হওয়ার তাগিদ ছিল।
কংগ্রেস সূত্র বলা হচ্ছে, অণ্ণা হজারে এক দিকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে অভিযোগ করেছেন যে, লোকপাল বিল নিয়ে সরকার কী করবে তা স্পষ্ট নয়। চার পাতার চিঠিতে তাঁর আশঙ্কা, সরকার বিল আনতে আন্তরিক নয়। অন্য দিকে, এ দিনই বেঙ্গালুরু থেকে নিজের দাক্ষিণাত্য প্রচার শুরু করে সরকারকে আবার এক হাত নিয়েছেন অণ্ণা। বলেছেন, সরকার ‘অন্ধ এবং কালা’। বলেছেন, যে বিল সরকার আনতে চাইছে তার ‘কোনও মূল্য নেই’। বলেছেন, লোকপাল বিল আনতে না পারলে সরকার ‘গদি ছাড়ুক’! এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী খুবই স্পষ্ট বার্তা দিয়েছেন লোকপাল নিয়ে। অণ্ণা এবং তাঁর দলবলকে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, আর যা-ই কর, সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ কোরো না। দলীয় সূত্রে আরও বলা হচ্ছে, লোকপালের ব্যাপারে এ ভাবে ‘অতি-সক্রিয়’ হওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী অণ্ণা এবং বিরোধী দলের পালের বাতাস কেড়ে নেওয়ার চেষ্টাই করেছেন। তাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন।
লোকপাল নিয়ে অতি-সক্রিয়তার পিছনে প্রধানমন্ত্রীর আর একটি কৌশলও রয়েছে বলে মনে করা হচ্ছে। তা হল, সোমবার সংসদ বসলে চিদম্বরমের দিক থেকে বিরোধীদের নজর ঘুরিয়ে দিতে চান তিনি। এবং সেই কাজে অস্ত্র করতে চান লোকপাল বিলকেই। রবিবার মন্ত্রিসভা বিলটিকে ছাড়পত্র দিলে এবং সোমবার তা সংসদে পেশ হয়ে গেলে, সেই লক্ষ্যে তিনি সফল হবেন বলেই মনে করছে কংগ্রেস।
|